প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয় ?
ক. ভারত
খ. পাকিস্তান
গ. মিয়ানমার
ঘ. শ্রীলংকা
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল ?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. সিলেট
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
ক. তিন নম্বর সেক্টর
খ. দুই নম্বর সেক্টর
গ. চার নম্বর সেক্টর
ঘ. এক নম্বর সেক্টর
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন ?
ক. জিয়াউর রহমান
খ. এ কে খন্দকার
গ. আব্দুর রব
ঘ. খালেদ মোশারফ
উত্তরঃ খ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায় –
ক. নাটোর
খ. চাঁপাই নবাবগঞ্জ
গ. জয়পুরহাট
ঘ. নওগাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
ক. ৭ মার্চ, ১৯৭১
খ. ২৫ মার্চ, ১৯৭১
গ. ১০ এপ্রিল, ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
উত্তরঃ গ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে্র সময় নৌ-পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল ?
ক. ৩ নং
খ. ৭ নং
গ. ১০ নং
ঘ. ১১ নং
উত্তরঃ গ
প্রশ্নঃ অপারেশন নবযাত্রা কি ?
ক. মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত মাদক নির্মুল অভিযান
খ. সুনামি সৃষ্ট ক্ষতিতে বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীলংকা ও মালদ্বীপে সাহায্য অভিযান
গ. ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচী
ঘ. বাংলাদেশ কোস্টগার্ড পরিচালিত অভিযান
উত্তরঃ গ
প্রশ্নঃ রবি শংকর একজন বিখ্যাত-
ক. সেতার বাদক
খ. গায়ক
গ. স্বরোবাদক
ঘ. বেহালা বাদক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?(Who was the first Prime Minister of Temporary Government of Bangladesh?)
ক. Tajuddin Ahmed
খ. Sheikh Mujibur Rahman
গ. Ziaur Rahman
ঘ. Tajuddin Chowdhury
উত্তরঃ ক
প্রশ্নঃ মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ২৬ মার্চ ১৯৭১ তারিখে নূন্যতম কত বছর হতে হবে?
ক. ১৫ বছর
খ. ১৩ বছর
গ. ১৩ বছর ৬ মাস
ঘ. ১৪ বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ অপারেশন ক্লিন হার্ট যে বিষয়ের সাথে সম্পৃক্ত –
ক. হার্ট সার্জারি
খ. পরিবেশ
গ. সন্ত্রাস
ঘ. দুর্নীতি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হয় –
ক. মুজিবনগর হতে
খ. ঢাকা হতে
গ. খুলনা হতে
ঘ. কালুরঘাট হতে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহন করেন?
ক. জার্মানি
খ. হল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত নারী মুক্তযোদ্ধা কে ?
ক. বেগম সুফিয়া কামাল
খ. ডা. সেতারা বেগম
গ. আঞ্জুমান আরা
ঘ. ড. নীলিমা ইব্রাহিম
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ -এর প্রধান শিল্পী –
ক. রুনা লায়লা
খ. বাপ্পী লাহিড়ী
গ. মার্ক এন্থনি
ঘ. জর্জ হ্যারিসন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ-কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?
ক. ১১ নং সেক্টর
খ. ১ নং সেক্টর
গ. ১০ নং সেক্টর
ঘ. ৯ নং সেক্টর
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
ক. যুক্তরাজ্য
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক –
ক. সাইমন ড্রিং
খ. উইলিয়াম ডালরিস্পল
গ. ডব্লিউ এস ওডারল্যান্ড
ঘ. আর্চার ব্লাড
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট-খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ?
ক. বিটলস
খ. বি-গিস
গ. পিঙ্ক ফ্লয়েড
ঘ. ডিপ পারপল
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
ক. ১৭ জানুয়ারী ১৯৭২
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ২১ ফেব্রুয়ারী ১৯৭২
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পাকিস্তানী বাহিনী ঢাকার কোথায় আত্নসমর্পণ করেন?
ক. রমনা পার্কে
খ. পল্টন ময়দানে
গ. তৎকালীন রেসকোর্স ময়দানে
ঘ. ঢাকা ক্যান্টনমেন্টে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বীরশ্রেষ্ঠ’ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
ক. সাত
খ. আট
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন,তার নাম কি?
ক. জি.সি. দেব
খ. শহীদুল্লাহ কায়সার
গ. জহির রায়হান
ঘ. শংকরাচার্য
ঙ. শ্রী অরবিন্দ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বাংলার বিজয়’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
ক. কালুরঘাট, চট্টগ্রাম
খ. ষোলশহর, চট্টগ্রাম
গ. হালিশহর, চট্টগ্রাম
ঘ. পাহাড়তলি, চট্টগ্রাম
উত্তরঃ খ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?
ক. সিপাহী
খ. মেজর
গ. ল্যান্স নায়েক
ঘ. ক্যাপ্টেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জেনারেল এম.এ.জি ওসমানী
গ. কর্নেল শফিউল্লাহ
ঘ. মেজর জিয়াউর রহমান
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মরুদ্বীপ’ ৭১ স্বাধীনতা পার্ক’ কোথায় অবস্থিত?
ক. মদন, নেত্রকোনা
খ. ইশ্বরদী, পাবনা
গ. কটিয়াদী, কিশোরগঞ্জ
ঘ. ভালুকা, ময়মনসিংহ
উত্তরঃ গ
প্রশ্নঃ এদের মধ্যে কে বীরশ্রেষ্ঠ ?
ক. কামাল উদ্দীন
খ. মুন্সী আ. রহিম
গ. নূরুল ইসলাম
ঘ. মহিউদ্দীন জাহাঙ্গীর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কি নামে পরিচিত ?
ক. অপারেশন সার্চ লাইট
খ. অপারেশন ক্লিনহার্ট
গ. অপারেশন কিলিংহার্ট
ঘ. অপারেশন ক্লিন পলিটিক্স
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)