প্রিলিমিনারি টেস্ট ১৯

প্রিলিমিনারি টেস্ট ১৯ :

Ques 1-6 find out the Antonym of the following words:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

1. AMENABLE
a.Uncooperative
b.Persuadable
c.Biddable
d.Docile
Ans: Uncooperative

2. GRUNT
a.Complain
b.Croak
c.Find fault
d.Applaud
Ans: Applaud

3. EMBRACE
a.Disobey
b.Contradict
c.Reject
d.Obscure
Ans: Reject

4. SUBVERSION
a.Destabilisation
b.Clarity
c.Compliance
d.Sanity
Ans: Compliance

5. COERCIVE
a.Progressive
b.Promoting
c.Opinionated
d.Gentle
Ans: Gentle

6. PROVOKE
a.Insult
b.Soothe
c.Encourage
d.Anger
Ans: Soothe

7. Who is the writer of Merchant of Venice?
a. Tolstoy
b. William Shakespeare
c. Goethe
d. Edmund Spenser
Ans: William Shakespeare

8. One of the following plays is not a tragedy.
a. Hamlet
b. Machbeth
c. Othelo
d. Tempest
Ans: Tempest

9. Machbeth is
a. A play
b. A novel
c. An eassy
d. A poem
Ans: A play

10. “Sweet are the uses of adversity” is a famous line of
a. Romeo and Juliet
b. Comedy of errors
c. As you like it
d. Julius Caesar
Ans: As you like it

11. Which is known as Shakespeare’s swansong?
a. Hamlet
b. Macbeth
c. The tempest
d. Twelfth night
Ans: The tempest | প্রিলিমিনারি টেস্ট ১৯

12. Ophelia is the character of which play?a. The merchant of Venice b. Othelo
c. Macbeth
d. Hamlet
Ans: Hamlet

13. “Life is but a walking shadow” is a qoute taken from-
a. Othelo
b. King Lear
c. Machbeth
d. Timon of Athens
Ans: Machbeth

14. Shakespearean play consists of
a. Three acts
b. Four acts
c. Two acts
d. Five acts
Ans: Five acts

15. Find out the odd one
a. The tempest
b. Othelo
c. Twelfth night
d. As you like it
Ans: Othelo

16. Who is the father of Modern English Literature?
a. George orwell
b. William Shakespeare
c. George Bernard Shaw
d. H. G. Wells
Ans: George Bernard Shaw

17. Who is the auther of Man and Superman?
a. Shakespeare
b. George Bernard Shaw
c. Thomas gray
d. John keats
Ans: George Bernard Shaw

18. Caeser and Cleopatra is
a. A tragedy by Shakespeare
b. A play by G. B. Shaw
c. A poem by Lord Byron
d. A novel by S.T. Coleridge
Ans: A play by G. B. Shaw

19. George Bernard Shaw is
a. A playwright
b. A film maker
c. A historian
d. A modern painter
Ans: A playwright

20. George Bernard Shaw received novel in a. 1938
b. 1928
c. 1925
d. 1945
Ans: 1925

২১।বাংলাদেশের প্রোডাক্ট অব দি ইয়ার-২০১৯ কোন পণ্যকে ঘোষণা করা হয়েছে ?
ক. ঔষধ
খ. পাটজাত পণ্য
গ. কৃষি ও কৃষিজাত পণ্য
ঘ. চিংড়ি শিল্প
উত্তর : গ.

