০১.বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –
ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ২৫ মার্চ, ১৯৭১
গ. ১১ এপ্রিল, ১৯৭১
ঘ. ১০ জানুয়ারী, ১৯৭২
উত্তরঃ ক
০২. ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ আনুষ্ঠানিকভাবে কখন আত্নপ্রকাশ করে ?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ১১ এপ্রিল, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭২
ঘ. ১৯ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ক
০৩.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
ক. তাজউদ্দীন আহমেদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. কমরেড মনি সিংহ
ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ ঘ
০৪. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হত?
(A) মুর্শিদাবাদ
(B) চট্টগ্রাম
(C) রাজশাহী
(D) মেদিনীপুর
Ans:A
০৫. মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?
(A) মৌর্য বংশ
(B) পাল বংশ
(C) সেন বংশ
(D) গুপ্ত বংশ
Ans:A
০৬. ‘স্বাধীনতাস্তম্ভ’ এবং ‘স্বাধীনতা জাদুঘর’ কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়?
ক. ২২ মার্চ ২০১৫
খ. ২৪ মার্চ ২০১৫
গ. ২৬ মার্চ ২০১৫
ঘ. ২০ মার্চ ২০১৫
উত্তরঃ গ
০৭. চীনের পর্যটক হিউয়েন সাঙ কোন জনপদের বর্ণনা লিখেছিলেন?
(A) হরিকেল
(B) বঙ্গ
(C) সমতট
(D) বিক্রমপুর
Ans: C
০৮. ১৯৭১ সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা –
ক. মুক্তিবাহিনী
খ. পাকিস্থানী সেনা
গ. ভারতীয় সেনা
ঘ. ইন্দো-বাংলা যৌথবাহিনী
উত্তরঃ ক
০৯. সেন রাজবংশের প্রতিষ্ঠাতা-
(A) বিজয় সেন
(B) লক্ষণ সেন
(C) হেমন্ত সেন
(D) কোনটিই নয়
Ans:C
১০. মৎসন্যায় অবস্থার অবসান ঘটান-
(A) ধর্মপাল
(B) হর্ষবর্ধন
(C) গোপাল
(D) গোবিন্দ্র
Ans:C
১১. পালংকি কোন জেলার পূর্ব নাম?
ক. চট্টগ্রাম
খ. বরিশাল
গ. কক্সবাজার
ঘ.৷ রাঙ্গামাটি
উঃ গ
১২. চীনা পর্যটক হিউয়েন সাং ভারতবর্ষে আসেন—
(A) ১ম চন্দ্রগুপ্তের শাসনামলে
(B) অশোকের শাসনামলে
(C) শশাঙ্কের শাসনামলে
(D) হষবর্ধনের শাসনামলে
Ans:D
১৩. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা-
(A) ১ম চন্দ্রগুপ্ত
(B) অশোক
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) শশাঙ্ক
Ans:D
১৪. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-
(A) ১ম চন্দ্রগুপ্ত
(B) ২য় চন্দ্রগুপ্ত
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) কোনটিই নয়
Ans:A
১৫.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
ক. যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
খ. রাজশাহী, ঢাকা ও কুমিল্লা সেনানিবাস
গ. রংপুর, কুমিল্লা ও ঢাকা সেনানিবাস
ঘ. যশোর, রংপুর ও ঢাকা সেনানিবাস
উত্তরঃ ক
১৬. ‘হিদাসপিসের যুদ্ধ’ সংঘটিত হয়েছিল-
(A) আলেকজান্ডার ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে
(B) আলেকজান্ডার ও পুরুর মধ্যে
(C) আলেকজান্ডার ও হর্ষবর্ধনের মধ্যে
(D) কোনটিই নয়
Ans:B
১৭. প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে ওঠেছিল—
(A) গঙ্গা নদীর তীরে
(B) ভাগিরথি নদীর তীরে
(C) সিন্ধু নদীর তীরে
(D) কোনটিই নয়
Ans:C
১৮. নিকল দ্য কন্টি বর্ণিত ‘সেরনােভা’ শহরটি হচ্ছে বর্তমান-
(A) কলকাতা
(B) দিল্লী
(C) সােনারগাঁও
(D) মহাস্থানগড়
Ans:C
১৯. ভাষা-আন্দোলনের প্রথম সূত্রপাতকারী হলো-
(A) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(B) অধ্যক্ষ আবুল কাশেম
(C) রফিক
(D) মাওলানা আকরাম খাঁ
Ans:B
২০. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন-
(A) ফখরুদ্দিন মুবারক শাহ
(B) মুহম্মদ বিন তুঘলক
(C) চন্দ্রগুপ্ত
(D) কোনটিই নয়
Ans:A
২১. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?
ক. ১নং সেক্টর
খ. ৬নং সেক্টর
গ. ৮নং সেক্টর
ঘ. ৯নং সেক্টর
উত্তরঃ ঘ
২২. ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহবানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন ?
ক. Anthony Mascarenhas
খ. Peter Shore
গ. DP Dhar
ঘ. Ravi Shankar
উত্তরঃ ঘ
২৩. সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার ছিলেন –
ক. মেজর এন.আম.নুরুজ্জামান
খ. মেজর শওকত আলী
গ. মেজর কাজী নূরুজ্জামান
ঘ. মেজর এম এ জলিল
উত্তরঃ গ
২৪. দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে কোন পর্যটক উপমহাদেশে আসেন?
