প্রশ্নঃ মাধ্যমিক একটি স্কুলের একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৬ : ৫। ঐ শ্রেণীতে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৭৭ হলে ছাত্রী সংখ্যা কত?
ক. ৩০
খ. ৩৫
গ. ৪০
ঘ. ৪৫
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি বাক্সের টুপির মধ্যে দুই-পঞ্চমাংশ লাল, এক চতুর্থাংশ নীল এবং বাকীগুলো সবুজ। সবুজ ও নীল টুপির অনুপাত কত?
ক. ৫ : ৮
খ. ৫ : ৭
গ. ৭ : ৮
ঘ. ৮ : ৭
ঙ. ৭ : ৫
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ১১,৯,৭ এবং ৪ বছর বয়সের চারজন ছাত্র কিছু টাকা তাদের নিজেদের মধ্যে বয়সের অনুপাতে ভাগ করে নিল। যদি কনিষ্ঠজন ১২০০ টাকা পায় তাহলে সর্বমোট টাকার পরিমাণ কত?
ক. ৯৬০০
খ. ৯৩০০
গ. ৯০০০
ঘ. ৮৬০০
উত্তরঃ খ
প্রশ্নঃ The ratiio of 1/4 to 3/5 is-/১/৪ : ৩/৫ কত?
ক. 1 to 3
খ. 5 to 12
গ. 12 to 20
ঘ. None of these
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি শ্রেণীতে ৩৬ জন ছাত্রী আছে এবং ঐ শ্রেণীতে ছাত্রী ও ছাত্রের অনুপাত ৯ : ১১। ঐ ক্লাশে শতকরা কতভাগ ছাত্রী?
ক. ২৫%
খ. ৩৩.৩৩%
গ. ৪৫%
ঘ. ৬৬.৬৬%
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ 261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
ক. 45
খ. 81
গ. 90
ঘ. 135
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০ কেজি পরিমাণ একটি স্পিরিট ও পানির মিশ্রণে পানির পরিমাণ ১০%। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে পানির পরিমাণ হবে ২৫%?
ক. ৪
খ. ৫
গ. ৮
ঘ. ৩০
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
ক. ২ গ্রাম
খ. ৩ গ্রাম
গ. ৬ গ্রাম
ঘ. ৮ গ্রাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তাহিয়ার আয়ের ৩৫% নারিয়ার আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
ক. ৭ : ৫
খ. ৪ : ৩
গ. ৫ : ৭
ঘ. ৪ : ৭
ঙ. ৩ : ৪
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?
ক. ২ লিটার
খ. ৪ লিটার
গ. ৬ লিটার
ঘ. ১০ লিটার
উত্তরঃ ক
প্রশ্নঃ ক,খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ,গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?
ক. ৫৫৫ টাকা
খ. ৩৩৩ টাকা
গ. ৭৭৭ টাকা
ঘ. ৮৮৮ টাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ ২৫ বছর আগে এক হালি কমলার দাম ১.০০ টাকা ছিল। বর্তমানে একটি কমলার দাম ৪.০০ টাকা হলে কমলার দাম কতগুণ বৃদ্ধি পেল?
ক. ৪ গুণ
খ. ৮ গুণ
গ. ১২ গুণ
ঘ. ১৬ গুণ
উত্তরঃ ঘ
গণিত, পাটিগণিত, আন্তর্জাতিক গণনা পদ্ধতি পরিমাপ ও একক:
প্রশ্নঃ One mile is equivalent tohow many kilometers?/১ মাইলে কত কিলোমিটার?
ক. 1 kilometer
খ. 1.6 kilometers
গ. 1.8 kilometers
ঘ. 2 kilometers
উত্তরঃ খ
প্রশ্নঃ How many centimeters make a meter?
ক. 30
খ. 50
গ. 75
ঘ. 100
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৫ মিলিয়ন = কত?
ক. ১৫০০০০০০০
খ. ১৫০০০০০০
গ. ১৫০০০০০
ঘ. ১৫০০০০
উত্তরঃ খ
প্রশ্নঃ ৩০০ কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করলে হয়—
ক. ১৫৬ মাইল
খ. ১৭৬ মাইল
গ. ১৬৬ মাইল
ঘ. ১৮৬ মাইল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১ টন কত কেজির সমান?
ক. ১০০০ কেজি
খ. ১০০৫ কেজি
গ. ১০১০ কেজি
ঘ. ১০১৬ কেজি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত কিউবিক সেন্টিমিটার (সি.সি) তে ১ লিটার হয়?
ক. ১০
খ. ১০০
গ. ১০০০
ঘ. ১০০০০
উত্তরঃ গ
প্রশ্নঃ ১ মণ কত কেজির সমান?
ক. ৩৭.৩২ কেজি
খ. ৪০ কেজি
গ. ৪৫ কেজি
ঘ. ৩৫.৪০ কেজি
উত্তরঃ ক
প্রশ্নঃ ১ কুইন্টাল সমান কত কেজি?
ক. ১০০০ কেজি
খ. ৫০০ কেজি
গ. ২০০ কেজি
ঘ. ১০০ কেজি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ C.G.S পদ্ধতিতে দৈর্ঘ্যরে একক/
ক. ডেকামিটার
খ. মিটার
গ. ডেসিমিটার
ঘ. সেন্টিমিটার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which one is the longest?/নিচের কোনটি বৃহত্তম একক?
ক. Meter
খ. Centimeter
গ. Decimeter
ঘ. Milimeter
উত্তরঃ ক
প্রশ্নঃ One kilogram is equal to/১ কেজি সমান–
ক. 2.21 lbs (পাউন্ড)
খ. 2.00 lbs (পাউন্ড)
গ. 2.32 lbs (পাউন্ড)
ঘ. 1.98 lbs (পাউন্ড)
উত্তরঃ ক
প্রশ্নঃ কত বর্গমিটার সমান ১ এয়র?
ক. ১০০০০
খ. ১০০০
গ. ১০০
ঘ. ১০
উত্তরঃ গ
প্রশ্নঃ One million two thousand and two is written as–
ক. 102002
খ. 1002002
গ. 100202
ঘ. None of these
উত্তরঃ খ
প্রশ্নঃ ১০০০ মিলিয়নে কত টাকা হয়?
ক. ১০০ কোটি
খ. ১০ কোটি
গ. ১০ লক্ষ
ঘ. ১০০ লক্ষ
উত্তরঃ ক
প্রশ্নঃ আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৫৮ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৩ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ এক সেন্টিমিটার সমান ০.৩৯৩৭ হলে এক কিলোমিটার সমান কত?
ক. ৩৯৩৭০ ইঞ্চি
খ. ৩৯.৩৭ ইঞ্চি
গ. ৩৯৩৭ ইঞ্চি
ঘ. ৩০.০৩৯৩৭ ইঞ্চি
উত্তরঃ ক
প্রশ্নঃ এক হেক্টর জমি বলতে বুঝায়-
ক. ১০০০০ বর্গমিটার
খ. ১০০০ বর্গমিটার
গ. ১০০ বর্গমিটার
ঘ. ১০ বর্গমিটার
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)