পাটিগণিত-২৪

প্রশ্নঃ এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক. ২২ টাকা
খ. ২০ টাকা
গ. ২১ টাকা
ঘ. ১৮ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ব্যক্তি তার মূলধনের ৬০% শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং বাকি ৪০% সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। যদি তিনি শেয়ার বাজার হতে শতকরা ৫ টাকা আয় করেন এবং সঞ্চয়পত্র থেকে শতকরা ৬ টাকা আয় করেন এবং তার মোট আয় ১০৮০ টাকা হয় তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?
ক. ১০০০০ টাকা
খ. ১৫০০০ টাকা
গ. ২০০০০ টাকা
ঘ. ২২০০০ টাকা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ A bakery opened yesterday with its daily supply of 40 dozens of rolls. Half of the rolls were sold by noon, and 80% of the remaining rolls were sold between noon and closing time. How many dozens of roll had not been sold when the bakery closedyesterday?/গতকাল বেকারী খোলার ৪০ ডজন রোল ছিল। অর্ধেক রোল দুপুরের মধ্যে বিক্রি হয়ে গেল। অবশিষ্ট রোলের ৮০% দুপুরের পর থেকে বেকারী বন্ধ করা পর্যন্ত সময়ের মধ্যে বিক্রি হয়ে গেল। গতকাল বেকারী বন্ধের সময় কতগুলো রোল অবিক্রিত ছিল?
ক. 2 dozen
খ. 4 dozen
গ. 5 dozen
ঘ. 8 dozen
উত্তরঃ খ

প্রশ্নঃ শতকরা ৫ টাকা হার সুদে ২০ বৎসরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে, মূলধন কত?
ক. ২০০০০ টাকা
খ. ২৫০০০ টাকা
গ. ৩০০০০ টাকা
ঘ. ৩৫০০০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে বিক্রয় করলে শতকরা ২৫ টাকা লাভ হবে?
ক. ৬টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৩টি
উত্তরঃ গ

প্রশ্নঃ In a group of people solicited by a charity, 30% contributed Tk 40 each, 45% contributed Tk 20 each and the rest contributed Tk 12 each. What percent of the total contributed came from people who gave Tk 40?/একটি দাতব্য প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক ব্যক্তির ৩০% প্রত্যেকে ৪০ টাকা করে, ৪৫% প্রত্যেকে ২০ টাকা করে এবং অবশিষ্টরা ১২ টাকা করে দান করলেন। ব্যক্তিপ্রতি ৪০ টাকা করে প্রাপ্ত দান মোট দানের শতকরা কত অংশ?
ক. 25%
খ. 30%
গ. 40%
ঘ. 45%
ঙ. 50%
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ৫ টাকায় ২টি কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৭টি
খ. ১০টি
গ. ১২টি
ঘ. ১৫টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে ।১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে ?
ক. ২৪ জন
খ. ২৬ জন
গ. ২৮ জন
ঘ. ৩০ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ বার্ষিক ৭% মুনাফা হারে কত টাকা তিন বছর জমা রাখলে মেয়াদান্তে মুনাফাসহ ৬৬৫৫ টাকা পাওয়া যাবে?
ক. ৪০০০ টাকা
খ. ৪৫০০ টাকা
গ. ৫০০০ টাকা
ঘ. ৫৫০০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ 10 percent of 3000 is how much more than 5% of 3000?/৩০০০ এর ১০%, ৩০০০ এর ৫% অপেক্ষা কত বেশি?
ক. 100
খ. 150
গ. 175
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ What is 1 percent of 0.025?/০.০২৫ এর শতকরা ১ ভাগ কত?
ক. 0.025
খ. 0.0025
গ. 0.00025
ঘ. 0.000025
ঙ. 0.00000025
উত্তরঃ গ

প্রশ্নঃ আবদুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন কলা এবং ১৪ টাকা দরে ২০ ডজন কলা ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
ক. ২২ টাকা দরে
খ. ২০ টাকা দরে
গ. ১৮ টাকা দরে
ঘ. ১৫ টাকা দরে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
ক. ৩৭৫ জন
খ. ৫০০ জন
গ. ৬৫০ জন
ঘ. ৭৭৫ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ একজন দোকানদার ১৫/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয় মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক. ১০০ টাকা
খ. ২০০ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৪০০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৫ টাকার শতকরা ৭ শতাংশ কত হয়?
ক. ১.০৫
খ. ১০.৫
গ. ১.৫
ঘ. ৭.৫
উত্তরঃ ক

