জীব বিজ্ঞান-১০

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, জেনেটিক্স:

প্রশ্নঃ বিশ্বে প্রথম টেষ্ট টিউব বেবী কে?
ক. লুইস ব্রাউন (ইংল্যান্ড)
খ. টিমথি (প্যারিস)
গ. এরিক ব্রাউন (মিউনিক)
ঘ. জন এন্ডারসন (আয়ারল্যান্ড)
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মান হন?
ক. পারভীন ফাতেমা
খ. ফিরোজা বেগম
গ. রওশন জাহান
ঘ. কানিজ ফাতেমা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?
ক. ইউরাসিল
খ. গোয়ানিন
গ. পাইরিডক্সিন
ঘ. এ্যাসপারাজিন
উত্তরঃ খ

প্রশ্নঃ মানুষের দেহকোষে কয়জোড়া ক্রোমোজোম থাকে?
ক. ২৩ জোড়া
খ. ২৫ জোড়া
গ. ৩০ জোড়া
ঘ. ২০ জোড়া
উত্তরঃ ক

প্রশ্নঃ মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত?
ক. ৪৬টি
খ. ৪৪টি
গ. ৪২টি
ঘ. ৪০টি
উত্তরঃ ক

প্রশ্নঃ Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে-
ক. শেলী
খ. ডলি
গ. মলি
ঘ. নেলী
উত্তরঃ খ

প্রশ্নঃ ডি এন এ বিদ্যমান-
ক. সাইটোপ্লাজমে
খ. মাইটোকন্ড্রিয়ায়
গ. নিউক্লিয়াসে
ঘ. প্লাজমা মেমব্রেনে
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবী জন্ম হয়-
ক. আয়ারল্যান্ডে
খ. ফ্রান্সে
গ. জাপানে
ঘ. ইংল্যান্ডে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বংশগতির দুটি সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী?
ক. ডারউইন
খ. হেকেল
গ. মেন্ডল
ঘ. লিনিয়াস
উত্তরঃ গ

প্রশ্নঃ মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-
ক. এক জোড়া
খ. দুই জোড়া
গ. দুই জোড়া
ঘ. ২৩ জোড়া
উত্তরঃ ক

প্রশ্নঃ জোহান গ্রেগর মেন্ডেল ছিলেন একজন-
ক. ধর্মযাজক
খ. সমাজবিজ্ঞানী
গ. জীববিজ্ঞানী
ঘ. রসায়নবিদ
উত্তরঃ ক

প্রশ্নঃ মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে, তাদের কি বলে?
ক. ক্রোমোনেমা
খ. অটোসোম
গ. সেক্স-ক্রোমোজোম
ঘ. স্যাটেলাইট
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি জিনের সঙ্গে সম্পর্কিত?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রুণ বদল করা হয়-
ক. ৫ মে ১৯৯৪
খ. ৫ মে ১৯৯৪
গ. ৭ মে ১৯৯৪
ঘ. ৮ মে ১৯৯৫
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না?
ক. ডি.এন.এ
খ. আর.এন.এ
গ. প্রোটিন
ঘ. লিপিড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মানবদেহে জীনের সংখ্যা কত?
ক. ৪৬
খ. ৪৬০
গ. ৪৬০
ঘ. ৪০০,০০০
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২৫ জোড়া
খ. ২৬ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২৪ জোড়া
উত্তরঃ গ

প্রশ্নঃ Adult Cell ক্লোন করে কোন দেশে ্কটি ভেড়ার জন্ম হয়েছে-
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক

প্রশ্নঃ টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি?
ক. নতুন নতুন টিস্যু উৎপাদন
খ. উন্নতমানের বীজ উৎপাদন
গ. উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন
ঘ. উন্নতমানের জাত উৎপাদন
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশে প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয়?
ক. ২৭ মে
খ. ২৪ মে
গ. ৩০ মে
ঘ. ৩১ মে
উত্তরঃ গ

প্রশ্নঃ মানবদেহে সাধারণভাবে ক্রোমোসোম থাকে—-
ক. ২৫ জোড়া
খ. ২৪ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২০ জোড়া
উত্তরঃ গ

প্রশ্নঃ DNA অণুতে অনুপস্থিত-
ক. ইউরাসিল
খ. গোয়ানিন
গ. এডিনিন
ঘ. সাইটোসিন
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের প্রথম টেষ্ট টিউব বেবী লুইস ব্রাউনের জন্ম হয় কত সালে?
ক. ১৯৬৮
খ. ১৯৭৮
গ. ১৯৮৮
ঘ. ১৯৯৮
উত্তরঃ খ

প্রশ্নঃ দুটো প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত-
ক. দোয়াশ
খ. সংকর
গ. কৃত্রিম
ঘ. মিশ্র
উত্তরঃ খ

প্রশ্নঃ জীবের বংশগতির বাহক কোনটি?/জীবের বংশবৃদ্ধির বৈশিষ্ট্য বহন করে-
ক. ক্রোমোসোম
খ. প্রোটোপ্লাজম
গ. জীন
ঘ. জননকোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডি.এন.এ কে ছেদন করা হয়?
ক. Amylase enzyme
খ. Proteasse enzyme
গ. Restriction enzyme
ঘ. Cellulose enzyme
উত্তরঃ গ

প্রশ্নঃ জেনেটিক ইনফরমেশনের মূল একক কি?
ক. লুপ
খ. অনুলিপন
গ. ট্রিপলেট
ঘ. এ্যান্টিকোডন
উত্তরঃ খ

প্রশ্নঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি-
ক. কৃষি বিষয়ক বিজ্ঞান
খ. প্রাণী ও উদ্ভিদের বংশ বিস্তার বিষয়ক বিজ্ঞান
গ. শল্য চিকিৎসক বিষয়ক বিজহ্ঞান
ঘ. পরিবার পরিকল্পনা বিষয়ক বিজ্ঞান
উত্তরঃ খ

প্রশ্নঃ জীনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়-
ক. DNA
খ. RNA
গ. ATP
ঘ. TNA
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলে?
ক. অণুজীব
খ. জীন
গ. ক্লোন
ঘ. ভ্রুণ
উত্তরঃ গ

প্রশ্নঃ ধান গাছের ক্রোমোজম সংখ্যা কত?
ক. ১২টি
খ. ১৬টি
গ. ২০টি
ঘ. ২৪টি
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!