এক নজরে বাংলাদেশের পয়েন্ট, সাগর ও ভ্যালি

০১। এলিফ্যান্ট পয়েন্ট- কক্সবাজার



০২। হিরণ পয়েন্ট- সুন্দরবনের দক্ষিণে



০৩। টাইগার পয়েন্ট- সুন্দরবনের দক্ষিণে



০৪। জাফর পয়েন্ট- দুবলার চরের অপর নাম

( সুন্দরবন)



০৫। লাবণী পয়েন্ট- কক্সবাজার সমুদ্র সৈকতে



০৬। জিরো পয়েন্ট- ঢাকা গুলিস্থান (নূর হোসেন চত্বর), বাংলাবান্ধা(তেতুলিয়া)


যত রকম সাগর:

০১। রাম সাগর- দিনাজপুর



০২। নীল সাগর- নীলফামারী



০৩। ধর্ম সাগর- কুমিল্লা



০৪। জয় সাগর- সিরাজগঞ্জ



০৫। বিজয় সাগর- রাজশাহী বিশ্ববিদ্যালয়



০৬। শহীদ সাগর- নাটোর



০৭। দূর্গা সাগর- বরিশাল

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

বাংলাদেশের ভ্যালি:

০১। ভেঙ্গি ভ্যালি- রাঙ্গামাটি (কাপ্তাই দ্বারা প্লাবিত)



০২। হালদা ভ্যালি- খাগড়াছড়ি



০৩। বলিশিয়া ভ্যালি- মৌলভীবাজার।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!