বাংলাদেশ বিষয়াবলী-২৪

প্রশ্নঃ বাংলাদেশ শিল্প ব্যাংক কি ধরনের ব্যাংক ?
ক. বাণিজ্যিক
খ. কেন্দ্রীয়
গ. উন্নয়ন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নৌ বাণিজ্য অধিদপ্তর এর ইংরেজি নাম কি?
ক. Mercantile of Shipping
খ. Department of Mercantile
গ. Office of Mercantile
ঘ. Mercantile Marine Office
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ? (Which of the following is a National Commercial Bank (NCB) )
ক. Sonali Bank
খ. BRAC Bank
গ. Prime Bank
ঘ. Grameen Bank
উত্তরঃ ক

প্রশ্নঃ Which international organization has its Bangladesh office situated at the Head office of Bangladesh Bank ?
ক. United Nations
খ. IMF
গ. World Bank
ঘ. Asian Development Bank
ঙ. International Labour Organization
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সর্বপ্রথম বাজেট পেশ করেন—
ক. এম. সাইফুর রহমান
খ. তাজউদ্দীন আহমেদ
গ. আবুল মাল আবদুল মুহিত
ঘ. মোঃ মনসুর আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ মিশ্র অর্থনোতিক ব্যবস্থা হল –
ক. সম্পত্তির রাষ্ট্রেীয় মালিকানা
খ. সম্পত্তির ব্যক্তিগত মালিকানা
গ. যৌথ মালিকাআনা
ঘ. সম্পত্তির ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি দেশীয় বিনিয়োগ সংস্থা ?
ক. SEC
খ. IBRD
গ. IDA
ঘ. ICB
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের প্রথম পরিবেশবান্ধব ওভেন পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম কি?
ক. একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেড
খ. একেএস ইকো অ্যাপারেলস লিমিটেড
গ. একেএইচ ইকো গার্মেন্টস লিমিটেড
ঘ. একেএইচ অ্যাপারেলস কোম্পানি লিমিটেড
উত্তরঃ ক

প্রশ্নঃ সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে করসমূহের মধ্যে প্রত্যক্ষ কর কোনটি ?
ক. ভ্যাট বা মূল্য সংযোজন কর
খ. আয়কর
গ. আমদানি শুল্ক
ঘ. রফতানি শুল্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ?
ক. পুঁজিবাদী
খ. সমাজতান্ত্রিক
গ. মিশ্র
ঘ. ইসলামী
উত্তরঃ গ

প্রশ্নঃ গ্রামীন ব্যাংকের বিশেষ বৈশিষ্ট্য কোনটি ?
ক. আমানত গ্রহণ
খ. জামানত ছাড়া ঋণদান
গ. মুদ্রা বাজারের উন্নয়ন
ঘ. পুঁজিপতিদের ঋণদান
উত্তরঃ খ

প্রশ্নঃ এক টাকার নোটে স্বাক্ষর থাকে –
ক. অর্থ মন্ত্রীর
খ. রাষ্ট্রপতির
গ. অর্থ সচিবের
ঘ. বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের
উত্তরঃ গ

প্রশ্নঃ মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতাকে -(Due to inflation, Purchasing power of money -)
ক. increases
খ. Decrease
গ. Remains unchanged
ঘ. None
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় ?
ক. আমানত গ্রহণ
খ. ঋণদান
গ. নোট ছাপানো
ঘ. মুনাফা অর্জন
উত্তরঃ গ

প্রশ্নঃ Who is called the father of modern economics ?
ক. Alfred Marshall
খ. Adam Smith
গ. Keynes
ঘ. L.Robins
উত্তরঃ খ

প্রশ্নঃ Excise duty এর পরিভাষা কোনটি ?
ক. অতিরিক্ত কর
খ. আবগারী শুল্ক
গ. অর্পিত দায়িত্ব
ঘ. অতিরিক্ত কর্তব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বিদেশী ব্যাংক নয় ?(Which is not a foreign bank ?)
ক. American Express Bank
খ. Citi Bank NA
গ. Standard Bank
ঘ. State Bank of India
ঙ. Hong Kong Shanghai Banking Corporation
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় আয় পরিমাপ করা হয় কোন পদ্ধতি অনুসরণ করে–
ক. ব্যয় পদ্ধতি
খ. আয় পদ্ধতি
গ. উৎপাদন পদ্ধতি
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কে ট্রেজারি বিল ক্রয় করতে পারেন ?(Who can buy Treasury Bills ?)
ক. Individuls
খ. Commercial Banks
গ. Insurance Companies
ঘ. Pension and Provident fund
ঙ. All of the above
উত্তরঃ খ

প্রশ্নঃ DSE কোন সংস্থার অধীনে পরিচালিত হয়-(DSE operates under the direct control of -)
ক. Ministry of commerce
খ. FBCCI
গ. SEC
ঘ. Bangladesh Bank
উত্তরঃ গ

প্রশ্নঃ আলিনগর শুল্ক স্টেশন কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. খুলনা
গ. চট্টগ্রাম
ঘ. রাজশাহী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশী ব্যাংকের বুথে কোন ধরনের লেনদেন সম্ভব ?(Which of the following banking transaction is possible through ATM booth used in Bangladeshi Banks ?)
ক. অর্থ উত্তোলন (Withdrawing cash)
খ. প্রত্যয়পত্রের জন্য আবেদন (Initiate L/C application)
গ. বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুসন্ধান (Foreign exchange rate inquiry)
ঘ. প্রেরিত অর্থের স্থানান্তর (Remittance transfer)
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয় ?
ক. পাঁচশত টাকা
খ. একশত টাকা
গ. এক টাকা
ঘ. দশ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নে উল্লিখিত দেশগুলোর মধ্য কোথায় সর্বপ্রথম ব্যাংকিং বাণিজ্য শুরু হয় ?(In which of the following countries, the business of banking started first ?)
ক. England
খ. Italy
গ. Germany
ঘ. France
উত্তরঃ খ

প্রশ্নঃ সমুদ্র পরিবহন অধিদপ্তর (Department of Shipping)-এর বর্তমান নাম কি?
ক. সামুদ্রিক পরিবহন অধিদপ্তর
খ. নৌ পরিবহন অধিদপ্তর
গ. নদী পরিবহন অধিদপ্তর
ঘ. উপকূলবর্তী পরিবহন অধিদপ্তর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে কবে?
ক. ১২ জুন ২০১৬
খ. ২২ জুন ২০১৬
গ. ১৫ জুন ২০১৬
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্যাংকের অর্থের প্রধান উৎস কি ?(Which is the main source of bank fund ?)
ক. পরিশোধিত মূলধন (Paid-up capital)
খ. রিজার্ভ অর্থ (Reserve fund)
গ. আমানত (Deposit)
ঘ. কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণ (Borrowing from the central bank)
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
ক. ২৬ মার্চ, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ. ৪ মার্চ, ১৯৭২
ঘ. ৪ জানুয়ারি, ১৯৭২
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বেইল আউট’ শব্দটি কিসের সাথে জড়িত ?
ক. বেসবল
খ. অর্থনীতি
গ. ক্রিকেট
ঘ. ধর্মঘট
উত্তরঃ খ

প্রশ্নঃ আর্থিক খাত সংস্কার কর্মসূচীর আওতায় কোন সালের পর থেকে ব্যাংকগুলো নিজেরাই সুদের হার নির্ধারণ করতে পারে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯৫ সাল
গ. ১৯৯৮ সাল
ঘ. ২০০০ সাল
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!