২২। প্রথম বাংলাদেশি হিসেবে সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার পেয়েছেন কে ?
ক. মুন্নি সাহা
খ. খালেদ মাহমুদ
গ.শহিদুল ইসলাম
ঘ. পনির হোসেন
উত্তর : ঘ | প্রিলিমিনারি টেস্ট ১৯

২৩।ওয়ার্ল্ড উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ কে পেয়েছেন ?
ক. সায়মা ওয়াজেদ পুতুল
খ. রাশেদা কে চৌধুরী
গ. শেখ হাসিনা ওয়াজেদ
ঘ.নুর জাহান বেগম
উত্তর : গ

২৪। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে ?
ক. ড. মাকসুদুল আলম
খ. ড. মোবারক আহম্মদ খান
গ. ড. মোহাম্মদ জাফর ইকবাল
ঘ. ড. ইব্রাহিম হোসেন
উত্তর :খ

২৫। শেখ হাসিনাকে ২০১৮সালে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি প্রদান করে কোন প্রতিষ্ঠান ?
ক. বিবিসি বাংলা
খ. চ্যানেল ফোর
গ. আল জাজিরা
ঘ. টাইমস
উত্তর : খ

২৬। বর্তমানে বাংলাদেশের সেবাখাত কতটি ?
ক. ১৫টি
খ. ১৯টি
গ. ২১টি
ঘ.২টি
উত্তর : গ

২৭। ১৬টি স্টেশনধারী প্রস্তাবিত মেট্রোরেলের দৈর্ঘ কত ?
ক. ২০.০১ কি.মি.
খ. ২০.১০ কি.মি.
গ. ২১.০১ কি.মি.
ঘ.২১.১০কি.মি.
উত্তর :খ

২৮। ২০১৮সালের কমনওয়েল গেমসে বাংলাদেশের হয়ে রৌপ পদক পান কে ?
ক.মার্জিয়া
খ.সুফিয়া
গ. আব্দুল জব্বার
ঘ.আব্দুলাহ হেল বাকী
উত্তর :ঘ

২৯। ৪ সেপ্ট. ২০১৮ জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হওয়া ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এর মেয়াদ কত বছর ?
ক.৮০বছর
খ.৮২বছর
গ.৮৫বছর
ঘ.১০০বছর
উত্তর : ঘ

৩০। ২০১৮সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত ?
ক. ৮০তম
খ.৮৩তম
গ.৮৫তম
ঘ.৯৩তম
উত্তর : ঘ

৩১। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
ক.ওমান
খ.লিবিয়া
গ. কাতার
ঘ. সৌদি আরব
উত্তর : ঘ

৩২। বাংলাদেশ বিমানে যুক্ত হওয়া প্রথম ড্রিমলাইনারের নাম কী ?
ক. হংস বলাকা
খ. আকাশবীণা
গ. দুর্জয়
ঘ. বঙ্গ বলাকা
উত্তর : খ

৩৩।মুজিব বর্ষ পালিত হবে কবে ?
ক. ২০১৯-২১
খ.২০২০-২১
গ.২০২১-২২
ঘ.২০২০-২২
উত্তর : খ

৩৪। ১২ মে ২০১৮ সালে বিশ্বের ৫৭তম দেশে হিসেবে বাংলাদেশের উৎক্ষেপণ হওয়া প্রথম কৃত্রিম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ এর মেয়াদ কত বছর ?
ক. ২০বছর
খ. ১৮বছর
গ. ১৫বছর
ঘ.২৫বছর
উত্তর: গ

৩৫।অভিষেক টেস্টে সর্ব কনিষ্ট বোলার হিসেবে ৫উইকেট পেয়ে বিশ্বরেকর্ড করে বাংলাদেশের কোন ক্রিকেটার ?
ক. মোস্তাফিজুর রহমান
খ. মেহেদি হাসান
গ.নাঈম ইসলাম
ঘ. নাঈম হাসান
উত্তর : ঘ | প্রিলিমিনারি টেস্ট ১৯

৩৬। আইপিইউ এর ২০১৮সালের প্রতিবেদেনে নারী প্রতিনিধিত্বের দিকে থেকে বাংলাদেশ কততম ?
ক.৯০তম
খ.৯১তম
গ.৯২ত
ঘ.৯৩তম
উত্তর: ৯১তম

