পাটিগণিত-২৬

প্রশ্নঃ একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়, উহার ক্রয়মূল্য কত?
ক. ২৮ টাকা
খ. ৩০ টাকা
গ. ৩২ টাকা
ঘ. ৩৪ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ The price of rice in the year 1995 has increased 10% from that of the previous year. In 1996 , the price decrease by 5%. In 1996 what was the increase in price with respect to that of 1994?/১৯৯৫ সালে চালের মূল্য পূর্বতন বছরের চেয়ে ১০% বৃদ্ধি পেল। ১৯৯৬ সালে তা ৫% কমে গেল। ১৯৯৪ সালের সাপেক্ষে ১৯৯৬ সালে মূল্য কত বৃদ্ধি পেল?
ক. 4.5%
খ. 5%
গ. 5.5%
ঘ. None of these
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করল। তার বাৎসরিক শতকরা কত লাভ হল?
ক. ১০
খ. ২০
গ. ৫
ঘ. ২৫
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
ক. ৫%
খ. ৬%
গ. ১০%
ঘ. ১২%
উত্তরঃ গ

প্রশ্নঃ বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে আসলের দ্বিগুণ হবে?
ক. ১০ বছর
খ. ২০ বছর
গ. ৩০ বছর
ঘ. ৪০ বছর
উত্তরঃ ক

প্রশ্নঃ If in 1997, 1998 and 1999 a worker received 10% more salary each year than he did the previous year. How much did he receive in 1999 than in 1997?/একজন শ্রমিক ১৯৯৭, ১৯৯৮ এবং ১৯৯৯ সালের প্রত্যেক বছর পূর্বতন বছরের বেতন অপেক্ষা ১০% বেশি বেতন পেল। সে ১৯৯৯ সালে ১৯৯৭ সালের চেয়ে কত বেশি বেতন পেল?
ক. 10%
খ. 11%
গ. 20%
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ সুদের হার কত হলে ১০০ টাকা ৫ বছরে দ্বিগুণ হবে?/ What is the percentage of simple interest if the capital of Tk 100 is doubled in 5 years? অথবা, শতকরা বার্ষিক কত হার সুদে যে কোন আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?/ At what rate percent per annual will a sum of money double itself in 5 years?
ক. ২৫%
খ. ২০%
গ. ১৫%
ঘ. ১০%
উত্তরঃ খ

প্রশ্নঃ টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ৫০%
খ. ৩৩%
গ. ৩০%
ঘ. ৩১%
উত্তরঃ ক

প্রশ্নঃ বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে-আসলে ১০৩৬ টাকা হবে?
ক. ৭০০ টাকা
খ. ৬০০ টাকা
গ. ৬৫০ টাকা
ঘ. ৫৫০ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা শতকরা ৫০ ভাগ বেশি। তাদের একমাসের বেতনের যোগফল ১০০০০ টাকা। রহিমের বেতন কত?
ক. ৪০০০ টাকা
খ. ৪৫০০ টাকা
গ. ৫০০০ টাকা
ঘ. ৫৫০০ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ A man is in need of money for 120 days. He asked the banker and the banker charged Tk 360 at the rate of 6%. What was the amount asked?/এক ব্যক্তির ১২০ দিনের জন্য কিছু টাকা প্রয়োজন। তিনি ব্যাংকের নিকট হতে টাকা ধার নিলেন এবং এজন্য তাকে ৬% হার সুদে ৩৬০ টাকা পরিশোধ করতে হল। তিনি কত টাকা ধার নিয়েছিলেন?
ক. Tk 16000
খ. Tk 15000
গ. Tk 20000
ঘ. Tk 10500
ঙ. Tk 18000
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ০.০২৩ এর ১% হচ্ছে?
ক. ০২৩
খ. ০.০০২৩
গ. ০.০০০২৩
ঘ. ২.৩
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৬.৫ এর ১.৩% কত?
ক. ২.১৪৫
খ. ২১.৪৫
গ. ০.০২১৪৫
ঘ. ০.২১৪৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন আসল সুদ-আসলে ৩ বছরে ৪৮৪ টাকা এবং ৫ বছরে ৫৪০ টাকা হয়। শতকরা সুদের হার ও আসল নির্নয় করুন?
ক. সুদের হার ৩ টাকা এবং আসল ৩০০ টাকা
খ. সুদের হার ৪ টাকা এবং আসল ৩৫০ টাকা
গ. সুদের হার ৫ টাকা এবং আসল ৩৭৫ টাকা
ঘ. সুদের হার ৭ টাকা এবং আসল ৪০০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক ব্যক্তি ৮০০০০ টাকা বার্ষিক ১২% হারে মুনাফায় বিনিয়োগ করলে ২ বৎসরে কত টাকা মুনাফা পাবে?
ক. ৯৬০০ টাকা
খ. ৮০০০ টাকা
গ. ১৯২০০ টাকা
ঘ. ১৬০০০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়, জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?
ক. ৪০০
খ. ৪৫০
গ. ৫০০
ঘ. ৫৫০
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন পরীক্ষায় ৯০% পরিক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হল। যদি উভয় বিষয়ে কোন ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে, তবে ঐ পরীক্ষায় কতজন অংশ গ্রহণ করেছিল?
ক. ২৫০ জন
খ. ৩০০ জন
গ. ৩৫০ জন
ঘ. ৪০০ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ The selling price of 8 apples is equal to the purchase price of 10 apples. What is the profit margin?/৮টি আপেলের বিক্রয়মূল্য ১০ আপেলের ক্রয়মূল্যের সমান। লাভের হার কত?
ক. 15%
খ. 20%
গ. 25%
ঘ. Not possible to find out
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রেডিও দোকানে মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর মূল্য ৩০% বাড়িয়ে লেখা হয় এবং নগদ মূল্যে বিক্রয় লিখিত মূল্য থেকে ১০% কমিয়ে বিক্রয় করা হয়। এতে শতকরা কত লাভ হয়?
ক. ২০%
খ. ১৭%
গ. ১৯%
ঘ. ২২%
উত্তরঃ খ

