বাংলা বিবিধ-০১

প্রশ্নঃ ‘সুশি’ ও ‘সাশিমী’ কী?
ক. দুই বোনের নাম
খ. এক ধরনের পাখি
গ. এ ধরনের উদ্ভিদ
ঘ. এক ধরনের খাবার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৮৯তম অস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র এর পরিচালক কে?
ক. Maren Ade
খ. Hannes Holm
গ. Asghar Farhadi
ঘ. Martin Zandvliet
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু- গানটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল
খ. রবীন্দ্রনাথ
গ. হাছন রাজা
ঘ. লালন শাহ
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পান্ডুলিপি লিবিদ্ধ করতেন তাদের বলা হত–
ক. অনুবাদক
খ. লিপিকার
গ. লেখক
ঘ. নকলনবিশ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পুরুষ পরীক্ষা’ কার রচনা?
ক. চণ্ডীচরণ মুনশী
খ. তারিনীচরণ মিত্র
গ. গোলকনাথ শর্মা
ঘ. হরপ্রসাদ রায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. কমা
খ. ড্যাশ
গ. সেমিকোলন
ঘ. প্রশ্নচিহ্ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মোজাম্মেল হকের রোমান্টিক উপন্যাস-
ক. জোহরা
খ. টিপু সুলতান
গ. তাপস কাহিনী
ঘ. কুসুমাঞ্জলী
উত্তরঃ ক

প্রশ্নঃ “RAPIS” অক্ষরগুলােকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
ক. একটি প্রাণী
খ. একটি শহর
গ. একটি দেশ
ঘ. একটি মহাসাগর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সব ক’টি জানালা খুলে দাও না’ গানটির গীতিকার কে?
ক. আলতাফ মাহমুদ
খ. আবু হেনা মোস্তফা কামাল
গ. মনিরুজ্জামান
ঘ. নজরুল ইসলাম বাবু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম অভিধান প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৪৩
খ. ১৮৪৩
গ. ১৭৪৩
ঘ. ১৭৩৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ৮৯তম অস্কারে সেরা পুরুষ অভিনেতা কে?
ক. Andrew Garfield
খ. Denzel Washington
গ. Casey Affleck
ঘ. Ryan Gosling
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা একাডেমী কতটি অভিধান জাতীয় গ্রন্থ রচনা করেছে?
ক. ২০ -এর উপরে
খ. ৩০ -এর উপরে
গ. ৫০ -এর উপরে
ঘ. ৬০ -এর উপরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আবিষ্কারের নেশায়’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. মোহাম্মদ জাফর ইকবাল
খ. ইব্রাহীম খলিল
গ. ড. আবদুল্লাহ আল মুতী
ঘ. ড. মুহম্মদ এনামূল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ “On the question I must part company with you”-বাক্যটির বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
ক. ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্নমত পোষণ করব
খ. ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটি ভাগ করে দেব
গ. ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঐতিহাসিক অভিধান’ বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?
ক. গণগ্রন্থাগার অধিদপ্তর
খ. বাংলাদেশ বই সমিতি
গ. বাংলা একাডেমী
ঘ. বাংলাদেশ ইতিহাস পরিষদ
উত্তরঃ গ

প্রশ্নঃ Transparent
ক. উপনীত
খ. প্রাণবন্ত
গ. স্বচ্ছ
ঘ. ঘোলাটে
উত্তরঃ গ

প্রশ্নঃ যে কাব্যে অমিত্রাক্ষর ছন্দ পূর্ণতা লাভ করে–
ক. মেঘনাদবধ
খ. বীরাঙ্গনা
গ. রৈবতক
ঘ. প্রভাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রূপালী বাতাস সোনলী আকাশ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ড. আশরাফ সিদ্দিকী
খ. জাহানারা ইমাম
গ. এম.আর.আখতার মুকুল
ঘ. সানাউল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তা হলো ঝিনুকের–
ক. খোলসের টুকরা
খ. চোখের মণি
গ. প্রদাহের ফল
ঘ. জমাট হরমোন
উত্তরঃ গ

প্রশ্নঃ সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হয়?
ক. গ্রহণ করতে হয়
খ. পরিবর্তন করতে হয়
গ. অবিকল লিখতে হয়
ঘ. বর্জন করতে হয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তুমি সুন্দর, তাই চেয়ে থাকি’ -গানটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ডি এল রায়
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অরণ্য জনপদে’ কার লেখা?
ক. আশরাফ সিদ্দিকী
খ. কাজী আবদুল মান্নান
গ. আবদুস সাত্তার
ঘ. মোফাজ্জল হায়দার
উত্তরঃ গ

প্রশ্নঃ আইরিশ রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা
ক. ইনকাথা
খ. সিন ফেইন
গ. আল-ফারান
ঘ. কারেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সিঁথির সিঁদুর’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. ইন্দিরা দেবী
খ. সীতা দেবী
গ. শান্তা দেবী
ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?
ক. সুকুমার সেন
খ. দীনেশ চন্দ্র সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী লাকী আখন্দ মৃত্যু বরণ করেন কবে?
ক. ১৮ এপ্রিল ২০১৭
খ. ২০ এপ্রিল ২০১৭
গ. ২১ এপ্রিল ২০১৭
ঘ. ২৫ এপ্রিল ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুঁচবর কন্যা’ বন্দে আলী মিয়া রচিত-
ক. উপন্যাস
খ. নাটক
গ. শিশুতোষ গ্রন্থ
ঘ. কাব্যগ্রন্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক. ডাব
খ. সচিব
গ. কুচ্ছিত
ঘ. বালতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. সুকুমার সেনের লেখা গ্রন্থ কোনটি?
ক. বাঙালীর ইতিহাস
খ. বঙ্গসাহিত্য উপন্যাসের ধারা
গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিভা : কিরণ :: সুবলিত 😕
ক. সুবিদিত
খ. সুগঠিত
গ. সুবিনীত
ঘ. বিধিত
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top