দৈনন্দিন বিজ্ঞান

দৈনন্দিন বিজ্ঞান :

বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মা কাকে বলা হয়?উঃ রাজ কাঁকড়া
উদ্ভিদের জীবন্ত জীবাশ্মা কোনটি?উঃ Cycas
জীববিজ্ঞানের জনক কে?উঃ এরিস্টটল
কোন জলজ প্রাণী বাতাসে নিঃশ্বাস নেয়?উঃ শুশূক
ক্লোন পদ্ধতিতে জন্মগ্রাহনকারী প্রথম ভাড়ার নাম কি?উঃ ডলি | দৈনন্দিন বিজ্ঞান
সবচেয়ে বড় কোষ কোনটি?উঃ উট পাখির ডিম
ফুলকার সাহায্যে শ্বাসকার্য কে চালায়?উঃ মাছ
ত্বকের সাহায্যে শ্বাসকার্য কে চালায়?উঃ কেঁচো
শীতল রক্তের প্রানী কোনটি?উঃ ব্যাঙ
প্রাণী কোষের পাওয়ার হাউস?উঃ মাইটোকন্ড্রিয়া
প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?উঃ কেঁচো
সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?উঃ তেলাপোকা
বাদুর রাতের বেলা চলাচল করে?উঃ আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে
জীবাণু বিদ্যার জনক কে?উঃ ভন লিউয়েন হুক
মানবদেহের সবচেয়ে বড় কোষটি?উঃ নারীদের ডিম্বানু
মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষটি?উঃ পুরুষদের শুক্রাণু
পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি?উঃ বামন চিকা | দৈনন্দিন বিজ্ঞান
সবচেয়ে বড় ফুল কোনটি?উঃ র‍্যাফোসিয়া আরনন্ডি
শরীর বিদ্যার জনক কাকে বলা হয়?উঃ উইলিয়াম হার্ভে
সর্ব প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন কে?উঃ ভন লিউয়েন হুক
অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে?উঃ ডারউইন
উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?উঃ থিও ফ্রাসটাস
জীনের রাসায়নিক গঠন কী?উঃ ডিএনএ
সিনকোনা কি কাজে ব্যাবহৃত হয় ?উঃ ম্যালেরিয়া ঔষধ


প্রাণীজগতের শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী?উঃ সবুজ উদ্ভিদ
উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি?উঃ ফুল
সব চেয়ে বড় ঘাস কী?উঃ বাঁশ | দৈনন্দিন বিজ্ঞান
কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?উঃ সিনকোনা
কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?উঃ এসকর্বিক এসিড (Ascorbic Acid)
আঙ্গুরে কোন অ্যাসিড থাকে?উঃ টারটারিক এসিড

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!