দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত কিছু সাধারণ জ্ঞান

  • বাংলাদেশি তৈরী পোশাকের ২য় বড় বাজার — USA (মার্কিন যুক্তরাষ্ট্র)।
  • বর্তমানে দেশে মোট স্থলবন্দর — ২৪ টি।
  • বর্তমানে দেশে স্থলবন্দর চালু আছে — ১২ টি।
  • দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট হলো — মারাকোসার।
  • ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম — রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম — গণভবন।
  • বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) — চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত।
  • পৃথিবীর সর্ববৃহৎ চিরহরিৎ বনাঞ্চল হলো — আমাজন।
  • “আদ্রিয়ান দরিয়া” হলো — ইরানের তেলবাহী ট্যাংকার যা মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত।
  • ইরানের তেলবাহী ট্যাংকার ‘আদ্রিয়ান দরিয়া’র পূর্বনাম — গ্রেস-১।
  • ভারতে প্রথমবারের মতো জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশ করে –১৯৫১ সালে।
  • ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলো — জওহরলাল নেহেরু।
  • “বিসিএসসিএল” এর পূর্ণরূপ হলো — বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।
  • দেশের সব টিভি চ্যানেল (৩৪টি টিভি চ্যানেল) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ফিড ব্যবহার করে পূর্ণাঙ্গ অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে — আগামী ০১ অক্টোবর, ২০১৯ থেকে।
  • ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হয়েছে — ০২ সেপ্টেম্বর, ২০১৯ থেকে।
  • বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে ভালো শহর হিসেবে শীর্ষে রয়েছে — ভিয়েনা (অস্ট্রিয়ার রাজধানী)।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত ৪র্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ — রাজহংস।
  • ব্রাজিলের প্রেসিডেন্টের নাম — জেইর বলসোনারো।
  • সম্প্রতি বাহামাতে আঘাত হানা ঘূর্ণিঝড় হলো — ডোরিয়ান।
  • “মুক্তিবাহিনী” গঠিত হয় — ১৯৭১ সালের ১১ জুলাই।
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ যুদ্ধ করেন — ৮ নম্বর সেক্টরে।

লিখেছেন:  এম এইচ মনির

আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!