পাটিগণিত-০৪

প্রশ্নঃ এক কিলোমিটার সমান কত মাইল?
ক. ১.৬২ মাইল
খ. ০.৬৩ মাইল
গ. ০.৫৮ মাইল
ঘ. ০.৬২ মাইল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩ লিটার পানির ওজন–
ক. ২.৫ Kg
খ. ২.৭৫ Kg
গ. ৪.০০ Kg
ঘ. ৩.০০ Kg
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এক কিলোমিটার কত মাইলের সমান?/One kilometer is equivalent to how many miles?
ক. ৫/৮
খ. ১/২
গ. ৫/৪
ঘ. ৩/৪
উত্তরঃ ক

প্রশ্নঃ এক নটিক্যাল মাইলে কত মিটার?
ক. ১৮৫৩.১৮ মিটার
খ. ১৯৫০.২০ মিটার
গ. ১৯৫৩.১৮ মিটার
ঘ. ১৭৫০.১৮ মিটার
উত্তরঃ ক

প্রশ্নঃ ১ ট্রিলিয়ন সমান-
ক. একলক্ষ কোটি
খ. দশলক্ষ কোটি
গ. একশত কোটি
ঘ. এক হাজার কোটি
উত্তরঃ ক

প্রশ্নঃ এক বর্গইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার?
ক. ০.০৯২৯
খ. ৭.৩২
গ. ৬.৪৫
ঘ. ৬৪.৫০
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ বিলিয়ন হচ্ছে–
ক. এক কোটি
খ. দশ কোটি
গ. একশ কোটি
ঘ. এক হাজার কোটি
উত্তরঃ গ

প্রশ্নঃ ১০ মিলিয়নে কত কোটি?
ক. ১০০ কোটি
খ. ১ কোটি
গ. ১০ কোটি
ঘ. ০.১ কোটি
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
ক. ২.০৫৭৩৪
খ. ০.২০৫৭৩৪
গ. ০.০২০৫৭৩৪
ঘ. ২০.৫৭৩৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ সমুদ্রে পানির গভীরতা মাপার একক–
ক. মিটার
খ. ফ্যাদম
গ. কিলোমিটার
ঘ. ফুট
উত্তরঃ খ

প্রশ্নঃ এক বর্গকিলোমিটারের পরিমাপ–
ক. ৩০০ একর
খ. ৫৪০ একর
গ. ৪০০ একর
ঘ. ২৪৭ একর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৯ কোটি কত?
ক. এক মিলিয়ন
খ. ৯০ মিলিয়ন
গ. ৯ বিলিয়ন
ঘ. ৯০০ মিলিয়ন
উত্তরঃ খ

প্রশ্নঃ মেট্রিক পদ্ধতিতে ভরের একক বা পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-
ক. পাউন্ড
খ. গ্রাম
গ. কিলোগ্রাম
ঘ. মিলিগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বিবিয়ানা গ্যাস ফিল্ডে ১০ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ আছে। প্রতি বছর ১ লক্ষ মিলিয়ন ঘনফুট হারে উত্তোলন করা হলে কত বছরে এই ফিল্ড নিঃশেষ হবে?
ক. ১০
খ. ৫০
গ. ১০০
ঘ. ১০০০
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ ঘন মিটার= কত লিটার?
ক. ১০০ লিটার
খ. ১০০০ লিটার
গ. ১০০০০ লিটার
ঘ. ১০০০০০ লিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ ১০০০ কিলোগ্রাম= কত?
ক. ১০ কুইন্টাল
খ. ১০০ ডেকাগ্রাম
গ. ১০০ মেট্রিকটন
ঘ. ১০০০০ গ্রাম
উত্তরঃ ক

প্রশ্নঃ সময় পরিমাপে কোনটি সবচেয়ে বড়–
ক. মাইক্রোসেকেন্ড
খ. মিলিসেকেন্ড
গ. পিকোসেকেন্ড
ঘ. ন্যানোসেকেন্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ সেন্টিগ্রেড তাপমাত্রায় এক লিটার পানির ওজন–
ক. ১.৪ কেজি
খ. ১.২ কেজি
গ. .৯৬ কেজি
ঘ. ১.০ কেজি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১ ঘন মিটার পানির ভর হবে–
ক. ১ কেজি
খ. ১০ কেজি
গ. ১০০ কেজি
ঘ. ১০০০ কেজি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক গ্রামে কত মিলিগ্রাম?
ক. ১০
খ. ১০০
গ. ১০০০
ঘ. ১০০০০
উত্তরঃ গ

প্রশ্নঃ এক গ্যালন= কত লিটার?
ক. ৩.৫
খ. ৪
গ. ৪.৫৫
ঘ. ৫
উত্তরঃ গ

প্রশ্নঃ এক Cubic meter পানির ওজন কত?
ক. ১০০ লিটার
খ. ১০০০ লিটার
গ. ২৫০ লিটার
ঘ. ৫০০ লিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ কোটিতে কত মিলিয়ন হয়?
ক. ১০
খ. ২০
গ. ৫০
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ন্যানো অ্যাম্পিয়ার সমান-
ক. ১০৬ অ্যাম্পিয়ার
খ. ১০৯ অ্যাম্পিয়ার
গ. ১০-৬ অ্যাম্পিয়ার
ঘ. ১০-৯ অ্যাম্পিয়ার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তরল পদার্থ মাপার একক কি?
ক. টন
খ. বুশেল
গ. ব্যারেল
ঘ. কুইন্টাল
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রতি ব্যাক্তির রোজ ১০০০০ টি চাউল প্রয়োজন হলে ৫x১০২০ টি চাউলের স্টক দ্বারা পৃথিবীর ৫০০ কোটি লোককে কতদিন খাওয়ানো যাবে?
ক. ১০০ দিন
খ. এক লক্ষ দিন
গ. এক কোটি দিন
ঘ. ৫০০ কোটি দিন
উত্তরঃ গ

প্রশ্নঃ Which one is the smallest unit?/নিচের কোনটি ক্ষুদ্রাতম একক?
ক. Meter
খ. Centimeter
গ. Decimeter
ঘ. Kilometer
উত্তরঃ খ

প্রশ্নঃ দশ মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে প্রকাশ করলে হয়–
ক. ১০x১০-৩ ফ্যারাড
খ. ১০x১০-৬ ফ্যারাড
গ. ১০x১০-১ ফ্যারাড
ঘ. ১০x১০-৯ ফ্যারাড
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫০ মিলিয়নে কত কোটি?
ক. ৫০০ কোটি
খ. ৫ কোটি
গ. ৫০ কোটি
ঘ. ২০ কোটি
উত্তরঃ খ

প্রশ্নঃ এক একর সমান কত বর্গফুট?
ক. ১০০০
খ. ৪০০০০
গ. ৪৩৫৬০
ঘ. ৪৮৪০
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!