পাটিগণিত-২৩

প্রশ্নঃ কোন পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের ৪০% ছাত্রী। পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৪০% এবং ছাত্রদের পাসের হার ৬০% হলে মোট পাশের হার?
ক. ৫২%
খ. ৫০%
গ. ৪৫%
ঘ. ৪০%
উত্তরঃ ক

প্রশ্নঃ How much interest will Tk.1000 earn in one year at an annual rate of 8% if the interest is compounded every 6 months?/বার্ষিক ৮% হার সুদে ষাণ্নাসিক চক্রবৃদ্ধিতে ১০০০ টাকার ১ বছরের সুদ কত?
ক. 82.4
খ. 82.0
গ. 81.6
ঘ. 80.0
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৩টি
উত্তরঃ ক

প্রশ্নঃ শতকরা বার্ষিক কত হার সুদে যে কোন মূলধন ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?
ক. ১০.০০ টাকা
খ. ১২.০০ টাকা
গ. ৭.৫০ টাকা
ঘ. ৫.০০ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ ৮% সরল মুনাফায় ৬০০০ টাকা বিনিয়োগে ৫ বৎসরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০০০০ টাকায় ৩ বৎসরে ঐ মুনাফা হবে?
ক. ১০%
খ. ১২%
গ. ৯%
ঘ. ৮%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?
ক. ১২০
খ. ১০০০
গ. ৭২০
ঘ. ৮০০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের ৮% কমিশন দিয়েও ১৫% লাভ করে। যে দ্রব্যের ক্রয়মূল্য ২৮০.০০ টাকা তার ধার্য মূল্য কত টাকা?
ক. ৩২৫.০০
খ. ৩৫০.০০
গ. ৪০০.০০
ঘ. ৫৬০.০০
উত্তরঃ খ

প্রশ্নঃ What was the rate of profit margin (in %) IF a motor bike which cost Tk. 50000 was sold for Tk. 52000?/৫০০০০ টাকার দ্রব্য ৫২০০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
ক. 8%
খ. 6%
গ. 4%
ঘ. 2%
উত্তরঃ গ

প্রশ্নঃ ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে?
ক. 70%
খ. 60%
গ. 30%
ঘ. কোনটি নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি ব্যবসায়ী ১২% লাভে কাপড় বিক্রয় করে ১২০০ টাকা লাভ করে। সে কত টাকার কাপড় ক্রয় করেছিল?
ক. ১০০০
খ. ১০০০০
গ. ১২০০
ঘ. ১২০০০
উত্তরঃ খ

প্রশ্নঃ দশ টাকায় ছয়টি করা লেবু কিনে প্রতিটি দুই টাকায় বেচলে শতকরা কত লাভ হবে?
ক. ১০%
খ. ২০%
গ. ১২.৫%
ঘ. ১৫%
উত্তরঃ খ

প্রশ্নঃ In an office , the ratio of female to male employees is 1 : 4. What percentage of the employees are male?/ একটি অফিসে মহিলা ও পুরুষ চাকুরীজীবীর অনুপাত ১ : ৪। চাকুরীজীবীদের শতকরা কতভাগ পুরুষ?
ক. 80
খ. 75
গ. 65
ঘ. 70
উত্তরঃ ক

প্রশ্নঃ যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
ক. ১৬%
খ. ২০%
গ. ২৫%
ঘ. ২৪%
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশটি পুরস্কার মোট প্রতিযোগীর শতকরা ৫ ভাগকে দেওয়া হয় এবং কেউই একটির বেশি পুরস্কার পায়নি। প্রতিযোগীর সংখ্যা কত?
ক. ১০০ জন
খ. ২০০ জন
গ. ৩০০ জন
ঘ. ৪০০ জন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি ১১০৫ টাকা পায়। তার আগের বেতন ছিল-
ক. ৭৫০ টাকা
খ. ৮৫০ টাকা
গ. ৯০০ টাকা
ঘ. ৯২০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
ক. ৭৫০ টাকা
খ. ৭০০ টাকা
গ. ৭২০ টাকা
ঘ. ৭৫ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যার ৮ শতাংশ বৃদ্ধ ভোটার। একটি নির্বাচনে বৃদ্ধ ভোটারদের ৮০ শতাংশ ভোট প্রদান করলে ভোট প্রাদান করলে ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটার সংখ্যার কত শতাংশ?
ক. ৪০
খ. ৬.৪
গ. ৮.০
ঘ. ১০
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে শতকরা লাভের হার কত?
ক. ২০%
খ. ২৫%
গ. ৩৩%
ঘ. ৩৫%
উত্তরঃ খ

প্রশ্নঃ শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ক. ৩%
খ. ৫%
গ. ৭%
ঘ. ১০%
উত্তরঃ ক

প্রশ্নঃ ২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% হার সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
ক. ১ টাকা
খ. ২ টাকা
গ. ৩ টাকা
ঘ. ৪ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ, সুদাসলের ১/৫ অংশ হবে?
ক. ৫%
খ. ১০%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ ক

প্রশ্নঃ What number divided by 250 gives 15%?/কোন সংখ্যাকে ২৫০ দ্বারা ভাগ করলে ভাগফল ১৫% এর সমান হয়?
ক. 25
খ. 15
গ. 45
ঘ. 60
ঙ. 80চ .37.5
উত্তরঃ চ

প্রশ্নঃ If a 10% deposit that has been paid toward the purchase of a certain product is tk 110. How much more remains to be paid?/একটি দ্রব্যের ক্রয়মূল্যের ১০% বাবদ ১১০ টাকা পরিশোধ করা হল। আর বকেয়া কত টাকা পরিশোধ করতে হবে?
ক. 880
খ. 990
গ. 1000
ঘ. 1100
ঙ. 1210
উত্তরঃ খ

প্রশ্নঃ ১০০ টাকার ১/২% সমান কত?
ক. ৫০ টাকা
খ. ০.৫০ টাকা
গ. ০.০৫ টাকা
ঘ. ৫ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি জিনিস ২৪ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক. ১৫ টাকা
খ. ১৬ টাকা
গ. ১৮ টাকা
ঘ. ২০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি জিনিস ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক. ২০০
খ. ৪০০
গ. ৩০০
ঘ. ৫০০
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৫% বৃদ্ধি পেয়ে বেতন ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
ক. ৫৫০০ টাকা
খ. ৫২৫০ টাকা
গ. ৫০০০ টাকা
ঘ. ৪৭৫০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ বার্ষিক ৫% চক্রবৃদ্ধি মুনাফায় রক্ষিত ১ লক্ষ টাকার একটি স্থায়ী আমানত কত বছরে দ্বিগুণ হবে?
ক. ১৮
খ. ১৬
গ. ১৪
ঘ. ১২
উত্তরঃ গ

প্রশ্নঃ ২ এর কত শতাংশ ৮ হবে?
ক. ২০০
খ. ৪০০
গ. ৩৪৫
ঘ. ৩০০
উত্তরঃ খ

প্রশ্নঃ ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?
ক. ৯.৬ কিলোগ্রাম
খ. ৪৮ কিলোগ্রাম
গ. ১১ কিলোগ্রাম
ঘ. ৫৬ কিলোগ্রাম
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!