প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করে কতজন?
ক. ৭ জন
খ. ৬৮ জন
গ. ১৭৫ জন
ঘ. ৪২৬ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক ছিল ?
ক. ব্রিটিশ
খ. ফরাসি
গ. ডাচ
ঘ. ক্যানাডিয়ান
উত্তরঃ গ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্নসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন কে?
ক. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
খ. এয়ার কমোডর এ.কে. খন্দকার
গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
ক. সাত
খ. আট
গ. ছয়
ঘ. পাঁচ
উত্তরঃ ক
প্রশ্নঃ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. ৯ টি
খ. ১০ টি
গ. ১১ টি
ঘ. ১২ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন?
ক. আতাউল গণি ওসমানী
খ. কে.এম শফিউল্লাহ
গ. জিয়াউর রহমান
ঘ. খালেদ মোশারফ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন ? (Who was the commander in chief of the liberation war of Bangladesh ?)
ক. মেজর জিয়া (Major Zia )
খ. কর্নেল শফিউল্লাহ (Col.Shafiullah )
গ. নুরুদ্দিন খান (Nuruddin Khan)
ঘ. এমএজি ওসমানী (M A G Osmani)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তারামন বিবি কে ?
ক. গ্রামীণ ব্যাংকের একজন পরিচালক
খ. একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
গ. জারিগান গায়িকা
ঘ. নাটকের একটি চরিত্র
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব –
ক. বীর শ্রেষ্ঠ
খ. বীর প্রতীক
গ. বীর উত্তম
ঘ. বীর বিক্রম
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম –
ক. রাজশাহী
খ. যশোর
গ. জয়পুরহাট
ঘ. নওগাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (৩ জুলাই ২০১৭) গেজেটপ্রাপ্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
ক. ১৯০ জন
খ. ১৮০ জন
গ. ১৮৫ জন
ঘ. ১৬৫ জন
উত্তরঃ গ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন?
ক. সেনাবাহিনী
খ. নৌবাহিনী
গ. বিমানবাহিনী
ঘ. ইপিয়ার
উত্তরঃ খ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয় ?
ক. ২৪ জুন,২০০৬
খ. ২৫ জুন,২০০৬
গ. ২৩ জুন,২০০৬
ঘ. ২৬ ডিসেম্বর,১৯৭২
উত্তরঃ ক
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
ক. বনানী কবরস্থানে
খ. আজিমপুর কবরস্থানে
গ. মোহাম্মদপুর কবরস্থানে
ঘ. মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?
ক. ১নং সেক্টর
খ. ৬নং সেক্টর
গ. ৮নং সেক্টর
ঘ. ৯নং সেক্টর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
ক. ঢাকায়
খ. মেহেরপুরে
গ. চট্টগ্রামের কালুরঘাটে
ঘ. আগরতলায়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ফিরে দেখো ‘৭১ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
ক. ঢাকা সেনানিবাস
খ. নারায়ণঞ্জ পুলিশ-লাইন
গ. রাজশাহী সেনানিবাস
ঘ. রংপুর সেনানিবাস
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. ডা. সেতারা বেগম ও তারামন বিবি
গ. আঞ্জুমান আরা ও কানিজ ফাতেমা
ঘ. সুলতান কবীর ও সালমা খান
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহবানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন ?
ক. Anthony Mascarenhas
খ. Peter Shore
গ. DP Dhar
ঘ. Ravi Shankar
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত ?
ক. সোনা মসজিদ
খ. সোনারগাঁ
গ. আগারগাঁও
ঘ. কুসুম্বা
উত্তরঃ ক
প্রশ্নঃ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন –
ক. অধ্যাপক ইউসুফ আলী
খ. কামরুজ্জামান
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার ছিলেন –
ক. মেজর এন.আম.নুরুজ্জামান
খ. মেজর শওকত আলী
গ. মেজর কাজী নূরুজ্জামান
ঘ. মেজর এম এ জলিল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী?
ক. উন্নত জাতের ভুট্টা
খ. উন্নত জাতের আম
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের চাল
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম বার কত সালে বাংলা বিভক্ত হয় ?
ক. ১৭৫২
খ. ১৭৫৭
গ. ১৮৫৭
ঘ. ১৯০৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংগটিত হয়?
ক. ২৫ মার্চ ১৯৭১
খ. ২৬ মার্চ ২৯৭১
গ. ১৪ ডিসেম্বর ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
ক. ৬৮ জন
খ. ১৭৫ জন
গ. ৪২৬ জন
ঘ. ৬৭৬ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ১৭ এপ্রিল, ১৯৭১
গ. ৭ মার্চ, ১৯৭১
ঘ. ২৫ মার্চ, ১৯৭১
উত্তরঃ ক
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন –
ক. ফ্লাইট লেফটেন্যান্ট
খ. ক্যাপ্টেন
গ. ল্যান্স নায়েক
ঘ. স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জেনারেল নিয়াজী কোথায় আত্নসমর্পণ করেন ?
ক. লালবাগে
খ. পল্টন ময়দানে
গ. ওসমানী উদ্যানে
ঘ. সোহরাওয়ার্দী উদ্যানে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষনা বঙ্গবন্ধু জারী করেন–
ক. বেতার/রেডিওর মাধ্যমে
খ. ওয়ারলেসের মাধ্যমে
গ. টেলিগ্রামের মাধ্যমে
ঘ. টেলিভিশনের মাধ্যমে
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)