আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
একুশে ফেব্রুয়ারী | ০১। একুশের প্রথম ভাষা শহীদ- রফিক৷
০২। একুশে পদক প্রবর্তক করেন- জিয়াউর রহমান, (১৯৭৭)
০৩। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানটির গীতিকার- আব্দুল গাফফার চৌধুরী ।
০৪। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানটির প্রথম সুরকার- আব্দুল লতিফ ।
০৫। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানটির বর্তমান সুরকার- আলতাফ মাহমুদ ।
০৬।’সালাম সালাম হাজার সালাম’ গানটির গীতিকার- ফজল এ খোদা ।
০৭।’সালাম সালাম হাজার সালাম’ গানটির সুরকার- আবদুল জব্বার ।
০৯। ‘ভাষা আন্দোলন’ বিষয়ক উপন্যাস- আরেক ফাল্গুন ।
১০। ভাষা আন্দোলন বিষয়ক নাটক- ‘কবর’ ।
১১৷ একুশের প্রথম কবিতা- ‘কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ ৷ ১২৷ একুশের প্রথম কবিতার রচয়িতা- মাহবুবুল আলম চৌধুরী ৷
১৩৷ একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়- UNESCO.
১৪৷ UNESCO বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়- ১৯৯৯ সালে ।
১৫৷ সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়- ২০০০ সালে ৷
১৬৷ বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে- সিয়েরালিওন ৷
১৭৷ বর্তমান শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান | একুশে ফেব্রুয়ারী
আরো পড়ুন:
- রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- সাংবিধানিক পদ ও সাংবিধানিক সংস্থা
- মুজিবনগর সরকার যেভাবে গঠিত হয়
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম