ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট গাইডলাইন

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট | পৃথিবীর সমস্ত ওযেবসাইটের মধ্যে একটি বড় অংশ দখল করে আছে ওয়ার্ডপ্রেস। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসেও ওয়ার্ডপ্রেস ডেভেলপারের চাহিদা তুঙ্গে। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না কিভাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়ার জার্নিটা শুরু করা যায়। তাদের জন্য আমার এই ন্যূনতম চেষ্টা। একদম স্কেচ 00 থেকে একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়ার জন্য যা যা করতে হবে বিস্তারিত আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করবো।

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরুটা কোথা থেকে করবো?

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট | এক কথায় যদি বলি হাতেখড়ি HTML, CSS, JS থেকে শুরু করতে হবে। নিচে আমি একটা লিস্ট দিয়ে দিলাম কোথা থেকে শুরু করতে হবে এবং কোনটার পর কোনটা এবং কি কি শিখতে হবে তার একটা ধারাবাহিক লিস্ট। HTML>CSS>Bootstrap>RWD(Media Query)>JS Basic>jQuery>jQuery Plugins>PSD to HTML>WordPress Dashboard/Basic>PHP Basic>WP Theme Development>PHP OOP>WP Plugin Development>Page Builder>PSD to Custom WordPress Site Development>Fundamental of Live Server

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট | উপরের দেওয়া টপিকগুলো কাভার করতে পারলে মোটামুটি যেকোনো ধরণের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েই করে ফেলতে পারবেন। তবে এর বাইরেও অনেক কিছু শিখার আছে। যেগুলো আপনি শিখতে শুরু করলে অথবা কাজ শুরু করলে আস্তে আস্তে শিখতে পারবেন। সবসময় মাথায় রাখতে হবে শিখতে গিয়ে যাতে ধৈর্য না হাড়িয়ে ফেলেন। উপরের দেওয়া টপিকগুলো নিয়ে স্টাডি করার সময় আর্নিংয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি যখন ভালোভাবে কাজ শিখবেন তখন টাকার পিছনে আপনাকে ছুটতে হবেনা। বরং টাকাই আপনার পিছনে ছুটবে।

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে কতদিন সময় লাগবে?

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট | উপরের দেওয়া টপিকগুলো কাভার করতে এক থেকে দুই বছর অথবা ব্যক্তিবিশেষে আরো কম-বেশি সময় লাগতে পারে। আপনি কি পরিমাণ সময় দিচ্ছেন, ডেইলি কত ঘণ্টা সময় দিচ্ছেন, বিষয়েগুলো আপনি কত দ্রুত আয়ত্ত করতে পারছেন, আগে থেকেই এই বিষয়ে আপনার কোনোকিছু জানা আছে কিনা ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে মোটামুটি স্ট্যান্ডার্ড লেবেলে পৌছাতে আপনার কতদিন সময় লাগবে। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো ধারাবাহিকতা বজায় রাখা। আপনি প্রতিদিন ৩০ মিনিট করে সময় দেন কিন্তু সেটা প্রতিদিন দিন। একদিন ৫ ঘণ্টা সময় দিলেন তারপরের দুইদিন এক মিনিটও সময় দিলেন না, এভাবে আসলে ভালোকিছু করা সম্ভব নয়। যেদিন আপনার একদম সময় নেই, আপনি চেষ্টা করুন সেই দিনেও আপনি অন্তত্য ১০ মিনিট সময় দিন। তাহলে ধারাবাহিকতাও বজায় থাকবে আর বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন খুব সহযে। তবে প্রত্যেকটি বিষয় রিভিশন দিতে একদম ভুলবেন না। সপ্তাহের ছয়দিনে আপনি যা শিখেছেন সপ্তমতম দিনে তা রিভিশন দিন।

কোথা থেকে শিখবেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট?

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখার জন্য ইন্টারনেটে যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে। তবে আপনাকে সেগুলো খুজে বের করে ধারাবাহিকভাবে সবকিছু গুছিয়ে নিতে হবে। আর আপনি যদি একেবারেই বিগেইনার হয়ে থাকেন এবং ইন্টারনেট থেকে খুজে বের করে স্টাডি করাটা ঝামেলার মনে করেন তবে আপনি ভালো দেখে একটা ট্রেইনিং সেন্টারে গিয়ে শিখতে পারেন। ট্রেইনিং সেন্টার বাছাই করার ক্ষেত্রে আপনার পরিচিত যারা এইসব বিষয়ে ভালো বুঝে তাদের পরামর্শ/সাহায্য নিন। ট্রেইনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে তাদের কোর্সের সিলেবাস/কারিকুলামটি ভালোভাবে দেখে নিন। তবে আমি ব্যক্তিগতভাবে ট্রেইনিং সেন্টারে গিয়ে শিখার থেকে অনলাইন রিসোর্স থেকে শিখাটাকে বেশি প্রাধান্য দেই। এখানে ক্লিক করে দেখেন নিন ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন ডেভেলপমেন্টের কিছু ফ্রি এবং পেইড রিসোর্সঃ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিসোর্স

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!