(A) মেগাস্থিনিস
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) ফা হিয়েন
Ans:B
২৫. কোন চৈনিক পর্যটক সাত বার ভারত মহাসাগর অভিযানে বের হন-
(A) ফা হিয়েন
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
Ans;C
২৬. কোন চৈনিক পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন-
(A) ফা হিয়েন
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
Ans:B
২৭. বাংলায় ভ্রমণকারী প্রথম চৈনিক পর্যটক –
(A) ফা হিয়েন
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
Ans:A
২৮. উপমহাদেশের প্রামাণ্য দলিল ‘ইন্ডিকা’ কার লেখা?
(A) মেগাস্থিনিস
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
Ans:A
২৯. কক্সবাজার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
(A) সমতট
(B) হরিকেল
(C) গৌড়
(D) আরাকান
Ans:D
৩০. গৌড়ের রাজধানী ছিল-
(A) কর্ণসুবর্ণ
(B) পুন্ড্রগড়
(C) পুন্ড্রনগর
(D) মহাস্থানগড়
Ans:A
৩১. সম্রাট অশােকের সময়ের একটি লিপি পাথরের চাকতিতে খােদাই করা পাওয়া গেছে-
(A) সমতট অঞ্চলে
(B) মহাস্থানগড়ে
(C) কর্ণসুবর্ণতে
(D) কোনটিই নয়
Ans:B
৩২. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগােষ্ঠীর অন্তর্ভুক্ত?
(A) দ্রাবিড়
(B) নেগ্রিটো
(C) ভােটচীন
(D) অষ্ট্রিক
Ans:D
৩৩. মাৎস্যন্যায় বাংলার কোন শতক নির্দেশ করে?
(A) ৫ম-৬স্থ
(B) ৬স্থ- ৭ম
(C) ৭ম-৮ম
(D) ৮ম- ৯ম
Ans:C
৩৪.হোসনি দালান কে নির্মান করেন কে?
ক) মীর জুমলা
খ) মীর মুরাদ
গ) শায়েস্তা খান
ঘ) শাহ মোহাম্মদ আজম
Ans:খ
৩৫. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন –
ক. ফ্লাইট লেফটেন্যান্ট
খ. ক্যাপ্টেন
গ. ল্যান্স নায়েক
ঘ. স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
উত্তরঃ ঘ
৩৬. কাদের আক্রমনে গুপ্ত সাম্রাজ্য ভেঙ্গে যায় ?
(A) চাকমা
(B) জৈন
(C) হুন
(D) গুর্জর
Ans:C
৩৭. একুশের প্রথম উপন্যাস কোনটি?
ক. বরফ গলা নদী
খ. হাজার বছর ধরে
গ. আর কত দিন
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ ঘ
৩৮. প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) বিন্দুসার
Ans:B
৩৯. প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে ?
(A) গুপ্তযুগ
(B) মৌর্য যুগ
(C) পাল যুগ
(D) সেন যুগ
Ans:A
৪০. ‘ভাষা আন্দোলন’ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক. রক্তাক্ত ২১
খ. একুশ আমার অহঙ্কার
গ. আরেক ফাল্গুন
ঘ. অনন্য এক ভাষা
উত্তরঃ গ
৪১. ভাষা আন্দোলনে বাংলাকে সমর্থন দেয় কোন পাকিস্তানি পত্রিকা?
(A) মুক্তি
(B) যুগান্তর
(C) আজাদ
(D) ইত্তেফাক
Ans:C
৪২. চন্দ্রগুপ্ত এর রাজধানী কোনটি ?
(A) পাটলিপুত্র
(B) গৌড়
(C) অবন্তি
(D) দিল্লী
Ans:A
৪৩. কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?
A.১৯৫৬ সালে
B.১৯৫২ সালে
C.১৯৫৩ সালে
D.১৯৫৪ সালে
Ans:A
৪৪. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(A) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(B) এ কে ফজলুল হক
(C) খাজা নাজিমউদ্দীন
(D) আবুল হাশেম
Ans:A
৪৫. উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?
A. খাজা নাজিমুদ্দিন
B.মুহম্মদ আলী জিন্নাহ
C. নুরুল আমিন
D.মুহম্মদ আলী
Ans:B
৪৬. “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে?
ক. সুবীর সাহা
খ. সুধীন দাস
গ. আলতাফ মাহমুদ
ঘ. আলতাফ মামুন
উত্তরঃ গ
৪৭. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
(A) গিয়াসউদ্দীন আযম শাহ
(B) আলাউদ্দীন হুসেন শাহ
(C) ফখরুদ্দীন মোবারক শাহ
(D) ইলিয়াস শাহ
Ans:A
৪৮. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
(A) ফকরুদ্দিন মুবারক শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) আকবর
(D) ঈশা খান
Ans:B
৪৯. পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
(A) ২১ আগস্ট, ১৯৬৯
(B) ৭ ডিসেম্বর, ১৯৭০
(C) ১ জানুয়ারী, ১৯৭৩
(D) ৭ মার্চ, ১৯৫২
Ans:B
৫০. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
(A) ৩১ জানুয়ারী ১৯৫২
(B) ২ ফেব্রুয়ারী ১৯৫২
(C) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
(D) ২০ জানুয়ারী ১৯৬৯
Ans: A