সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের জনসংখ্যা, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা:
প্রশ্নঃ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬ পাস হয় কবে?
ক. ১০ জুলাই ২০১৬
খ. ১৫ জুলাই ২০১৬
গ. ১৭ জুলাই ২০১৬
ঘ. ২২ জুলাই ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে নিরক্ষর মানুষের সংখ্যা কত?
ক. ৪ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
খ. ৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার
গ. ৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
ঘ. ৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে নিম্ন দারিদ্র্য রেখার নিচে বসবাস করে কত লোক?
ক. ২.৫ কোটি
খ. ২.৪ কোটি
গ. ২.৩ কোটি
ঘ. ২.২ কোটি
উত্তরঃ খ
প্রশ্নঃ দেশে বর্তমানে (২০১৭) সাধারণ শিক্ষা বোর্ডের সংখ্যা কতটি?
ক. ৭টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ৯টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠন করা হয় কবে?
ক. ৩০ আগস্ট ২০১৭
খ. ২৮ আগস্ট ২০১৭
গ. ২৬ আগস্ট ২০১৭
ঘ. ২৪ আগস্ট ২০১৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
ক. ৯২টি
খ. ৯৫টি
গ. ৮৫টি
ঘ. ৮৭টি
উত্তরঃ খ
প্রশ্নঃ সাধারণ অর্থ বিভাগের প্রক্ষেপণ (২০১৬) অনুযায়ী, দারিদ্র্যের নিম্নসীমা কত?
ক. ১০.৯%
খ. ১১.৫%
গ. ১৩.৭%
ঘ. ১২.৯%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি এই শহরে অবস্থিত –
ক. দিনাজপুর
খ. চট্টগ্রাম
গ. বরিশাল
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বার্ড ফ্লু -এর উৎস কোনটি ?
ক. গরু
খ. বিড়াল
গ. মুরগি
ঘ. ছাগল
উত্তরঃ গ
প্রশ্নঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৭২ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল কোন বছর নির্মিত হয়?
ক. ১৯২১
খ. ১৯২৫
গ. ১৯২৭
ঘ. ১৯২৯
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে?
ক. রমেশচন্দ্র মজুমদার
খ. স্যার আজিজুল হক
গ. সন্তোষ গুপ্ত
ঘ. স্যার এ.এফ. রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৮৮ সালে
ঘ. ১৯৮৭ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনগণের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল (বছর) কত?
ক. ৭০.২৫ বছর
খ. ৭০.৫০ বছর
গ. ৭০.৭০ বছর
ঘ. ৭১.৭০ বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)-
ক. ২৯ জন
খ. ৩১ জন
গ. ৩০ জন
ঘ. ২১ জন
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ৪.৩৬%
খ. ৩.৩৬%
গ. ২.১৪%
ঘ. ১.৩৬%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দেশে বর্তমানে (২০১৫) দারিদ্র্যের হার কত?
ক. ২৭.৮%
খ. ২৬.৮%
গ. ২৫.৮%
ঘ. ২৪.৮%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
ক. অধ্যাপক ডা. কামরুল হাসান খান
খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
গ. অধ্যাপক ডা. ইসমাইল খান
ঘ. অধ্যাপক ডা. মাসুম হাবিব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
ক. ১০০ : ১০৬
খ. ১০০ : ১০০.৬
গ. ১০০ : ১০০.৩
ঘ. ১০০ : ১০০
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?
ক. স্যার এ. এফ. রহমান
খ. ড. আর. সি মজুমদার
গ. ড. মাহমুদ হাসান
ঘ. বিচারপতি মোঃ ইব্রাহিম
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
ক. ১৪৬৬ মা.ড.
খ. ১৪৩৫ মা.ড.
গ. ১৪৮৫ মা.ড.
ঘ. ১৪২৫ মা.ড.
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে উপনুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে?
ক. ১৯৭৬
খ. ১৯৭৯
গ. ১৯৯০
ঘ. ১৯৯১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে উচ্চ দারিদ্র্য রেখার নিচে বসবাস করে কত লোক?
ক. ৩.৯৪ কোটি
খ. ৩.৯৬ কোটি
গ. ৩.৯০ কোটি
ঘ. ৩.৯২ কোটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Civil Service College, Dhaka কোনটির অধিভূক্ত ?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ. জাতীয় বিশ্ববিদ্যালয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ অবস্থিত আছে?
ক. ১৫ টি
খ. ১২টি
গ. ১০টি
ঘ. ৮টি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন –
ক. মফিজ ঊদ্দিন কমিশন
খ. শামসুল হক কমিশন
গ. মাজেদ খান কমিশন
ঘ. কুদরত-ই-খুদা কমিশন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্ব প্রথম উপাচার্য কে হন?
ক. ড. এস ডি চৌধুরী
খ. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী
গ. ড. ওসমান গণি
ঘ. ড. কাজী ফজলুর করিম
উত্তরঃ গ
প্রশ্নঃ উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর –
ক. ড. রমেশচন্দ্র মজুমদার
খ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
গ. ড. মাহমুদ হাসান
ঘ. স্যার এ. এফ. রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৪ এপ্রিল ২০১৭ কোন বিশ্ববিদ্যালয় দাপ্তরিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার বাধ্যতামূলক করে?
ক. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)