প্রশ্নঃ জুম চাষের বিকল্প পদ্ধতি –
ক. সল্ট
খ. খন্দক
গ. চারণ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটউট (BRRI) এ পর্যন্ত (২০১৭) কতটি ধানের জাত উদ্ভাবন করেছে?
ক. ৮৬টি
খ. ৭৬টি
গ. ৭৮টি
ঘ. ৭৪টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়-
ক. ১৯৫৭ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৬২ সালে
ঘ. ১৯৭২ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ –
ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
খ. গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন আবদান নেই
ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
উত্তরঃ খ
প্রশ্নঃ নদী ছাড়া ‘মহানন্দা’ কি?
ক. তরমুজ
খ. আম
গ. সরিষা
ঘ. বাধাকপি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে?
ক. বাঁশখালী ইকোপার্ক (চট্টগ্রাম)
খ. বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা (ঢাকা)
গ. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (গাজীপুর)
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (কক্সবাজার)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সর্ব প্রথমে যে উপশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো –
ক. ইরি-৮
খ. ইরি-১
গ. ইরি-২০
ঘ. ইরি-৩
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে –
ক. নারায়ণগঞ্জ
খ. চাঁপাইনবাবগঞ্জ
গ. গোপালগঞ্জ
ঘ. ফেঞ্চুগঞ্জ
উত্তরঃ খ
প্রশ্নঃ আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. জয়পুরহাট
খ. রংপুর
গ. পাবনা
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের কৃষি কোন প্রকার?
ক. ধান – প্রধান নিবিড় স্বয়ংভোগী
খ. ধান – প্রধান বাণিজ্যিক
গ. স্বয়ং ভোগী মিশ্র
ঘ. স্বয়ং ভোগী শষ্য চাষ ও পশুপালন
উত্তরঃ গ
প্রশ্নঃ পেন্সিল তৈরীতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
ক. গরান
খ. নল খাগড়া
গ. ধুন্দল
ঘ. গেওয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ –
ক. স্বর্ণ
খ. লৌহ
গ. গ্যাস
ঘ. কয়লা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘চা গবেষণা কেন্দ্র’ অবস্থিত –
ক. ঢাকায়
খ. সিলেটে
গ. শ্রীমঙ্গলে
ঘ. চট্টগ্রামে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত ?
ক. হরিয়ানা
খ. সিন্ধী
গ. ফ্রিসিয়ান
ঘ. হিসার
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) আখ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. রাজশাহী
খ. নারায়ণগঞ্জ
গ. পাবনা
ঘ. নাটোর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রস্থল –
ক. কাপ্তাই
খ. চন্দ্রঘোনা
গ. বান্দরবান
ঘ. রামু
উত্তরঃ ক
প্রশ্নঃ তেল-গ্যাস অনুসন্ধানে গভীর সমুদ্রে ব্লক কতটি?
ক. ১৫টি
খ. ১২টি
গ. ১১টি
ঘ. ১০টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে –
ক. বোরো ধানের চাষ
খ. শুটকী মাছ উৎপাদন
গ. নৌকা তৈরীর কাজ
ঘ. চিংড়ী মাছের চাষ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নোক্ত কোনটি অম্লধর্মী সার ?
ক. ইউরিয়া
খ. অ্যামোনিয়াম সালফেট
গ. অ্যামোনিয়াম নাইট্রেট
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সোনালী আঁশের দেশ কোনটি?
ক. ভারত
খ. ব্রাজিল
গ. বাংলাদেশ
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে ?
ক. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
খ. ব্যাকটেরিয়ার সাহায্য উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. বরগুনা
খ. কুমিল্লা
গ. নওগাঁ
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুন্দরবনের সুন্দরী গাছের নামানুসারে গাছের নামকরণ করা হয়েছে সুন্দরবন। এ বনের অন্য একটি নাম আছে, তা কি?
ক. হুদোবন
খ. চাঁদাগাই
গ. বাদাবন
ঘ. বাইনরন
উত্তরঃ গ
প্রশ্নঃ দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ীমোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. নওগাঁ
খ. পাবনা
গ. কুষ্টিয়া
ঘ. বগুড়া
উত্তরঃ খ
প্রশ্নঃ সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে পড়েছে?
ক. ৫০%
খ. ৫৮%
গ. ৬২%
ঘ. ৬৬%
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে White gold নামে পরিচিত কোনটি ?
ক. চিনি
খ. চুন
গ. লবন
ঘ. চিংড়ি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদী জমির –
ক. ৬০%
খ. ৭০%
গ. ৮০%
ঘ. ৯০%
উত্তরঃ খ
প্রশ্নঃ মধুপুরের বনকে কি ধরনের বন বলা যায় ?
ক. রেইন
খ. পত্রঝরা
গ. চিরহরিৎ
ঘ. মিশ্রিত
উত্তরঃ খ
প্রশ্নঃ ট্রিপল সুপার ফসফেট হলো –
ক. এক জাতীয় কীটনাশক
খ. এক জাতীয় সার
গ. এক জাতীয় ঔষধ
ঘ. এক জাতীয় পশু খাদ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান –
ক. ১ একর
খ. ১.৫ একর
গ. ২ একর
ঘ. ০.১৫ একর
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)