বাংলাদেশের মৎস্য সম্পদ

বাংলাদেশের মৎস্য সম্পদ :

প্রানিজ আমিষের প্রধান উৎস কি?উঃ মাছ।
বাংলাদেশে কয়টি সরকারী মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারী ও খামার আছে?উঃ ৮৬টি।
বাংলাদেশের স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত?উঃ ২৭০।
বর্তমানে সমুদ্র উপকুল থেকে পাওয়া যায় মোট মৎস্য উৎপাদনের শতকরা কত ভাগ?উঃ ২৭ ভাগ | মৎস্য সম্পদ
চিংড়ি চাষ কর আইন কবে প্রণীত হয়?উঃ ১৯৯২ সালে।
বাংলাদেশে সামুদ্রিক জলাশয়ের মোট আয়তন কত?উঃ ১,৬৬,০০০ বর্গ কি.মি।
বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?উঃ ময়মনসিংহ।
চিংড়ি মাছের উপর গবেষণা হয় কোথায়?উঃ খুলনার পাইকগাছায়।
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম হলে রুই (কার্প) জাতীয় মাছ ধরা নিষেধ?উঃ ২৩ সেন্টিমিটার।
বঙ্গোপসাগরের মৎস্য চারণ ক্ষেত্র কয়টি?উঃ চারটি।
নিমগ্ন মহাগহবর কি?উঃ একটি মৎস্যচারণ ক্ষেত্র।
রেনু পোনা কখন ছাড়ে?উঃ বর্ষাকালে।
বাংলাদেশের প্রধান প্রাণিজ সম্পদ?উঃ মাছ | মৎস্য সম্পদ
পুকুরে কোন মাছ বাচেঁ না?উঃ ইলিশ।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top