৩৭। বাংলাদেশে ফোর জি নেটওয়ার্ক চালু হয় কবে ?
ক. ১২ ফেব্রু,২০১৮
খ.১৯ফেব্রু,২০১৮
গ. ১৮ফেব্রু, ২০১৮
ঘ.২০ফেব্রু, ২০১৮
উত্তর :খ

৩৮। বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?
ক. সুফিয়া হাসান
খ.নিশাত মজুমদার
গ.ওয়াসফিয়া নাজরিন
ঘ. শাহিদা মুস্তাফিজ
উত্তর : ঘ

৩৯।ICC ওয়ানডে ক্রিকেটে Ranking এ বাংলাদেশের অবস্থান কততম ?
ক. ৯ম
খ.৮ম
গ. ৭ম
ঘ. ৬ষ্ঠ
উত্তর : গ

৪০।ইউএনডিপি মানব উন্নয়ন সূচক ২০১৮ অনুযায়ী ১৩৬তম নম্বরে থাকা বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
ক.৭২বছর
খ. ৭১ বছর
গ.৭১.৮বছর
ঘ. ৭২.৮বছর
উত্তর : ঘ

৪১। অনুর্ধ্ব ১৮ সাফ মহিলা ফুটবল-২০১৮ এর চ্যাম্পিয়ন কে?
ক. ভারত
খ. পাকিস্তান
গ.বাংলাদেশ
ঘ. নেপাল
উত্তর : গ

৪২।সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর কার্যনির্বাহী সদস্য হিসেবে বাংলাদেশ কতবছরের জন্য নির্বাচিত হয়েছে?
ক. ২বছর
খ.৩বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
উত্তর : খ

৪৩।বাংলাদেশের দ্বিতীয় পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপিত হবে ?
ক. পটুয়া খালী
খ. পাবনা
গ. বরিশাল
ঘ. মহেশখালী
উত্তর : গ

৪৪। শেখ হাসিনা সফটওয়্যার পার্ক কোথায় অবস্থিত?
ক. গাজীপুরের কালিয়াকৈর
খ.চট্টগ্রাম
গ. শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
ঘ. যশোর
উত্তর : ঘ

৪৫।বর্তমানে এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত ?
ক. ১ম
খ.২য়
গ. ৪র্থ
ঘ.৫ম
উত্তর : ঘ

৪৬।বাংলাদেশ ডাক বিভাগের নতুন ডিজিটাল আর্থিক সেবার নাম কী ?
ক. ডাকটাকা
খ. জিক্যাশ
গ. নগদ
ঘ. টিক্যাশ
উত্তর : গ

৪৭। বাংলাদেশের কৃষিপণ্য কতটি দেশে রপ্তানি হয় ?
ক. ১৪৫টি
খ. ১২১টি
গ.১৩৫টি
ঘ. ১১২টি
উত্তর :খ | প্রিলিমিনারি টেস্ট ১৯

৪৮।যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের ( সিইডিআর)- এর বার্ষিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল-২০১৯’ এ প্রকাশিত তথ্যানুয়ায়ী ২০১৯সালে বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় কততম?
ক. ১ম
খ.২য়
গ.৪র্থ
ঘ.৫ম
উত্তর : খ

৪৯।গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০১৮ এর তথ্যানুযায়ী বাংলাদেশের অবস্থান কত ?
ক.৪৮তম
খ.৪৭তম
গ.৪৬তম
ঘ. ৪৫তম
উত্তর : ক

৫০ ।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ব্যবসায়িক সাময়িকী ‘ফোর্বস ‘ এর প্রকাশিত বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে শেখ হাসিনার অবস্থান কত?
ক. ৬ষ্ঠ
খ.২৬তম
গ.২৫তম
ঘ.২২তম
উত্তর : খ

৫১। বাংলাদেশের ইলিশ, জামদানি ও খিরশাপাত আমকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছে কোন প্রতিষ্ঠান?
ক. আঙ্কটাড
খ. ওয়ার্ল্ড ব্যাংক
গ.বিশ্ব বাণিজ্য সংস্থা
ঘ. WIPO
উত্তর : ঘ

