বাংলাদেশ বিষয়াবলী-২৫

প্রশ্নঃ পায়রা বন্দর স্থল শুল্ক স্টেশন ঘোষণা করা হয় কবে?
ক. ২ নভেম্বর ২০১৫
খ. ৪ নভেম্বর ২০১৫
গ. ৬ নভেম্বর ২০১৫
ঘ. ৩ নভেম্বর ২০১৫
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে ব্যাংক নোট কয়টি ?
ক. ৬ টি
খ. ৭ টি
গ. ৮ টি
ঘ. ৯ টি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পুঁজি অর্থনীতির নিয়ন্ত্রক কোনটি ?
ক. ভোগ
খ. সরকার
গ. বাজেট
ঘ. জনগণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৪-২০১৫ অর্থবছরে পণ্য রপ্তানিতে মোট আয় কত?
ক. ৩০১৮ কোটি মার্কিন ডলার
খ. ৩২৫০ কোটি মার্কিন ডলার
গ. ৩১২০ কোটি মার্কিন ডলার
ঘ. ৩২১৮ কোটি মার্কিন ডলার
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংগঠনটির নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয় ?
ক. এডিবি
খ. বিশ্বব্যাংক
গ. আইএমএফ
ঘ. আইডিএ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে নিবন্ধন পায়–
ক. ফজলি আম
খ. কারুপণ্য
গ. ইলিশ
ঘ. জামদানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয়-
ক. মোট সাবালক সংখ্যা দিয়ে
খ. মোট কর্মরত পুরুষ দ্বারা
গ. নারী-পুরুষ সংখ্যা দিয়ে
ঘ. মোট জনসংখ্যা দিয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোম্পানির শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে সাধারণ জনগণের নিকট কি প্রচার করা হয় ?
ক. সংঘবিধি
খ. সংঘস্মারক
গ. প্রসপেক্টাস
ঘ. শেয়ারপত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র (WTC) কবে উদ্বোধন করা হয়?
ক. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
খ. ২৫ জানুয়ারি ২০১৬
গ. ৩০ ফেব্রুয়ারি ২০১৬
ঘ. ৩০ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমান গ্রামীণ ব্যাংক ‘গ্রামীণ ব্যাংক প্রকল্প’ রূপে কবে কাজ শুরু করে?
ক. ১৯৮৩ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বে অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হবে?
ক. চট্টগ্রাম
খ. ঢাকা
গ. গাজীপুর
ঘ. সিলেট
উত্তরঃ গ

প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক -(Grameen Bank is -)
ক. একটি বাণিজ্যিক ব্যাংক
খ. একটি সময়বায় ব্যাংক
গ. একটি কৃষি উন্নয়ন ব্যাংক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংক একটি –
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. রাষ্ট্রীয় ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. শিল্প ব্যাংক
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সরকারের ঋণ গ্রহণের হাতিয়ার নয় ?(Which of the following is not an instrment of government borrowing ?)
ক. Debentures
খ. Defense Saving Certificate
গ. Wage Earners Bond
ঘ. Treasury bill
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
ক. ১২৫০ মা.ড.
খ. ১১৭৫ মা.ড.
গ. ১৩৭৫ মা.ড.
ঘ. ১৩১৪ মা.ড.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কবে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করে?
ক. ৩০ জুলাই ২০১৬
খ. ৪ আগস্ট ২০১৬
গ. ২৫ মে ২০১৬
ঘ. ৬ আগস্ট ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ The net worth of a business entity means the value of:
ক. total assets and liabilites
খ. total assets minus total liabilities
গ. total assets
ঘ. total assetes less current liabilites
উত্তরঃ খ

প্রশ্নঃ নৌ বাণিজ্য অধিদপ্তর এর বর্তমান (২০১৬) নাম কি?
ক. সামুদ্রিক বাণিজ্য দপ্তর
খ. নৌ পরিবহন অধিদপ্তর
গ. নৌ বাণিজ্য দপ্তর
ঘ. সমুদ্র বাণিজ্য দপ্তর
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি?
ক. জাপান
খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাংক হার বলতে কি বোঝায় ? (The Bank rate means -)
ক. যে হারে বাণিজ্যিক ব্যাংক ঋণ দেয় (The rate at which commercial banks lend money)
খ. যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয় (The rate at which central bank lends money to commercial banks)
গ. যে নির্দিষ্ট হারে আমানতের উপর সুদ দেওয়া হয় (The rate at which interest on deposit is fixed )
ঘ. যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো অন্য বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয় (The rate at which commercial banks lend to other commercial banks)
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি বৈধ চেকের মেয়াদকাল -(The duration of a valid cheque is -)
ক. 6 months
খ. 15 days
গ. 1 year
ঘ. 2 months
উত্তরঃ ক

প্রশ্নঃ এ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে?
ক. ১৮৫৫
খ. ১৮৫৭
গ. ১৮৯০
ঘ. ১৮৯৫
উত্তরঃ খ

প্রশ্নঃ Blue Chips শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
ক. আন্তর্জাতিক বাজারে
খ. শেয়ার বাজারে
গ. বাজী খেলায়
ঘ. খুচরা বাজারে
উত্তরঃ খ

প্রশ্নঃ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEO)-এর নিজস্ব ভবন কোথায়?
ক. গুলশান-২
খ. আগারগাঁও
গ. ফার্মগেট
ঘ. মতিঝিল
উত্তরঃ খ

প্রশ্নঃ যে ব্যাংক দারিদ্র বিমোচন ক্রিয়া কর্মের জন্য খ্যাত-
ক. গ্রামীণ ব্যাংক
খ. উত্তরা ব্যাংক
গ. সোনালী ব্যাংক
ঘ. ইসলামী ব্যাংক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক-
ক. সোনালী ব্যাংক
খ. বাংলাদেশ কৃষি ব্যাংক
গ. অগ্রণী ব্যাংক
ঘ. রূপালী ব্যাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় ?
ক. অগ্রণী ব্যাংক
খ. সোনালী ব্যাংক
গ. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
ঘ. আরব বাংলাদেশ ব্যাংক
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয় ?
ক. ৫০০ টাকার নোট
খ. ১০০ টাকার নোট
গ. ১০ টাকার নোট
ঘ. ২ টাকার নোট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানি করে-
ক. চীন
খ. ভারত
গ. যুক্তরাজ্য
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!