প্রশ্নঃ বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি করা হয়েছিল কোন সালে–
ক. ২০০৯ সালে
খ. ২০১২ সালে
গ. ২০০৮ সালে
ঘ. ২০১১ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯২১
খ. ১৯৫২
গ. ১৯৬৬
ঘ. ১৯৭১
উত্তরঃ গ
প্রশ্নঃ কি কারনে স্যাডলার কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয় ?
ক. ছাত্রদের আন্দোলন
খ. ঢাকায় কোন বিশ্ববিদ্যালয় না থাকায়
গ. এতদঞ্চলের জনগণের দাবি
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংখ্যা বৃদ্ধি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে কয়টি আদমশুমারী হয়েছে?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
ক. রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
খ. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
গ. দক্ষ জনশক্তি তৈরী করা
ঘ. শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো –
ক. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত করা না করা
খ. ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা
গ. ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া
ঘ. বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
উত্তরঃ ক
প্রশ্নঃ দেশে প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয় ?
ক. ২৭ মে
খ. ২৪ মে
গ. ৩০ মে
ঘ. ৩১ মে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৭৪
খ. ১৯৭৯
গ. ১৯৮২
ঘ. ১৯৯৮
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৯৭ সালে শিক্ষা কমিশনের চেয়ারম্যান –
ক. অধ্যাপক কবীর চৌধরী
খ. অধ্যাপক আনিসুজ্জামান
গ. অধ্যাপক এম শামসুল হক
ঘ. অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ সালে বাংলাদেশে শিশু মৃত্যুহার প্রতি হাজারে কতজন?
ক. ৪৫
খ. ৪০
গ. ৩৮
ঘ. ৩২
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
ক. ৪-৫ বছর
খ. ৫-৯ বছর
গ. ৩-৯ বছর
ঘ. ৬-১১ বছর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এ পর্যন্ত কয়টি থানাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচীর আওতাভূক্ত করা হয়েছে ?
ক. ৬৪টি
খ. ৮৮টি
গ. ৭৮টি
ঘ. সবগুলোকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর বা উপাচার্য কে?
ক. ডি. এইচ ল্যাংলী
খ. স্যার এ, এফ রহমান
গ. আই. আইচ জুবেরী
ঘ. পি.জে . হার্টস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় –
ক. ২৬ জুলাই, ১৯৭২
খ. ২৬ জুলাই, ১৯৭৩
গ. ২৬ জুলাই, ১৯৭৪
ঘ. ২৬ জুলাই, ১৯৭৫
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম –
ক. জীবন তরী
খ. জীবন তরঙ্গ
গ. জীবন সাগর
ঘ. জীবন ভেল
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) দেশে অতি দারিদ্র্যের হার কত?
ক. ১৪.৯%
খ. ১২.৯%
গ. ৭.৬%
ঘ. ২.৬%
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে কতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে?
ক. ৩৫০টি
খ. ৩৩৩টি
গ. ৩৪৫টি
ঘ. ৩২৫টি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন রোগ প্রতিরোধের জন্য বি.সি.জি (B.C.G) টিকা ব্যবহার করা হয় ?
ক. কলেরা
খ. যক্ষ্মা
গ. ধনুষ্টংকার
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ
প্রশ্নঃ সর্বশেষ অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
ক. রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়
খ. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়
গ. ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শ্রেণী পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে ?
ক. দ্বাদশ শ্রেণী
খ. একাদশ শ্রেণী
গ. দশম শ্রেণী
ঘ. অষ্টম শ্রেণী
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট- ২০১৪ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক. ১৫.৫০ কোটি
খ. ১৫.৮৫ কোটি
গ. ১৬ কোটি
ঘ. ১৬.২৫ কোটি
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৫ সালে শিশু মৃত্যুহারে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক. ৬৫তম
খ. ৬১তম
গ. ৫৯তম
ঘ. ৫৫তম
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম –
ক. নাথান কমিশন
খ. খুদা কমিশন
গ. ম্যাকলে কমিশন
ঘ. মেটকাফ কমিশন
উত্তরঃ ক
প্রশ্নঃ যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক-
ক. ঢাকা বিভাগে
খ. রাজশাহী বিভাগে
গ. বরিশাল বিভাগে
ঘ. খুলনা বিভাগে
উত্তরঃ গ
প্রশ্নঃ ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি?
ক. কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
খ. কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
গ. কবি নজরুল বিশ্ববিদ্যালয়
ঘ. কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ক
প্রশ্নঃ স্যার পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হল অবস্থিত?
ক. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
খ. হাভার্ড বিশ্ববিদ্যালয়ে
গ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ হয়েছে ?
ক. জসীম উদ্দীন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বেগম সুফিয়া কামাল
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ ক
প্রশ্নঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক. ২০০৬
খ. ২০০৫
গ. ২০০৪
ঘ. ২০০৩
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) দেশে স্বাক্ষরতার হার (৭+) কত?
ক. ৬৭.৮%
খ. ৬৬.৮%
গ. ৬৫.৬%
ঘ. ৬৩.৪%
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে কোনটি নিরক্ষরমুক্ত জেলা?
ক. ময়মনসিংহ
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. লালমনিরহাট
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)