প্রিলিমিনারি টেস্ট-২৮

০১.বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –
ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ২৫ মার্চ, ১৯৭১
গ. ১১ এপ্রিল, ১৯৭১
ঘ. ১০ জানুয়ারী, ১৯৭২
উত্তরঃ ক

০২. ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ আনুষ্ঠানিকভাবে কখন আত্নপ্রকাশ করে ?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ১১ এপ্রিল, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭২
ঘ. ১৯ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ক

০৩.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
ক. তাজউদ্দীন আহমেদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. কমরেড মনি সিংহ
ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৪. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হত?
(A) মুর্শিদাবাদ
(B) চট্টগ্রাম
(C) রাজশাহী
(D) মেদিনীপুর
Ans:A

০৫. মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?
(A) মৌর্য বংশ
(B) পাল বংশ
(C) সেন বংশ
(D) গুপ্ত বংশ
Ans:A

০৬. ‘স্বাধীনতাস্তম্ভ’ এবং ‘স্বাধীনতা জাদুঘর’ কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়?
ক. ২২ মার্চ ২০১৫
খ. ২৪ মার্চ ২০১৫
গ. ২৬ মার্চ ২০১৫
ঘ. ২০ মার্চ ২০১৫
উত্তরঃ গ

০৭. চীনের পর্যটক হিউয়েন সাঙ কোন জনপদের বর্ণনা লিখেছিলেন?
(A) হরিকেল
(B) বঙ্গ
(C) সমতট
(D) বিক্রমপুর
Ans: C

০৮. ১৯৭১ সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা –
ক. মুক্তিবাহিনী
খ. পাকিস্থানী সেনা
গ. ভারতীয় সেনা
ঘ. ইন্দো-বাংলা যৌথবাহিনী
উত্তরঃ ক

০৯. সেন রাজবংশের প্রতিষ্ঠাতা-
(A) বিজয় সেন
(B) লক্ষণ সেন
(C) হেমন্ত সেন
(D) কোনটিই নয়
Ans:C

১০. মৎসন্যায় অবস্থার অবসান ঘটান-
(A) ধর্মপাল
(B) হর্ষবর্ধন
(C) গোপাল
(D) গোবিন্দ্র
Ans:C

১১. পালংকি কোন জেলার পূর্ব নাম?
ক. চট্টগ্রাম
খ. বরিশাল
গ. কক্সবাজার
ঘ.৷ রাঙ্গামাটি
উঃ গ

১২. চীনা পর্যটক হিউয়েন সাং ভারতবর্ষে আসেন—
(A) ১ম চন্দ্রগুপ্তের শাসনামলে
(B) অশোকের শাসনামলে
(C) শশাঙ্কের শাসনামলে
(D) হষবর্ধনের শাসনামলে
Ans:D

১৩. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা-
(A) ১ম চন্দ্রগুপ্ত
(B) অশোক
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) শশাঙ্ক
Ans:D

১৪. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-
(A) ১ম চন্দ্রগুপ্ত
(B) ২য় চন্দ্রগুপ্ত
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) কোনটিই নয়
Ans:A

১৫.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
ক. যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
খ. রাজশাহী, ঢাকা ও কুমিল্লা সেনানিবাস
গ. রংপুর, কুমিল্লা ও ঢাকা সেনানিবাস
ঘ. যশোর, রংপুর ও ঢাকা সেনানিবাস
উত্তরঃ ক

১৬. ‘হিদাসপিসের যুদ্ধ’ সংঘটিত হয়েছিল-
(A) আলেকজান্ডার ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে
(B) আলেকজান্ডার ও পুরুর মধ্যে
(C) আলেকজান্ডার ও হর্ষবর্ধনের মধ্যে
(D) কোনটিই নয়
Ans:B

১৭. প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে ওঠেছিল—
(A) গঙ্গা নদীর তীরে
(B) ভাগিরথি নদীর তীরে
(C) সিন্ধু নদীর তীরে
(D) কোনটিই নয়
Ans:C

১৮. নিকল দ্য কন্টি বর্ণিত ‘সেরনােভা’ শহরটি হচ্ছে বর্তমান-
(A) কলকাতা
(B) দিল্লী
(C) সােনারগাঁও
(D) মহাস্থানগড়
Ans:C

১৯. ভাষা-আন্দোলনের প্রথম সূত্রপাতকারী হলো-
(A) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(B) অধ্যক্ষ আবুল কাশেম
(C) রফিক
(D) মাওলানা আকরাম খাঁ
Ans:B

২০. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন-
(A) ফখরুদ্দিন মুবারক শাহ
(B) মুহম্মদ বিন তুঘলক
(C) চন্দ্রগুপ্ত
(D) কোনটিই নয়
Ans:A

২১. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?
ক. ১নং সেক্টর
খ. ৬নং সেক্টর
গ. ৮নং সেক্টর
ঘ. ৯নং সেক্টর
উত্তরঃ ঘ

২২. ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহবানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন ?
ক. Anthony Mascarenhas
খ. Peter Shore
গ. DP Dhar
ঘ. Ravi Shankar
উত্তরঃ ঘ

২৩. সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার ছিলেন –
ক. মেজর এন.আম.নুরুজ্জামান
খ. মেজর শওকত আলী
গ. মেজর কাজী নূরুজ্জামান
ঘ. মেজর এম এ জলিল
উত্তরঃ গ

