বাংলাদেশ বিষয়াবলী-৮৮

প্রশ্নঃ বিবিয়ানা গ্যাসফিল্ডটি কোন জেলায় অন্তর্ভুক্ত ?
ক. সিলেট
খ. মৌলভীবাজার
গ. হবিগঞ্জ
ঘ. ব্রাহ্মণবাড়িয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৪-১৫ অর্থবছরে আউশ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. রাজশাহী
খ. পটুয়াখালী
গ. নওগাঁ
ঘ. কুমিল্লা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – (The only barge mounted power plant in Bangladesh is located at -)
ক. Dhaka
খ. Rajshahi
গ. Khulna
ঘ. Sylhet
উত্তরঃ গ

প্রশ্নঃ ফুলবাড়ী কয়লা খনি কোন জেলায় অবস্থিত ? (Fulbari coal mine is situated in which district ?)
ক. Rangpur
খ. Rajshahi
গ. Dinajpur
ঘ. Nilphamari
ঙ. Thakurgaon
উত্তরঃ গ

প্রশ্নঃ এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল কত তারিখে বন্ধ হয়ে যায় ?
ক. ২৮ নভেম্বর, ২০০২
খ. ২৯ নভেম্বর, ২০০২
গ. ২৭ নভেম্বর, ২০০২
ঘ. ৩০ নভেম্বর, ২০০২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র-
ক. ভেড়ামারা
খ. আশুগঞ্জ
গ. সিদ্ধিরগঞ্জ
ঘ. গোয়ালপাড়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ বার্ষিক চা উৎপাদনের পরিমান হচ্ছে প্রায় –
ক. ১৪ কোটি পাউন্ড
খ. ১৩ কোটি পাউন্ড
গ. ১০.৫১৪ কোটি পাউন্ড
ঘ. ৯.৫ কোটি পাউন্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয় ?
ক. পাট
খ. চা
গ. তামাক
ঘ. তুলা
ঙ. ধান
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) সবজি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. রাজশাহী
খ. চাঁপাই নবাবগঞ্জ
গ. যশোর
ঘ. বরিশাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চা পানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক. ১১ তম
খ. ১৭ তম
গ. ১৬ তম
ঘ. ১৮ তম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
ক. কয়লা
খ. প্রাকৃতিক গ্যাস
গ. ফার্নেস অয়েল
ঘ. ডিজেল
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?
ক. কাপাসিয়া, গাজীপুর
খ. ঈশ্বরদী, পাবনা
গ. দর্শনা, চুয়াডাঙ্গা
ঘ. সোনারগাঁ, নারায়ণগঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় –
ক. হবিগঞ্জ জেলায়
খ. সিলেট জেলায়
গ. ব্রাহ্মণবাড়িয়া জেলায়
ঘ. মৌলভীবাজার জেলায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বড়পুকুরিয়া কোন জেলায় অবস্থিত ?
ক. দিনাজপুর
খ. সিলেট
গ. গোপালগঞ্জ
ঘ. রংপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. রাজশাহী
খ. বরগুনা
গ. চাঁপাই নবাবগঞ্জ
ঘ. রংপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?
ক. মোবারকপুর গ্যাসক্ষেত্র
খ. সুনেত্র গ্যাসক্ষেত্র
গ. সিংগাইর গ্যাসক্ষেত্র
ঘ. পাথরিয়া গ্যাসক্ষেত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত ?
ক. গাজীপুর
খ. কালুরঘাট
গ. খালিশপুর
ঘ. টেকনাফ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়–
ক. ভাদ্র-আশ্বিন
খ. অগ্রহায়ণ-পৌষ
গ. আষাঢ়-শ্রাবণ
ঘ. মাঘ-ফাল্গুন
উত্তরঃ খ

প্রশ্নঃ সরকার কত সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌছানেরর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ?
ক. ২০১০ সাল
খ. ২০১৫ সাল
গ. ২০১৮ সাল
ঘ. ২০২০ সাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল –
ক. ইউরোপের হল্যান্ড থেকে
খ. দক্ষিণ আমেরিকার পেরু চিলি থেকে
গ. আফ্রিকার মিশর থেকে
ঘ. এশিয়ার থাইল্যান্ড থেকে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ড্রামহেড’ হচ্ছে উন্নতজাতের –
ক. সিম
খ. বাঁধাকপি
গ. গাভী
ঘ. মুরগী
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয়-
ক. আউশ ধান
খ. আমন ধান
গ. বোরো ধান
ঘ. ইরি ধান
উত্তরঃ গ

প্রশ্নঃ মাগুরছড়া গ্যাসক্ষেত্রটি কোন জেলায় ?
ক. সিলেট
খ. হবিগঞ্জ
গ. মৌলভীবাজার
ঘ. ব্রাহ্মণবাড়িয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত?
ক. মংলা
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. কুমিল্লা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি?
ক. জয়পুরহাট চিনিকল
খ. কুষ্টিয়া চিনিকল
গ. কেরু এন্ড কোং লিঃ
ঘ. ঠাকুরগাঁও চিনিকল
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. সিলেট
গ. ঢাকা
ঘ. রাজশাহী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জুম’ বলতে কি বুঝায় ?
ক. এক ধরনের চাষাবাদ
খ. এক ধরনের ফুল
গ. গুচ্ছগ্রাম
ঘ. একটি পাহাড়ী জনগোষ্ঠীর নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে কোন ধরনের পানিতে বিপজ্জনক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে ?
ক. নদীর পানি
খ. বিলের পানি
গ. অগভীর নলকূপের পানি
ঘ. গভীর নলকূপের পানি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় ? (Gas fields were discovered in Bangladesh for the first time in -)
ক. 1955
খ. 1965
গ. 1975
ঘ. 1985
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের একমাত্র জৈব সার কারখানার যাত্রা শুরু হয় কবে?
ক. ১৯ এপ্রিল ২০১৫
খ. ১৮ এপ্রিল ২০১৫
গ. ১৭ এপ্রিল ২০১৫
ঘ. ১৬ এপ্রিল ২০১৫
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!