গীতিকবি ও গীতিকাব্য

গীতিকবিগীতিকাব্যের নাম-প্রকাশ-রচনাকাল
স্বর্ণকুমারীগাথা (১৮৮০), কবিতা ও গান (১৮৯৫)।
বিহারীলাল চক্রবর্তীপ্রেম প্রবাহিনী (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদা মঙ্গল (১৮৭৯)।
সুরেন্দ্রনাথ মজুমদারমহিলাকাব্য (১৮৮০), সবিতা সুদর্শন (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২)।
অক্ষয়কুমার বড়ালপ্রদীপ (১৮৮৪), এষা (১৯১৯)
দ্বিজেন্দ্রনাথ ঠাকুরস্বপ্নপয়ন (১৮৭৩)। গীতিকবি
কামিনী রায়আলো ও ছায়া (১৮৮৯), মাল্য ও নিমার্ল্য (১৯১৩), অশোক সঙ্গীত(১৯১৪), দীপ ও ধুপ (১৯২৯)।
দ্বিজেন্দ্রলাল রায়আর্যগাথা (১৮৮২), আষাঢ়ে (১৮৯৯), ত্রিবেনী (১৯১২)।
গোবিন্দ চন্দ্র দাসপ্রসূন (১২৯৪), প্রেম ও ফুল (১২৯৪), কুমকুম (১২৯৮), ফুল রেণু (১৩০৩)।
মোজাম্মেল হোসেনকুসুমাঞ্জলী (১৮৮২), প্রেমহার (১৮৯৮)।
সৈয়দ এমদাদ আলীডালি (১৯১২), হাজেরা (১৯১২)।
রবীন্দ্রনাথ ঠাকুরভানুসিংহের পদাবলী | গীতিকবি
রজনীকান্ত সেনবাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০), আনন্দময়ী (১৯১০)।
কায়কোবাদঅশ্রুমালা (১৮৯৫)।
অক্ষয়কুমার বড়ালপ্রদীপ, (১৮৮৪), এষা (১৯১৯)।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!