ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান

ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান :

বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?উঃ পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
মহাস্থানগড় কোথায় অবস্থিত?উঃ বগুড়া।
খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?উঃ মহাস্থানগড়।
বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?উঃ মহাস্থানগড়।
বৈরাগীর চাল কোথায় অবস্থিত?উঃ গাজিপুর।
আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?উঃ কুমিল্লার ময়নামতিতে।
রামুমন্দির কোথায় অবস্থিত?উঃ কক্সবাজারের রামু থানায়।
উত্তরা গনভবন কোথায়?উঃ নাটোর | গুরুত্বপূর্ন স্থান
কানত্মজীর মন্দির কোথায় অবস্থিত?উঃ দিনাজপুর।
বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?উঃ রাজশাহী।
পানাম নগর কোথায় অবস্থিত?উঃ সোনারগাঁয়ে।
আফগান দুর্গ কোথায় অবস্থিত?উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?উঃ নবাব আব্দুল গনি।
মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?উঃ মৌর্য যুগের।
সোমপুর বিহার কোথায় অবস্থিত?উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।
পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত?উঃ সোমপুর বিহার।
সোমপুর বিহার কে তৈরী করেন?উঃ শ্রী ধর্মপাল দেব।
সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?উঃ নওগাঁ জেলার সোমপুর বিহারে।
শালবন বিহার কোথায় অবস্থিত?উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে।
শালবন বিহার কে তৈরী করেন?উঃ রাজাধিরাজ ভবদেব।
আনন্দ বিহার কোথায় অবস্থিত?উঃ কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
আনন্দ বিহার কে তৈরী করেন?উঃ রাজা আনন্দ দেব।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?উঃ সীতাকোট বিহার।
সীতাকোট বিহার কোথায় অবস্থিত?উঃ দিনাজপুর।
সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?উঃ মূঘল আমলে।
বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন?উঃ ঈশা খাঁ | গুরুত্বপূর্ন স্থান
সোনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে?উঃ ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?উঃ মহাস্থানগড়।
পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?উঃ সোনারগাঁতে।
বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?উঃ সোনারগাঁতে।
সোনারগাঁয়ের পূর্ব নাম কি?উঃ সুবর্ণ গ্রাম।
ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?উঃ ১৬১০ সালে।
বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?উঃ সুবেদার ইসলাম খান।
তাঁরা মসজিদ কোথায় অবস্থিত?উঃ পুরানো ঢাকায়।
বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?উঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
মুজিব নগর কোথায় অবস্থিত?উঃ মেহেরপুর।
মহামুনি বিহার কোথায় অবস্থিত?উঃ চট্টগ্রামের রাউজানে।
ষাট গম্ভুজ মসজিদ কোথায় অবস্থিত?উঃ বাগেরহাট।
ষাট গম্ভুজ মসজিদ নির্মাণ করেন?উঃ খান জাহান আলী।
লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন?উঃ যুবরাজ মোহাম্মদ আযম।
লালবাগ কেল্লা কে নির্মাণ শেষ করেন?উঃ শায়েস্তা খান | গুরুত্বপূর্ন স্থান
লালবাগ কেল্লার আদি নাম কি?উঃ আওরঙ্গবাদ দুর্গ।

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!