২৪. দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে কোন পর্যটক উপমহাদেশে আসেন?
(A) মেগাস্থিনিস
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) ফা হিয়েন
Ans:B

২৫. কোন চৈনিক পর্যটক সাত বার ভারত মহাসাগর অভিযানে বের হন-
(A) ফা হিয়েন
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
Ans;C

২৬. কোন চৈনিক পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন-
(A) ফা হিয়েন
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
Ans:B

২৭. বাংলায় ভ্রমণকারী প্রথম চৈনিক পর্যটক –
(A) ফা হিয়েন
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
Ans:A

২৮. উপমহাদেশের প্রামাণ্য দলিল ‘ইন্ডিকা’ কার লেখা?
(A) মেগাস্থিনিস
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
Ans:A

২৯. কক্সবাজার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
(A) সমতট
(B) হরিকেল
(C) গৌড়
(D) আরাকান
Ans:D

৩০. গৌড়ের রাজধানী ছিল-
(A) কর্ণসুবর্ণ
(B) পুন্ড্রগড়
(C) পুন্ড্রনগর
(D) মহাস্থানগড়
Ans:A

৩১. সম্রাট অশােকের সময়ের একটি লিপি পাথরের চাকতিতে খােদাই করা পাওয়া গেছে-
(A) সমতট অঞ্চলে
(B) মহাস্থানগড়ে
(C) কর্ণসুবর্ণতে
(D) কোনটিই নয়
Ans:B

৩২. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগােষ্ঠীর অন্তর্ভুক্ত?
(A) দ্রাবিড়
(B) নেগ্রিটো
(C) ভােটচীন
(D) অষ্ট্রিক
Ans:D

৩৩. মাৎস্যন্যায় বাংলার কোন শতক নির্দেশ করে?
(A) ৫ম-৬স্থ
(B) ৬স্থ- ৭ম
(C) ৭ম-৮ম
(D) ৮ম- ৯ম
Ans:C

৩৪.হোসনি দালান কে নির্মান করেন কে?
ক) মীর জুমলা
খ) মীর মুরাদ
গ) শায়েস্তা খান
ঘ) শাহ মোহাম্মদ আজম
Ans:খ

৩৫. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন –
ক. ফ্লাইট লেফটেন্যান্ট
খ. ক্যাপ্টেন
গ. ল্যান্স নায়েক
ঘ. স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
উত্তরঃ ঘ

৩৬. কাদের আক্রমনে গুপ্ত সাম্রাজ্য ভেঙ্গে যায় ?
(A) চাকমা
(B) জৈন
(C) হুন
(D) গুর্জর
Ans:C

৩৭. একুশের প্রথম উপন্যাস কোনটি?
ক. বরফ গলা নদী
খ. হাজার বছর ধরে
গ. আর কত দিন
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ ঘ

৩৮. প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) বিন্দুসার
Ans:B

৩৯. প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে ?
(A) গুপ্তযুগ
(B) মৌর্য যুগ
(C) পাল যুগ
(D) সেন যুগ
Ans:A

৪০. ‘ভাষা আন্দোলন’ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক. রক্তাক্ত ২১
খ. একুশ আমার অহঙ্কার
গ. আরেক ফাল্গুন
ঘ. অনন্য এক ভাষা
উত্তরঃ গ

৪১. ভাষা আন্দোলনে বাংলাকে সমর্থন দেয় কোন পাকিস্তানি পত্রিকা?
(A) মুক্তি
(B) যুগান্তর
(C) আজাদ
(D) ইত্তেফাক
Ans:C

৪২. চন্দ্রগুপ্ত এর রাজধানী কোনটি ?
(A) পাটলিপুত্র
(B) গৌড়
(C) অবন্তি
(D) দিল্লী
Ans:A

৪৩. কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?
A.১৯৫৬ সালে
B.১৯৫২ সালে
C.১৯৫৩ সালে
D.১৯৫৪ সালে
Ans:A

৪৪. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(A) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(B) এ কে ফজলুল হক
(C) খাজা নাজিমউদ্দীন
(D) আবুল হাশেম
Ans:A

৪৫. উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?
A. খাজা নাজিমুদ্দিন
B.মুহম্মদ আলী জিন্নাহ
C. নুরুল আমিন
D.মুহম্মদ আলী
Ans:B

৪৬. “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে?
ক. সুবীর সাহা
খ. সুধীন দাস
গ. আলতাফ মাহমুদ
ঘ. আলতাফ মামুন
উত্তরঃ গ

৪৭. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
(A) গিয়াসউদ্দীন আযম শাহ
(B) আলাউদ্দীন হুসেন শাহ
(C) ফখরুদ্দীন মোবারক শাহ
(D) ইলিয়াস শাহ
Ans:A

৪৮. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
(A) ফকরুদ্দিন মুবারক শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) আকবর
(D) ঈশা খান
Ans:B

৪৯. পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
(A) ২১ আগস্ট, ১৯৬৯
(B) ৭ ডিসেম্বর, ১৯৭০
(C) ১ জানুয়ারী, ১৯৭৩
(D) ৭ মার্চ, ১৯৫২
Ans:B

৫০. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
(A) ৩১ জানুয়ারী ১৯৫২
(B) ২ ফেব্রুয়ারী ১৯৫২
(C) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
(D) ২০ জানুয়ারী ১৯৬৯
Ans: A

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top