প্রশ্নঃ ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
ক. ১৪ টাকা
খ. ৪২ টাকা
গ. ১২ টাকা
ঘ. ১০৫ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূলধন ১০৪০ টাকা হবে?
ক. মূলধন ৫০০ টাকা
খ. মূলধন ৫৫০ টাকা
গ. মূলধন ৬০০ টাকা
ঘ. মূলধন ৬৫০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একজন দোকানদার ৫টি লেবু যে দামে ক্রয় করে, ৪টি লেবু সেই দামে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে?
ক. ২০%
খ. ২৫%
গ. ৩০%
ঘ. ৪০%
উত্তরঃ খ

প্রশ্নঃ If an organization iincreases its staff salary by 25%. By what percent must it now decrease the salary to return to the original amount?/একটি প্রতিষ্ঠান তার কর্মচারীদের বেতন ২৫% বাড়ালো। এখন বেতন শতকরা কতভাগ কমালে তা পূর্বের বেতনের সমান হবে?
ক. 15
খ. 18
গ. 20
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন টাকা ৫ বছরে ৬% হার সুদে সুদে-আসলে ১৩০০ টাকা হয়, কত বছরে ঐ টাকা সুদে-আসলে ১৩৯০ টাকা হবে?
ক. ৬ বছরে
খ. ৬.৫ বছরে
গ. ৭ বছরে
ঘ. ৭.৫ বছরে
উত্তরঃ খ

প্রশ্নঃ ১০% হারে কত সময়ে ৫০০ টাকার সুদ ১০০ টাকা হবে?
ক. ৩ বছরে
খ. ২ বছরে
গ. ৪ বছরে
ঘ. ৫/২ বছরে
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি দ্রব্য ৯৬০ টাকায় বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?
ক. ৪%
খ. ৩%
গ. ৫%
ঘ. ২%
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮০% গনিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
ক. ১৫%
খ. ১১%
গ. ১২%
ঘ. ১০%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
ক. 16%
খ. 20%
গ. 25%
ঘ. 28%
উত্তরঃ গ

প্রশ্নঃ শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১২ বছরের সুদ ১৬২ টাকা হবে?
ক. ৩.০০ টাকা
খ. ২.৫০ টাকা
গ. ৩.৫০ টাকা
ঘ. ২.৭৫ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ব্যক্তি ৪৮০০ টাকার কিছু পরিমাণ টাকা ৫% মুনাফায় বিনিয়োগ করে এবং অবশিষ্ট টাকা ৪% মুনাফায় বিনিয়োগ করে। বছর শেষে ঐ ব্যক্তি ২০৪ টাকা মুনাফা করে। ৫% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন?
ক. ১৩০০ টাকা
খ. ১৪০০ টাকা
গ. ১৫০০ টাকা
ঘ. ১২০০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ If it is 300 km from Dhaka to Chittagong and 180 km from Dhaka to Comilla, what percentage of the distance from Dhaka to Comilla is the distance from Dhaka to Chittagong?/ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি. এবং ঢাকা হতে কুমিল্লার দূরত্ব ১৮০ কি.মি.। ঢাকা হতে কুমিল্লার দূরত্ব ঢাকা হতে চট্টগ্রামের দূরত্বের শতকরা কত অংশ?
ক. 40
খ. 50
গ. 60
ঘ. 70
উত্তরঃ গ

প্রশ্নঃ ৮টি কমলার ক্রয়মূল্য ৬টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?
ক. ১০০/৩
খ. ১৩.৩
গ. ৭৫
ঘ. ২৫
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি ফুটবল দল বছরে ১৫৪ টি খেলা খেলে। যদি জুন পর্যন্ত দলটি ৪০ টি খেলায় জয়লাভ করে এবং ২০ খেলায় পরাজিত হয়, তবে অবশিষ্ট খেলার মধ্যে কতটিতে জয়লাভ করলে তারা ৫০% জয় দিয়ে বছর শেষ করতে পারবে?
ক. ১৭
খ. ৭৭
গ. ৩৭
ঘ. ২৭
ঙ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
ক. ১২৮০
খ. ১২৮১
গ. ১৩১০
ঘ. ১৩১১
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!