বাংলা বিবিধ-০১

প্রশ্নঃ ‘সুশি’ ও ‘সাশিমী’ কী?
ক. দুই বোনের নাম
খ. এক ধরনের পাখি
গ. এ ধরনের উদ্ভিদ
ঘ. এক ধরনের খাবার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৮৯তম অস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র এর পরিচালক কে?
ক. Maren Ade
খ. Hannes Holm
গ. Asghar Farhadi
ঘ. Martin Zandvliet
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু- গানটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল
খ. রবীন্দ্রনাথ
গ. হাছন রাজা
ঘ. লালন শাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পান্ডুলিপি লিবিদ্ধ করতেন তাদের বলা হত–
ক. অনুবাদক
খ. লিপিকার
গ. লেখক
ঘ. নকলনবিশ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পুরুষ পরীক্ষা’ কার রচনা?
ক. চণ্ডীচরণ মুনশী
খ. তারিনীচরণ মিত্র
গ. গোলকনাথ শর্মা
ঘ. হরপ্রসাদ রায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. কমা
খ. ড্যাশ
গ. সেমিকোলন
ঘ. প্রশ্নচিহ্ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মোজাম্মেল হকের রোমান্টিক উপন্যাস-
ক. জোহরা
খ. টিপু সুলতান
গ. তাপস কাহিনী
ঘ. কুসুমাঞ্জলী
উত্তরঃ ক

প্রশ্নঃ “RAPIS” অক্ষরগুলােকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
ক. একটি প্রাণী
খ. একটি শহর
গ. একটি দেশ
ঘ. একটি মহাসাগর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সব ক’টি জানালা খুলে দাও না’ গানটির গীতিকার কে?
ক. আলতাফ মাহমুদ
খ. আবু হেনা মোস্তফা কামাল
গ. মনিরুজ্জামান
ঘ. নজরুল ইসলাম বাবু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম অভিধান প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৪৩
খ. ১৮৪৩
গ. ১৭৪৩
ঘ. ১৭৩৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ৮৯তম অস্কারে সেরা পুরুষ অভিনেতা কে?
ক. Andrew Garfield
খ. Denzel Washington
গ. Casey Affleck
ঘ. Ryan Gosling
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা একাডেমী কতটি অভিধান জাতীয় গ্রন্থ রচনা করেছে?
ক. ২০ -এর উপরে
খ. ৩০ -এর উপরে
গ. ৫০ -এর উপরে
ঘ. ৬০ -এর উপরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আবিষ্কারের নেশায়’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. মোহাম্মদ জাফর ইকবাল
খ. ইব্রাহীম খলিল
গ. ড. আবদুল্লাহ আল মুতী
ঘ. ড. মুহম্মদ এনামূল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ “On the question I must part company with you”-বাক্যটির বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
ক. ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্নমত পোষণ করব
খ. ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটি ভাগ করে দেব
গ. ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঐতিহাসিক অভিধান’ বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?
ক. গণগ্রন্থাগার অধিদপ্তর
খ. বাংলাদেশ বই সমিতি
গ. বাংলা একাডেমী
ঘ. বাংলাদেশ ইতিহাস পরিষদ
উত্তরঃ গ

প্রশ্নঃ Transparent
ক. উপনীত
খ. প্রাণবন্ত
গ. স্বচ্ছ
ঘ. ঘোলাটে
উত্তরঃ গ

প্রশ্নঃ যে কাব্যে অমিত্রাক্ষর ছন্দ পূর্ণতা লাভ করে–
ক. মেঘনাদবধ
খ. বীরাঙ্গনা
গ. রৈবতক
ঘ. প্রভাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রূপালী বাতাস সোনলী আকাশ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ড. আশরাফ সিদ্দিকী
খ. জাহানারা ইমাম
গ. এম.আর.আখতার মুকুল
ঘ. সানাউল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তা হলো ঝিনুকের–
ক. খোলসের টুকরা
খ. চোখের মণি
গ. প্রদাহের ফল
ঘ. জমাট হরমোন
উত্তরঃ গ

প্রশ্নঃ সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হয়?
ক. গ্রহণ করতে হয়
খ. পরিবর্তন করতে হয়
গ. অবিকল লিখতে হয়
ঘ. বর্জন করতে হয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তুমি সুন্দর, তাই চেয়ে থাকি’ -গানটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ডি এল রায়
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অরণ্য জনপদে’ কার লেখা?
ক. আশরাফ সিদ্দিকী
খ. কাজী আবদুল মান্নান
গ. আবদুস সাত্তার
ঘ. মোফাজ্জল হায়দার
উত্তরঃ গ

প্রশ্নঃ আইরিশ রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা
ক. ইনকাথা
খ. সিন ফেইন
গ. আল-ফারান
ঘ. কারেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সিঁথির সিঁদুর’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. ইন্দিরা দেবী
খ. সীতা দেবী
গ. শান্তা দেবী
ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?
ক. সুকুমার সেন
খ. দীনেশ চন্দ্র সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী লাকী আখন্দ মৃত্যু বরণ করেন কবে?
ক. ১৮ এপ্রিল ২০১৭
খ. ২০ এপ্রিল ২০১৭
গ. ২১ এপ্রিল ২০১৭
ঘ. ২৫ এপ্রিল ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুঁচবর কন্যা’ বন্দে আলী মিয়া রচিত-
ক. উপন্যাস
খ. নাটক
গ. শিশুতোষ গ্রন্থ
ঘ. কাব্যগ্রন্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক. ডাব
খ. সচিব
গ. কুচ্ছিত
ঘ. বালতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. সুকুমার সেনের লেখা গ্রন্থ কোনটি?
ক. বাঙালীর ইতিহাস
খ. বঙ্গসাহিত্য উপন্যাসের ধারা
গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিভা : কিরণ :: সুবলিত 😕
ক. সুবিদিত
খ. সুগঠিত
গ. সুবিনীত
ঘ. বিধিত
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!