৫২। বিশ্বব্যাংকের ডুয়িং বিননেস -২০১৯ এর তথ্য মতে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৩২তম
খ. ১৪৫তম
গ.১৭৬তম
ঘ.১৭৭তম
উত্তর: গ

৫৩।২০১৮সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে কতজন নারী নির্বাচিত হয়েছেন?
ক.৫০জন
খ. ২০জন
গ. ১৮জন
ঘ. ২২জন
উত্তর . ঘ

৫৪। সম্প্রতি প্রকাশিত গণতান্ত্রিক দেশের সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক.৯৯তম
খ.৮৮তম
গ. ৯২তম
ঘ. ৮৭তম
উত্তর :খ

৫৫।১৬মার্চ, ২০১৮ জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে মানদণ্ড পূরণ করেছে বলে সুপারিশ করে?
ক. সিপিডি
খ.সিডিপি
গ. ইউএনএইচসিআর
ঘ.আঙ্কাটাড
উত্তর : খ

৫৬. জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বভাব কবি বলেছেন কে?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ.নির্মলেন্দু গুণ
গ.টিএস ইলিয়ট
ঘ.জসীম উদ্দিন
উত্তর: খ

৫৭.বাঙালি,একটি ফিনিক্স পাখি— কবিতাটি কার
ক.আখতারুজ্জামান ইলিয়াস
খ.নির্মলেন্দু গুণ
গ.সৈয়দ শামসুল হক
ঘ.রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তর: ক

৫৮. কবি নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ
ক.হুলিয়া
খ.প্রেমাংশুর রক্ত চাই
গ.অসমাপ্ত কবিতা
ঘ.মানুষ
উত্তর: খ

৫৯.নিচের কোনটি ছোটগল্প
ক.বাংলার মাটি বাংলার জল
খ.রাত্রি শেষ
গ.কথা ও কাহিনী
ঘ.আপন দলের মানুষ
উত্তর:ক

৬০.জীবনমুখী সমাজসচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি?
ক. জহির রায়হান
খ. জহিরুল্লাহ ইসলাম
গ. জহির মোহাম্মদ
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ঘ | প্রিলিমিনারি টেস্ট ১৯

৬১.প্রশ্নঃ জহির রায়হানের ছোটগল্প কোনটি?
ক. পানকৌড়ির রক্ত
খ. লেলিহান সূর্য
গ. সূর্যগ্রহণ
ঘ. নামহীন গোত্রহীন
উত্তরঃ গ

৬২.প্রশ্নঃ কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
ক. কয়েকটি মৃত্যু
খ. শেষ বিকেলের মেয়ে
গ. তৃষ্ণা
ঘ. নিষ্কৃতি
উত্তরঃ ঘ

৬৩.ভাষার ক্ষুদ্রতম একক
ক.ধ্বনি
খ.বর্ণ
গ.অক্ষর
ঘ.শব্দ
উত্তর: ক

৬৪.বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর কয়টি
ক.৪
খ.৫
গ.৬
ঘ.৭
উত্তর: ক

৬৫.উষ্মধ্বনি কয়টি?
ক.২
খ.৪
গ.৬
ঘ.৩
উত্তর: খ

৬৬.কোনটি তালব্য ধ্বনি
ক. ক
খ. ট
গ. ঝ
ঘ. ত
উত্তর: গ

৬৭. যৌগিক স্বরধ্বনিকে বলা হয়– ক. দ্বিস্বর
খ. সন্ধিস্বর
গ. যৌগিকস্বর
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

৬৮. যে সকল স্বরবর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণ খোলা থাকে না, আবার বাতাস একেবারে বন্ধ ও থাকে না, সে সকল বর্ণকে বলে–
ক. স্পৃষ্ট বর্ণ
খ. অন্তঃস্থ বর্ণ গ. অঘোষ বর্ণ
ঘ. ঘোষ বর্ণ
উত্তরঃ ক

