বাংলাদেশ সংসদ ও সংবিধান

বাংলাদেশ সংসদ ও সংবিধান :

সংবিধানের সংশোধনীসমূহঃ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
বিলের শিরোনামসংশোধনীর বিষয়বস্তুপাসের তারিখপক্ষে-বিপক্ষে ভোটমন্তব্য
প্রথম সংশোধনীযুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধীদের বিচার নিশ্চিত করা১৫ই জুলাই ১৯৭৩২৫৪-০
(বিরত ৩ জন)
 
দ্বিতীয় সংশোধনীঅভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমনে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে “জরুরি অবস্থা” ঘোষণার বিধান২০শে সেপ্টেম্বর, ১৯৭৩২৬৭-০
(স্বতন্ত্র ও বিরোধীরা ওয়াকআউট করেন)
 বাংলাদেশ সংসদ ও সংবিধান
তৃতীয় সংশোধনীবাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুমোদন এবং চুক্তি অনুযায়ী ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় বিধান ২৩শে নভেম্বর ১৯৭৪২৬১-০৭ 
চতুর্থ সংশোধনীসংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন২৫শে জানুয়ারি ১৯৭৫২৯৪-০ 
পঞ্চম সংশোধনী১৯৭৫ সালের ১৫ই আগস্টের সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৯৭৯ সালের ৫ই এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকান্ডকে বৈধতা দান৬ই এপ্রিল ১৯৭৯২৪১-০সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত
ষষ্ঠ সংশোধনীউপ-রাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরন৮ই জুলাই ১৯৮১২৫২-০ 
সপ্তম সংশোধনী১৯৮২ সালের ২৪শে মার্চ থেকে ১৯৮৬ সালের ৯ই নভেম্বর পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকাকালীন সময়ে প্রণীত সকল ফরমান, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, নির্দেশ ও অধ্যাদেশসহ অন্যান্য সকল আইন অনুমোদন১০ই নভেম্বর ১৯৮৬২২৩-০সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত
অষ্টম সংশোধনীরাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান ও ঢাকার বাইরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca-এর নাম Dhaka এবং Bangali-এর নাম Bangla-তে পরিবর্তন করা হয়৭ই জুন ১৯৮৮২৫৪-০ 
নবম সংশোধনীরাষ্ট্রপতি পদে নির্বাচনের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা, রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তিকে পর পর দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা১০ই জুলাই ১৯৮৯২৭২-০ 
দশম সংশোধনীরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ১৮০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদের বাংলা ভাষ্য সংশোধন ও সংসদে মহিলাদের ৩০টি আসন আরো ১০ বছরকালের জন্য সংরক্ষণ১২ই জুন ১৯৯০২২৬-০ বাংলাদেশ সংসদ ও সংবিধান
একাদশ সংশোধনীঅস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্বপদে ফিরে যাবার বিধান ৬ই আগস্ট ১৯৯১২৭৮-০ 
দ্বাদশ সংশোধনীসংসদীয় পদ্ধতির সরকার পূণঃপ্রবর্তন ও উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তি৬ই আগস্ট ১৯৯১৩০৭-০ 
ত্রয়োদশ সংশোধনীঅবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ-নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন২৭শে মার্চ ১৯৯৬২৬৮-০সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত
চতুর্দশ সংশোধনীনারীদের জন্য সংসদে ৪৫টি সংসদীয় আসন সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ, অর্থ বিল, সংসদ সদস্যদের শপথ, সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি১৬ই মে ২০০৪২২৬-১ 
পঞ্চদশ সংশোধনীসংবিধানের প্রস্তাবনা সংশোধন, ১৯৭২-এর মূলনীতি পূনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ, ১/১১ পরবর্তী দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ম বহির্ভুতভাবে ৯০ দিনের অধিক ক্ষমতায় থাকার বিষয়টি প্রমার্জ্জনা, নারীদের জন্য সংসদে ৫০ টি সংসদীয় আসন সংরক্ষণ, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি৩০শে জুন ২০১১২৯১-১বাংলাদেশ সংসদ ও সংবিধান 
ষোড়শ সংশোধনীবাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া১৭ সেপ্টেম্বর ২০১৪৩২৮-০ 
বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?উঃ সার্বভৌম প্রজাতন্ত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?উঃ সংবিধান।
কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?উঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?উঃ ভারত।
বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?উঃ আমেরিকা।
বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?উঃ ২৩ মার্চ, ১৯৭২।
বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?উঃ ১২ অক্টোবর, ১৯৭২।
গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?উঃ ০৪ নভেম্বর,১৯৭২।
কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?উঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।
বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?উঃ ১০ এপ্রিল, ১৯৭২।
সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?উঃ ৩৪ জন।
সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?উঃ ডঃ কামাল হোসেন।
সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?উঃ বেগম রাজিয়া বেগম।
বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?উঃ ২ টি। বাংলা ও ইংরেজি।
কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?উঃ প্রস্তাবনা দিয়ে শুরু ও ৪টি তফসিল দিয়ে শেষ।
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?উঃ ১১ টি।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?উঃ ১৫৩ টি।
বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?উঃ আবদুর রাউফ।
প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?উঃ প্রধান বিচারপতির নিয়োগ দান।
রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?উঃ কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?উঃ ২ মেয়াদকাল।
কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?উঃ রাষ্ট্রপতি।
জাতীয় সংসদের সভাপতি কে?উঃ স্পিকার।
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?উঃ স্পিকারের উদ্দেশ্যে।
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?উঃ রাষ্ট্রপতি।
এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?উঃ রাষ্ট্রপতি।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?উঃ সুপ্রীম কোর্ট।
সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?উঃ ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?উঃ ৬৭ বছর পর্যন্তু।
বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?উঃ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?উঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?উঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।


কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?উঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?উঃ ১১ অনুচ্ছেদ।


সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?উঃ ১৪ অনুচ্ছেদ।


সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?উঃ ২২ অনুচ্ছেদ।


“সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয়  লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?উঃ ২৭ অনুচ্ছেদে।


জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?উঃ ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?উঃ ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?উঃ ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?উঃ ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?উঃ ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?উঃ ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?উঃ ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?উঃ ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?উঃ ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?উঃ ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?উঃ ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?উঃ ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?উঃ ৭৪ অনুচ্ছেদ।
ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?উঃ ৭৭ অনুচ্ছেদে।
জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?উঃ ১৯৮০ সালে।
বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?উঃ ১৬ টি।


ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?উঃ ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?উঃ ১২ নভেম্বর, ১৯৯৬।
বাংলাদেশের আইন সভার নাম কি?উঃ জাতীয় সংসদ।
জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?উঃ ১৯৬২ সালে।
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?উঃ লুই আই কান।
লুই আই কান কোন দেশের নাগরিক?উঃ যুক্তরাষ্ট্রের নাগরিক।
জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?উঃ হ্যারি পাম ব্লুম।
জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?উঃ ১৯৬৫ সালে।
জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?উঃ ২১৫ একর।
জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?উঃ ২৮ জানুয়ারী, ১৯৮২।
জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?উঃ ৯ তলা।
জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?উঃ ১৫৫ ফুট।
বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?উঃ শাপলা ফুল।
জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?উঃ রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?উঃ ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?উঃ ৩৫০ টি।
বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?উঃ ৩০০ টি।
সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?উঃ ৫০ টি।
বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?উঃ পঞ্চগড়-১।
বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?উঃ বান্দরবান।
জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?উঃ স্পিকারের ভোটকে।
সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক মধ্যে ব্যবধান কতদিন?উঃ ৬০ দিন।


সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?উঃ ৩০ দিন।
সংসদ অধিবেশন কে আহবান করেন?উঃ রাষ্ট্রপতি।
সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?উঃ ৬০ জন।
সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?উঃ দুই-তৃতীয়াংশ।


একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?উঃ ৯০ কার্যদিবস।


গণ-পরিষদের প্রথম স্পিকার কে?উঃ শাহ আব্দুল হামিদ।
গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?উঃ ১৯৩৭ সালে।
কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?উঃ যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু,
১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।



বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?উঃ এডভোকেট আবদুল হামিদ।


নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?উঃ সুপ্রীম কোর্ট।
বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?উঃ বিচারপতি এম ইদ্রিস।
বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?উঃ কাজী রকিবউদ্দীন আহমদ


নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?উঃ স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।


“তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?উঃ ২৭ মার্চ, ১৯৯৬।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?উঃ সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?উঃ ২০তম।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?উঃ তাজউদ্দিন আহমেদ।
শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?উঃ ১৪ তম।
বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?উঃ ৩৫ বছর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?উঃ ২৫ বছর।
জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?উঃ ২৫ বছর।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!