পাটিগণিত-২৫

প্রশ্নঃ টাকায় ৪টি এবং টাকায় ৬টি দরে সমান সংখ্যক আমড়া কিনে এক ব্যক্তি টাকায় ৫টি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি কত হবে?
ক. ক্ষতি ১%
খ. লাভ ১%
গ. ক্ষতি ৪%
ঘ. কোন লাভ লোকসান নাই
উত্তরঃ গ

প্রশ্নঃ A student first reduced a number by 20% and increased it again by 20%. If the difference between the two new numbers was 8, then what is the original number?/একজন ছাত্র প্রথমে একটি সংখ্যাকে ২০% কমালো, অতঃপর হ্রাসকৃত সংখ্যাকে ২০% বাড়ালো। যদি দুইটি নতুন সংখ্যার ব্যবধান ৮ হয় তবে প্রকৃত সংখ্যাটি কত?
ক. 40
খ. 50
গ. 75
ঘ. 100
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা। এতে বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক. ৭০ টাকা
খ. ৯০ টাকা
গ. ৮৫ টাকা
ঘ. ৮০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাপড়ের মূল্য ২০% কমে গেলে কাপড়ের ব্যবহার কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোন পরিবর্তন হবে না?
ক. ১৫%
খ. ২০%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তরঃ গ

প্রশ্নঃ একশত টাকার শতকরা দুই ভাগ কত?
ক. ২০০ টাকা
খ. ২০ টাকা
গ. ২ টাকা
ঘ. ২০০০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ মিঃ রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে নিলেন। তার সম্পলের মোট মূল্য কত?
ক. 2000000 টাকা
খ. 1600000 টাকা
গ. 1600000 টাকা
ঘ. 2400000 টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?
ক. ২০০ টাকা
খ. ২২০ টাকা
গ. ২৩০ টাকা
ঘ. ২৪০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
ক. লাভ লোকসান কিছুই হয়নি
খ. ৯০০ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৬০০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ 10 percent of 4800 is how much more than 8% of 4800?/৪৮০০ এর ১০%, ৪৮০০ এর ৮% অপেক্ষা কত বেশি?
ক. 84
খ. 80
গ. 96
ঘ. 98
ঙ. 90
উত্তরঃ গ

প্রশ্নঃ The price of a certain DVD is discounted by 10% and the reduced price is then discounted by 10%. The series of successive discounts is equivalent ta a single discount of-/একটি DVD এর মূল্য ১০% ছাড় দেওয়া হল। অতঃপর হ্রাসকৃত মূল্য হতে পুনরায় ১০% ছাড় দেওয়া হয়। দুইটি ক্রমিক ছাড় এককালীন ছাড়ের সমতুল্য–
ক. 20%
খ. 19%
গ. 11%
ঘ. 18%
ঙ. 10%
উত্তরঃ খ

প্রশ্নঃ বার্ষিক ৬% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকা একটি সঞ্চয়ী হিসাবে জমা রাখা হল। বছর শেষে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
ক. ২০৬০
খ. ২১২০
গ. ২১২২
ঘ. ২২৪৭
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি পেন্সিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক. ১০%
খ. ৮%
গ. ৫%
ঘ. ৪%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক দোকানদার ১১০ টাকা কেজি দরে কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২০০০ টাকা লাভ করল। দোকানদার ২য় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?
ক. ১০০ কেজি
খ. ৮০ কেজি
গ. ৫০ কেজি
ঘ. ৬০ কেজি
উত্তরঃ খ

প্রশ্নঃ How much interest will Tk 10000 earn in 9 months at an annual rate of 6%?/ ৬% হারে নয় মাসে ১০০০০/- টাকার উপর সুদ কত হবে?
ক. ৫০০ টাকা
খ. ৬০০ টাকা
গ. ৪৫০ টাকা
ঘ. ৬৫০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হল, বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয় মূল্য–
ক. ৪৮০ টাকা
খ. ৪৬০ টাকা
গ. ৪৫০ টাকা
ঘ. ৪২০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ আলী প্রতি ডজন ২.৫০ টাকা দরে ১৪৪০ ডজন কলম কিনে প্রতিটি ২৫ পয়সা দরে বিক্রি করল। তার সর্বমোট কত লাভ হল?
ক. টাকা ৬০.০০
খ. টাকা ৭২.০০
গ. টাকা ৮৭৪.০০
ঘ. টাকা ৭২০.০০
ঙ. টাকা ৮৭৪০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১২.৫০ টাকার একটি জিনিস দোকানদার আপনাকে ১০ টাকায় করলে, আপনাকে শতকরা কত ভাগ রেয়াত দেয়া হল?
ক. ২%
খ. ২.৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ৪৫%
খ. ৪৮.৫০%
গ. ৫২.৭৫%
ঘ. ৫৬.২৫%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রাশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
ক. ৬০%
খ. ৬৫%
গ. ৭৮%
ঘ. ৮০%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে লাভ কত?
ক. ২০%
খ. ২১
গ. ২৫%
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রামের ২৫০০০ জনসংখ্যার মধ্যে ১৫০০ জন শিক্ষিত। ঐ গ্রামে শিক্ষিতের হার কত?
ক. ৪%
খ. ৫%
গ. ৬%
ঘ. ৭%
উত্তরঃ গ

প্রশ্নঃ কিছু টাকা ৮% লাভে ৩ বছরে লাভ আসলে ১৮৬০ টাকা হয়। কত বছর পরে তা লাভ আসলে ২০৪০ টাকা হবে?
ক. ৫/২ বছরে
খ. ৯/২ বছরে
গ. ৩ বছরে
ঘ. ৪ বছরে
উত্তরঃ খ

প্রশ্নঃ এক ব্যাক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকার ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যাক্তি সুদসহ কত টাকা পাবেন?
ক. ৬৬০
খ. ৭২০
গ. ৭২৬
ঘ. ৬২৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসলামের আয় আছমার আয় অপেক্ষা ২৫% বেশি। আছমার আয় ইসলামের আয় অপেক্ষা শতকরা কত কম?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ গ

প্রশ্নঃ চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
ক. ২২%
খ. ২৫%
গ. ২০%
ঘ. ৩০%
উত্তরঃ গ

প্রশ্নঃ What amount of money invested would earn an interest of Tk 200 over 4 years at 10% simple interest rate?/বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা থেকে ২০০ টাকা সুদ পাওয়া যাবে?
ক. 400
খ. 500
গ. 600
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
ক. ১০%
খ. ১২%
গ. ১৫%
ঘ. ২০%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ If an artikcle is sold for Tk 250, the seller makes 25% loss on cost. What is the cost?/একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয় করায় বিক্রেতার ২৫% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক. 200
খ. 180
গ. 150
ঘ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়, মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?
ক. 10%
খ. 12.5%
গ. 15%
ঘ. 12%
উত্তরঃ খ

প্রশ্নঃ ৬৬ লিটারের ১.২% কত?
ক. ৬.০১ লিটার
খ. ১.২২ লিটার
গ. ০.৬৯২ লিটার
ঘ. ০.৭৯২ লিটার
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!