৬৯. কোন পাঁচটি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে?
ক. ত থ দ ধ ন
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. ক খ গ ঘ ঙ
উত্তরঃ গ

৭০. ই-ধ্বনির পরের অ বিবৃত হওয়ার উদাহরণ কোনটি ?
ক. তৃণ
খ. দৈব
গ. গঠিত
ঘ. কলম
উত্তরঃ গ

৭১.নিচের কোনটি উপন্যাস?
ক.খোয়াবনামা
খ.আমার অবিশ্বাস
গ.নেমেসিস
ঘ. ছাড়পত্র
উত্তরঃ ক

৭২. ‘দুধ-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস এর একটি-
ক.কাব্য
খ.উপন্যাস
গ.গল্পগ্রন্থ
ঘ.নাটক
উত্তরঃ গ

৭৩. প্রশ্নঃ ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
ক.নীলিমা ইব্রাহিম
খ.মোতাহের হোসেন চৌধুরী
গ.আখতারুজ্জামান ইলিয়াস
ঘ.জহির রায়হান
উত্তরঃ গ

৭৪.সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন?
ক.শাহরিয়ার কবির
খ.আখতারুজ্জামান ইলিয়াস
গ.শওকত ওসমান
ঘ.জহির রায়হান
উত্তরঃ ঘ

৭৫. প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়?
ক.শেষ বিকেলের মেয়ে
খ.আরেক ফাল্গুন
গ.হাজারো বছর ধরে
ঘ.জয়যাত্রা
উত্তরঃ গ | প্রিলিমিনারি টেস্ট ১৯

৭৬. New Development Bank(NDB) এর সদর দফতর কোথায়?
ক. নতুন দিল্লী
খ. রিওডিজেনিরো
গ. মস্কো
ঘ. সাংহাই
উত্তরঃ ঘ

৭৭. Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ৫৯
খ. ৬৯
গ. ৭৯
ঘ.৮৯
উত্তরঃ খ

৭৮. Which country is not a member of BRICS?
ক. Brazil
খ. Japan
গ. India
ঘ. China
উত্তরঃ খ

৭৯. APEC stands for-
ক. Asia Pacific Economic Conference
খ. Asia Pacific Exporting Cooperation
গ. Asia Pacific Economic Cooperation
ঘ. Asia Pacific Exporter’s Cooperation
উত্তর: গ

৮০. Which of the following is a member of ASEAN?
ক. Bhutan
খ. Nepal
গ. Thailand
ঘ. Maldives
উত্তর: গ

৮১. এশিয়ায় যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?
ক. জাপানকে সাহায্য করা
খ. উত্তর কোরিয়াকে দমন করা
গ. চীনকে পরাভূত করা
ঘ. আশিয়ান জোটকে সমর্থন করা
উত্তর: ঘ

৮২. প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানে শীর্ষ স্থান কোন দেশটির?
ক. মালয়েশিয়া
খ. সিঙ্গাপুর
গ. থাইল্যান্ড
ঘ. ফিলিপাইন
উত্তর: খ

৮৩. Which country introduced the concept of SAARC?
ক. Bangladesh
খ. India
গ. Nepal
ঘ. Sri Lanka
উত্তর: ক

৮৪. সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?
ক. কৃষি উন্নয়ন
খ. দ্বিপাক্ষিক সমস্যা
গ. অবাধ বাণিজ্য
ঘ. সাংস্কৃতিক বিনিময়
উত্তর: খ

৮৫. কোনটি দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
ক. ধর্ম
খ. জাতি
গ. সংস্কৃতি
ঘ. ভাষা
উত্তর: গ

৮৬।বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমান কত??
ক)০.০০০৩%
খ)০.০০৩%
গ)০.০৩%
ঘ)০.৩%
উত্তর : গ)০.০৩%