প্রশ্নঃ A man invest Tk 900000 in a share earning Tk 9 as dividend per share, when a share of face value Tk 100 is selling for Tk 150. What is his annual income?/এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯০০০০০ বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লভ্যাংশ হিসাবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা। ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
ক. Tk 54000
খ. Tk 81000
গ. Tk 15000
ঘ. Tk 58000
উত্তরঃ ক

প্রশ্নঃ In a group 60 probationary officers, 40% of them were promoted, 12 of them were terminated and rest of them were placed on probation for the second time. What percentage of the probationary officers were placed on probation for the second time?/৬০ জন আবেক্ষণ কর্মকর্তার মধ্যে ৪০% পদোন্নতি পেল, ১২ জন চাকুরীচ্যুত হল এবং অবশিষ্টদের ২য় বার আবেক্ষণ ব্যবস্থায় রাখা হল। শতকরা কতভাগকে ২য় বারের জন্য আবেক্ষণ ব্যবস্থায় রাখা হল?
ক. 40
খ. 50
গ. 60
ঘ. 70
উত্তরঃ ক

প্রশ্নঃ গতবছর বনানী উচ্চবিদ্যালয়ে ১১৭২ জন ছাত্রছাত্রী ছিল। এ বছরে গত বছরের চেয়ে ১৫% বেশি ছাত্রছাত্রী রয়েছে। এ বছর আনুমানিক কতজন ছাত্রছাত্রী রয়েছে?
ক. ১৮০০
খ. ১৬০০
গ. ১৫০০
ঘ. ১৪০০
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোন পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের ৪০% ছাত্রী। পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৪০% এবং ছাত্রদের পাশের হার ৬০% হলে মোট পাশের হার কত?
ক. ৩৬%
খ. ৪২%
গ. ৪৮%
ঘ. ৫২%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২৫/২% এর সমান ভগ্নাংশ কত হবে?
ক. ১/১৬
খ. ১/৮
গ. ১/৪
ঘ. ২/২৫
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি কলম ২৭০ টাকায় বিক্রি করাতে ১০% ক্ষতি হয় ,কলমটির ক্রয় মূল্য কত ?
ক. ২৫০ টাকা
খ. ৩০০ টাকা
গ. ৩১৫ টাকা
ঘ. ৩২৫ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ A class of 20 girls and 30 boys arranged a picnic. However only 30% of the girls and 40% of the boys attended the picnic. What percent of the class attended the picnic?/একটি শ্রেণীর ২০ জন ছাত্রী ও ৩০ জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করল। ৩০% ছাত্রী ও ৪০ ছাত্র বনভোজনে অংশগ্রহন করল। শতকরা কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করল?
ক. 32.5
খ. 35
গ. 36
ঘ. 37.5
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে?
ক. ৬০
খ. ৮০
গ. ১০০
ঘ. ১২০
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা ১০ অংশ মহার্ঘ ভাতা পায়। তার মাসিক আয় ৪২০০ টাকা হলে মহার্ঘ ভাতা কত?
ক. ৪২০ টাকা
খ. ২১০ টাকা
গ. ৮৪০ টাকা
ঘ. ১০৫ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০ টাকায় ১২ টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ১২.৫%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ১০%
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি কোম্পানি ২০০০ টাকা মূল্যের দ্রব্য ৭% লাভ করে। কোম্পানিটি ৫০০০ টাকা মূল্যের একটি মেশিন ৬% লাভে বিক্রয় করে। কোম্পনিটি দুইটি লেনদেনে মোট কত টাকা লাভ করে?
ক. টাকা ৩০০
খ. টাকা ৪০০
গ. টাকা ৪২০
ঘ. টাকা ৪৪০
ঙ. টাকা ৪৯০
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!