পাটিগণিত-১৪

প্রশ্নঃ নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
ক. ০.৩
খ. √০.৩
গ. ১/৩
ঘ. ২/৫
উত্তরঃ ক

প্রশ্নঃ ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক. ২৩টি
খ. ২৫টি
গ. ২৭টি
ঘ. ২৯টি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন সংখ্যার ৬ গুণ থেকে ১৫ গুণ ৬৩ বেশি?
ক. ৬
খ. ৭
গ. ৩
ঘ. ৯
উত্তরঃ খ

প্রশ্নঃ দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্তাংশ ১৩। সংখ্যা দুটি কত?
ক. ৫২,৭০
খ. ২৬,৭৫
গ. ২৫,২৬
ঘ. ২৫,৭৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ √২ সংখ্যাটি কি সংখ্যা?
ক. একটি স্বাভাবিক সংখ্যা
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যদি n এবং p আযুগ্ন সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি আবশ্যই যুগ্ন সংখ্যা হবে?/If n and p are both odd numbers, which of the following number must be an even?
ক. n+p
খ. np
গ. np+2
ঘ. n+p+1/2
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কি কি?
ক. ৩৫,২৩
খ. ২০,৮
গ. ৩০,১৮
ঘ. ২৫,১৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ If the product of three consecutive integers is 210, then the sum of the two smaller integers is-/তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ২১০। ছোট দুটি সংখ্যার যোগফল কত?
ক. 5
খ. 11
গ. 20
ঘ. 13
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ৯১
খ. ১৪৩
গ. ৪৭
ঘ. ৮৯
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ৯১
খ. ৮৭
গ. ৬৩
ঘ. ৫৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২। বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়। সংখ্যা দুটি কত?
ক. ৭,৩
খ. ৮,৪
গ. ৯,২
ঘ. ৯,৪
উত্তরঃ ক

প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত?
ক. 99
খ. 89
গ. 79
ঘ. 69
উত্তরঃ ক

প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যা নির্নয় করুন যাহাদের বর্গের অন্তর ৪৭?
ক. ২১ এবং ২২
খ. ২২ এবং ২৩
গ. ২৩ এবং ২৪
ঘ. ২৪ এবং ২৫
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশ থেকে ১৭ বেশি। সংখ্যাটি কত?
ক. ৫২
খ. ৮৪
গ. ১০২
ঘ. ২০৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪০ সংখ্যাটি ∝ হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করিলে কি হবে?
ক. ∝ + ১১ = ৪০
খ. ∝ + ৪০ = ১১
গ. ∝ = ৪০ + ১১
ঘ. ∝ = ৪০ + ১
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করে ১৩০ যোগ করলে যোগফল ২৯৭ হবে?/When 175 is subtractted from a number and 130 is added to the difference, the result is 297. Find the number?
ক. ৬০২
খ. ২৫২
গ. ৩৪২
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
ক. ১/৮
খ. ১/৬
গ. ৩/৪
ঘ. ৫/২৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তিনটি ভিন্ন ভিন্ন ধনাত্নক পূর্ণসংখ্যার যোগফল তাদের গুণফলের সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
ক. ৩
খ. ২
গ. ১
ঘ. ০
উত্তরঃ গ

প্রশ্নঃ √৩ সংখ্যাটি কি সংখ্যা?
ক. একটি স্বাভাবিক সংখ্যা
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১০০৮ কতটি ভাজক আছে?
ক. ২০
খ. ২৪
গ. ২৮
ঘ. ৩০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ৭৫
উত্তরঃ ক

প্রশ্নঃ দুইটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দু’টি কত?
ক. ৪,৩
খ. ৭,৬
গ. ৮,৬
ঘ. ১০,৮
উত্তরঃ খ

প্রশ্নঃ ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
ক. ৫৮
খ. ৪২
গ. ৬৮
ঘ. ৬২
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার যোগফল ৫৬ এবং ল.সা.গু ৯৬ হলে সংখ্যাদ্বয় কত?
ক. ২৪ ও ৩২
খ. ৪০ ও ১৬
গ. ২৭ ও ৩০
ঘ. ২৪ ও ৩২
উত্তরঃ ক

প্রশ্নঃ How many prime numbers are there between 45 and 72?/৪৫ থেকে ৭২ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে?
ক. 5
খ. 6
গ. 7
ঘ. 8
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি সংখ্যা হতে ৩০১ যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
ক. ৩৪০
খ. ৩৪১
গ. ৩৪২
ঘ. ৩৪৪
উত্তরঃ খ

প্রশ্নঃ ১০৮ এর ৪ ⁄ ৯ অংশ = কত?
ক. ২৪
খ. ৩৬
গ. ৪৮
ঘ. ৬৪
উত্তরঃ গ

প্রশ্নঃ দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি উহার অংক দ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
ক. ৪৭
খ. ৩৬
গ. ২৫
ঘ. ১৪
উত্তরঃ গ

প্রশ্নঃ কে গণিতবিদ নন?
ক. ওমর খৈয়াম
খ. আল-খারিজমী
গ. ইবনে খালদুন
ঘ. উলুক বেগ
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, সংখ্যা দুইটি হবে–
ক. 50, 40
খ. 60, 50
গ. 60, 40
ঘ. 70, 60
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!