৮৭. উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে—-
ক)স্ট্র‍্যাটোমণ্ডলের­ ঊর্ধস্তরে
খ)আয়নোমণ্ডলের ঊর্ধস্তরে
গ)ট্রপোমণ্ডল এর ঊর্ধ্ব স্তরে
ঘ)কোনটিই নয়
উত্তর : খ)আয়নোমণ্ডলের ঊর্ধ্ব স্তরে

৮৮)কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কী হয়??
ক)মেঘের সৃষ্টি হয়
খ)নিম্নচাপ হয়
গ)উচ্চচাপ হয়
ঘ)চাপের পরিবর্তন হয় না
উত্তর : খ)নিম্নচাপ হয়

৮৯)পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে
ক)নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ)প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ)নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
ঘ)ইলেক্ট্রন ও প্রোটনের সংখ্যা সমান
উত্তর : ঘ)ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

৯০)কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে—
ক)নিউট্রন ও প্রোটন সংখ্যার সমষ্টি
খ)প্রোটনের সংখ্যা
গ)নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেক্ট্রনের সংখ্যা
ঘ)নিউট্রন,প্রোটন ও ইলেক্ট্রনের সংখ্যার সমষ্টি
উত্তর : ক)নিউট্রন ও প্রোটন সংখ্যার সমষ্টি

৯১)যেসব নিউক্লিয়াসের পরমানুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন,তাদেরকে বলা হয়–
ক)আইসোটোন
খ)আইসোমার
গ)আইসোটোপ
ঘ)আইসোবার
উত্তর : ঘ)আইসোবার | প্রিলিমিনারি টেস্ট ১৯

৯২)কোন অধাতু বিদ্যুৎ পরিবহণ করে?
ক) সালফার
খ)ফসফরাস
গ)সিলিকন
ঘ)কোনটিই নয়
উত্তর : ঘ) কোনটিই নয়

৯৩)কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়??
ক)Al
খ)Ga
গ)Si
ঘ)In
উত্তর : গ)Si

৯৪)জেনেটিক ইনফরমেশনের মূল একক কী?
ক)লুপ
খ)অনুলিপন
গ)ট্রিপলেট
ঘ)এন্টিকোডন
উত্তর : খ)অনুলিপন

৯৫)জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে–
ক)নিউক্লিয়াস
খ)নিউক্লিওলাস
গ)ক্রোমোজোম
ঘ)নিউক্লিওপ্লাজম
উত্তর : গ)ক্রোমোজোম

৯৬। প্রথম দিন ১ টাকা, দ্বিতীয় দিন ২ টাকা, তৃতীয় দিন ৪ টাকা, চতুর্থ দিনে ৮ টাকা , এরূপে দান করলে ১৫ দিনে মোট কত টাকা দান করা হবে?
ক. ৬৫৬৩৫
খ. ৩২৭৬৭
গ. ১৬৩৮৩
ঘ. ৮২৯১
উত্তরঃ খ

৯৭। নিম্নোক্ত সারিটি পূর্ণ করুনঃ ২৭, ৫, ২৫, ৮, ২৩, ১১, ২১, …..
ক. ১৫, ২১
খ. ১৪, ১৯
গ. ১৬, ২৩
ঘ. ১২, ১৯
উত্তরঃ খ

৯৮। একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ (6-তম) পদটি 160 হলে প্রথম পদটি–
ক. 5
খ. 10
গ. 12
ঘ. 8
উত্তরঃ ক

৯৯। 1 + 3 + 5 + ………………..­ + (2n – 1) ধারাটির যোগফল কত হবে-
ক. 2n – 12
খ. n(n + 1)2
গ. n2
ঘ. {n(n + 1)22}
উত্তরঃ গ

১০০। 1^3 + 2^3 + 3^3 + ………………..­.. + 60^3 = কত?
ক. 3348300
খ. 3348600
গ. 3348800
ঘ. 3348900
উত্তরঃ ঘ

