ঢাবি চ ইউনিট

চ ইউনিট (চারুকলা) ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি চ ইউনিট (চারুকলা) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০:

মোট বিভাগ- ৮ টি। 
আসন সংখ্যা – ১৩৫
বিভাগভিত্তিক আসন সংখ্যা-
অঙ্কন ও চিত্রায়ন – ৩০
গ্রাফিক ডিজাইন – ২৫
প্রিন্টমেকিং- ১২
প্রাচ্যকলা- ১৫
মৃৎশিল্প- ১০
ভাস্কর্য- ১০
কারুশিল্প – ১৫
শিল্পকলার ইতিহাস- ১৮


ভর্তি পরীক্ষার যোগ্যতা :

এসএসসি – ২০১৪, ২০১৫, ২০১৬,২০১৭
এইচএসসি- ২০১৯
জিপিএ- এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ৩.০০ সহ সর্বমোট ৬.৫০ হতে হবে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

ভর্তি পরীক্ষার খুঁটিনাটি:

মানবন্টন-
সাধারণ জ্ঞান – ৫০
অঙ্কন – ৭০
মোট – ১২০


উল্লেখ্য, পরীক্ষা দুটি অংশে অনুষ্ঠিত হয়। প্রথমাংশ ৫০ নম্বরের সাধারণ জ্ঞানে ঊত্তীর্ণ প্রথম ১,৫০০ জনকে দ্বিতীয়াংশ ‘অঙ্কন’- এর জন্য নির্বাচিত করা হবে।

‘সাধারণ জ্ঞান’ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কর্তন করা হবে।

‘অঙ্কন’ পরীক্ষায় শুধুমাত্র কাগজ দেওয়া হবে। বাকি সকল সরঞ্জাম যেমন- পেন্সিল, ইরেজার, কলম, পেপার ক্লিপ, বোর্ড ইত্যাদি পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে।

পরীক্ষার্থী কোনো অবস্থাতেই পরীক্ষার হলে বই, কাগজপত্র, ব্যাগ, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড সাথে আনতে পারবে না।

পাশ নম্বর- সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশ দুটো মিলে ৪৮।

লিখিত (MCQ) পরীক্ষা:১৪ সেপ্টেম্বর
অঙ্কন:২৮ সেপ্টেম্বর


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!