বঙ্গবন্ধুর উপাধি সমূহ

সাংবিধানিক স্বীকৃত: জাতির পিতা
অনু ৪(ক) – ১৫তম সংশোধনীর মাধ্যমে উপাধি: বঙ্গবন্ধু
উপাধি দেন: তোফায়েল আহমেদ
তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
স্থান: তৎকালীন সোহরাওয়ার্দি উদ্যান (বর্তমানে রেসকোর্স ময়দান)।


উপাধি: জাতির জনক
উপাধি দেন: আ.স.ম. আব্দুর রব
তারিখ: ৩ মার্চ, ১৯৭১
স্থান: পল্টন ময়দান

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

উপাধি: Poet of Politics (রাজনীতির কবি)
উপাধি দেয়: ‘নিউজ উইক’ ম্যাগাজিন (এপ্রিল, ১৯৭১)
উপাধি দেয়া সাংবাদিকের নামঃ লোরেন জেঙ্কিস


উপাধি: বিশ্ববন্ধু
উপাধি দেয়: বিশ্ব শান্তি পরিষদ
তারিখ: ২৩ মে, ১৯৭৩ (জুলিও কুরি পুরস্কার নেয়ার সময়)


সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি: ২৬শে মার্চ
২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম
সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান।
১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্ব
বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্রেন্ডস অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন বৈশ্বিক কূটনীতিকেরা। জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে এ আখ্যা দেওয়া হয়।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!