১০১। 1, 2, 3, 4, —————– n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
ক. n2
খ. n(n + 1)/2
গ. n(2n + 1)/2
ঘ. {n(n + 1)/2}2
উত্তরঃ খ

১০২। একটি গুণোত্তর শ্রেণীর প্রথম ছয়টি পদের যোগফল তার প্রথম তিনটি পদের যোগফলের নয় গুণ। সাধারণ অনুপাত হবে–
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ১
উত্তরঃ ক

১০৩। একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি–
ক. 140
খ. 142
গ. 148
ঘ. 150
উত্তরঃ খ

১০৪। 1^2 + 3^2 + 5^2 + ………………..­… + 31^2 = কত?
ক. 258
খ. 256
গ. 254
ঘ. 252
উত্তরঃ খ

১০৫। ১/­√ ২ , ১, √ ২………………… ধারাটির কোন পদ ৮√ ২ হবে?
ক. ৯ তম পদ
খ. ১০ তম পদ
গ. ১১ তম পদ
ঘ. ১২ তম পদ
উত্তরঃ গ | প্রিলিমিনারি টেস্ট ১৯

১০৬। বিল গেটস এর সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক) পল অ্যালেন
খ) স্টিভ জবস
গ) পল ব্রেনার্ড
ঘ) জন ব্যাকাস
সঠিক উত্তরঃ ক

১০৭। পৃথিবীর প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
ক) আটলান্টায়
খ) নিউ ইয়র্কে
গ) ইংল্যান্ডে
ঘ) রোমে
সঠিক উত্তরঃ ক

১০৮। ওরাকল কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক)1977
খ) 1972
গ) 1971
ঘ) 1975
সঠিক উত্তরঃ ক

১০৯। বিশ্ব বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম কে কী বলা হয়?
ক) ব্লু উইন্ডো
খ) গ্রে ব্লু
গ) বিগ ব্লু
ঘ) ব্লু হান্টার
সঠিক উত্তরঃ গ

১১০। বাংলাদেশ প্রথম কোন ধরনের কম্পিউটার স্থাপন করা হয়?
ক) অ্যানালগ কম্পিউটার
খ) ডিজিটাল কম্পিউটার
গ) হাইব্রিড কম্পিউটার
ঘ) মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তরঃ ঘ

১১১। মাইক্রো কম্পিউটারের জনক কে?
ক) চার্লস ব্যাবেজ
খ) জন ভন নিউম্যান
গ) হেনরি এডওয়ার্ড রবার্ট
ঘ) আই বি এম
সঠিক উত্তরঃ গ

১১২। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি?
ক) অ্যালটেয়ার 880
খ) আইবিএম সিস্টেম 360
গ) pdp-8
ঘ) পিডিসি 6600
সঠিক উত্তরঃ ক

১১৩। একটি প্রতিষ্ঠান ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-
ক) অর্থ সাশ্রয়
খ) স্থানে সাশ্রয়
গ) সময় সাশ্রয়
ঘ) উপরের সব কটি
সঠিক উত্তরঃ ঘ

১১৪। নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর সুবিধা নয়?
ক) নিজস্ব কোন হার্ডওয়ার প্রয়োজন হয়না
খ) সার্বক্ষণিক ব্যবহার করা যায়
গ) অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম থাকে
ঘ) ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয় না
সঠিক উত্তরঃ ঘ

১১৫। নিচের কোনটি ক্লাউড কমপিউটিং এর বৈশিষ্ট্য নয়?
ক) রিসোর্স এক্সেলিটি
খ) অন ডিমান্ড
গ) pay-as-you-go
ঘ) মাইক্রোসফট প্রথম ক্লাউড কমপিউটিং বাণিজ্যিক ভাবে ব্যবহার শুরু করে
সঠিক উত্তরঃ ঘ | প্রিলিমিনারি টেস্ট ১৯

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!