ইউরোপের ইতিহাস

ইউরোপের ইতিহাস :

ইউরোপে রেনেসাঁ শুরু হয়ে?উঃ ১৪ শতাব্দীতে।
মধ্য ইউরোপের স্থলবেষ্টিত প্রজাতন্ত্র কোনটি?উঃ চেক প্রজাতন্ত্র।
চেচনিয়ান নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট-এর নাম কি?উঃ জওহার দুদায়েভ।
চেচনিয়ার দুর্ধর্ষ গেরিলা নেতার নাম কি?উঃ শামিল বাসায়েভ।
দুই জার্মান কবে একত্রিত হয়েছে?উঃ ০৩ অক্টোবর, ১৯৯০।
আইনষ্টাইন কবে জার্মানী ত্যাগ করেন?উঃ ২২ আগষ্ট, ১৯২২।
কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে?উঃ ০১ সেপ্টেম্বর, ১৯৩৯।
নুরেনবার্গে জার্মানীর বিচার কবে শুরু হয়?উঃ ২০ নভেম্বর, ১৯৪৫।
আধুনিক তুরস্কের জনক কে?উঃ কামাল আতাতুর্ক।
প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?উঃ আনাতোলিয়া।
ইস্তাম্বুলের পূর্ব নাম কি?উঃ বাইজেনটিয়াম ও কনস্টানটিনোপোল।
কামাল আতাতুর্ক কবে তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন?উঃ ০১ নভেম্বর, ১৯২২।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড কার অধীনে ছিল?উঃ জার্মানী | ইউরোপের ইতিহাস
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের জনসংখ্যার ১৭ শতাংশ নিহত হয়েছিল?উঃ পোল্যান্ড।
বসনিয়ার যুদ্ধ বিরতি স্বাক্ষরে মধ্যস্থতাকারী কে?উঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
বলকানের কসাই নামে পরিচিত কে?উঃ যুগোশ্লাভ একনায়ক স্লোবোদান মিলোসেভিচ।
আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়ানো প্রথম প্রেসিডেন্ট কে?উঃ স্লোবোদান মিলোসেভিচ।
যুগোস্লাভ পুলিশ কবে মিলোসেভিচকে কারাগারে প্রেরণ করে?উঃ ০১ এপ্রিল, ২০০১।
বিশ্ব মানচিত্র থেকে যুগোশ্লাভিয়ার নাম বিলুপ্ত হয়?উঃ ০৪ ফেব্রুয়ারী, ২০০৩।
বিলুপ্ত যুগোশ্লাভিয়ার নতুন নাম কি?উঃ সার্বিয়া ও মন্টিনিগ্রো।
কোন সালে বুলগেরিয়া প্রতিষ্ঠা হয়?উঃ ৬৮১ সালে।
বুলগেরিয়ার ইতিহাসে কবে প্রথমবারের মত অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়?উঃ ১৯৯০ সালে।
১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি?উঃ দ্বিতীয় ভার্সাই চুক্তি।
হিটলার কবে জার্মানীর চ্যান্সেলর হন?উঃ ১৯৩৩ সালে।
আধুনিক জার্মানীর প্রতিষ্ঠাতা কে?উঃ বিসমার্ক।
মার্শাল টিটো কে ছিলেন?উঃ যুগোশ্লোভিয়ার প্রেসিডেন্ট।
কোন দেশের প্রধানমন্ত্রির মর্যাদার ব্যক্তিকে চ্যান্সেলর বলে?উঃ জার্মানী | ইউরোপের ইতিহাস
জার্মান সাম্রাজ্যের প্রাচীন রাজাদের উপাধি কি ছিল?উঃ কাইজার।
সমাজতন্ত্র মতবাদের জনক কার্ল মার্কস কোন দেশের অধিবাসী?উঃ জার্মানী।
দুই জার্মানীকে বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর কবে তৈরী হয়?উঃ ১৯৬১ সালে।
বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায়?উঃ বেলজিয়াম।
একনায়ক চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?উঃ পোল্যান্ড।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার কোথায় হয়েছিল?উঃ নূরেমবার্গে।
নাৎসি দলের প্রতিষ্ঠাতা কে?উঃ হিটলার।
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি?উঃ গোষ্টপো।
আনুষ্ঠানিকভাবে দুই জার্মানী কবে একত্রিত হয়?উঃ ৩ অক্টোবর, ১৯৯০।
‘পিরামিড স্কিম’ কে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়?উঃ আলবেনিয়া।
ব্রান্ডেনবার্গ ফটক কোথায় অবস্থিত?উঃ বার্লিন।
কোন দেশের ট্রেড ইউনিয়নের নাম আলফা নামে পরিচিত?উঃ রুমানিয়া।
রুমানিয়ার সিংহাসনচ্যুত রাজা মিইকেল কোন দেশে নির্বাসিত হন?উঃ সুইজারল্যান্ড।
কোন দেশ বাইজেনটিয়াম নামে পরিচিত?উঃ তুরস্ক।
হাঙ্গেরীতে স্ট্যালিন বিরোধী বিপ্লব ঘটে?উঃ ১৯৫৬ সালে।
পান্না দ্বীপ কাকে বলা হয়?উঃ আয়ারল্যান্ড।
দক্ষিণ আয়ারল্যান্ড কয়টি কাউন্টি নিয়ে গঠিত?উঃ ২৬টি।
উত্তর আয়ারল্যান্ড কয়টি কাউন্টি নিয়ে গঠিত?উঃ ৬টি।
কোন দেশকে ‘ব্রেড বাস্কেট অব দ্যা সোভিয়েট ইউনিয়ন বলা হয়?উঃ ইউক্রেন।
সাবেক সোভিয়েটের সবচেয়ে জনবহুল প্রজাতন্ত্র ছিল কোনটি?উঃ ইউক্রেন।
আধুনিক ইতালীর জন্ম হয় কবে?উঃ সাভোয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের সময়।
মুসোলিনি কবে ইতালির স্বৈরশাসক নিযুক্ত হন?উঃ ৩০ অক্টোবর, ১৯২২।
মুসোলিনি কবে ইতালির সর্বময় ক্ষমতা দখল করে?উঃ ০৩ জানুয়ারী, ১৯২৫।
বেনিতো মুসোলিনিকে কবে হত্যা করা হয়?উঃ ২৮ এপ্রিল, ১৯৪৫।
ইতালির বানিজ্যিক রাজধানী কোথায় অবস্থিত?উঃ মিলান | ইউরোপের ইতিহাস
সাতবার ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন কে?উঃ গিউলিও আন্দ্রেওত্তি।
সক্রেটিসকে কবে মৃত্যুদন্ড দেয়া হয়?উঃ ৩৯৯ খ্রিষ্ট পূর্বাব্দে।
নভেম্বর-১৭ কি?উঃ গ্রিসের একটি চরমপন্থী দল।
জর্জিয়ার সুপ্রিম সোভিয়েত কি?উঃ জর্জিয়ার আইনসভা।
ডেনমার্কের নির্বাহী প্রধান কে?উঃ রানী।
স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মধ্যে ক্ষূদ্রতম দেশ কোনটি?উঃ ডেনমার্ক।
কয়টি ক্ষুদ্রদ্বীপ নিয়ে ডেনমার্ক গঠিত?উঃ ৪৮০টি।
পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড ও ফেরো কোথায় অবস্থিত?উঃ ডেনমার্ক।
ডেনমার্কের বর্তমান রানী কে?উঃ রানী ২য় মার্গারেট।
নরওয়ের নির্বাহী প্রধান কে?উঃ রাজা।
পশ্চিম ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?উঃ ফ্রান্স।
‘একশ দিনের শাসন বললে কার কথা মনে পড়ে?উঃ নেপোলিয়ন।
নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেয়া হয়?উঃ সেন্ট হেলেনা দ্বীপ।
ফরাসি বিপ্লবের সময়কাল কত?উঃ ১৭৮৯-১৭৯৩ খ্রিষ্টাব্দ।
ফরাসি বিপ্লব কবে অনুষ্ঠিত হয়?উঃ ১৭৮৯ সালে।
‘ওয়াটার লু’ যুদ্ধে কে পরাজিত হয়?উঃ নেপোলিয়ান বোনাপার্ট।
‘ওয়াটার লু’ যুদ্ধে জয়ী সেনাপতির নাম কি?উঃ ডিউক অব ওয়েলিংটন।
নেপোলিয়ান কখন মৃত্যুবরণ করেন?উঃ ১৮২১ সালে।
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?উঃ ষোড়শ লুই।
ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়?উঃ নেপোলিয়ানকে।
ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?উঃ ফ্রান্সে।
লেখনী দিয়ে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণাদানকারী দার্শনিক হলেন?উঃ রুশো ও ভলটেয়ার।
জোয়ান অব আর্কের নেতৃত্বে ফরাসি বাহিনী কবে অরলিয়ন্স দখল করে?উঃ ১৪৩১ সালে।
জোয়ান অব আর্ককে ডাইনি বলে কবে পুড়িয়ে মারা হয়?উঃ ১৪৩১ সালে।
ফ্রান্স কবে সর্বশেষ পারমানবিক বিস্ফোরণ ঘটায়?উঃ ৬ সেপ্টেম্বর, ১৯৯৫।
কোন দেশকে ‘সাদা রাশিয়া’ বলা হয়?উঃ বেলারুশ।
স্বাধীনতা প্রাপ্তির পূর্বে পর্যন্তু বেলারুশ কি নামে পরিচিত ছিল?উঃ বাইলোরাশিয়া।
‘দি হলি সী’ কি?উঃ ভ্যাটিকান সিটি।
ভ্যাটিকান সিটির আয়তন কত?উঃ ০.৪৪ বর্গ কি.মি.
ভ্যাটিকান সিটি-র চারদিকে কোন দেশ অবস্থিত?উঃ ইতালি | ইউরোপের ইতিহাস
ভ্যাটিকান সিটি কে শাসন করেন?উঃ পোপ নিযুক্ত একটি কমিশন।
কয়টি দ্বীপ নিয়ে মালটা কমিশন?উঃ ৩টি (মাল্টা, গোজে, কমিনো)।
মেনোকার রাষ্ট্রীয় প্রধান কে?উঃ যুবরাজ।
কোন দেশটি মূলত আমোদ কেন্দ্র হিসেবে খ্যাত?উঃ মেনোকা।
ইংল্যান্ড কে জয় করেন?উঃ নম্যান্ডির ডিউক প্রথম উইলিয়াম।
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল?উঃ ১৩৩৮ সালে।
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে পরিসমাপ্তি হয়েছিল?উঃ ১৪৫৩ সালে।
প্রথম রাণী এলিজাবেথ কবে ইংল্যান্ডের রাণী হয়েছিলেন?উঃ ১৫৫৮ সালে।
যুক্তরাজ্যের পার্লামেন্ট কয়টি কক্ষ ও কি কি?উঃ হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্স।
ইংল্যান্ডের প্রথম চালর্স কবে নিহত হন?উঃ ১৬৪৯ সালে।
ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?উঃ রবার্ট ওয়ালপোল।
ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে গঠিত হয়েছিল?উঃ ১৬০০ সালে।
প্রিন্সেস ডায়না কত তারিখে মারা যান?উঃ ৩১ আগষ্ট, ১৯৯৭।
প্রিন্সেস ডায়না যে টানেলে নিহত হন তার নাম কি?উঃ Pont De I Alma
রাজ পরিবাব থেকে প্রাপ্ত ডায়নার খেতাব কি ছিল?উঃ হার রয়্যাল হাইনেস্ ।
বিশ্বের প্রথম সংসদীয় শাসনব্যবস্থা কোথায় প্রচলিত হয়?উঃ ব্রিটেনে।
ইংল্যান্ডের কোন রাজাকে সর্বসমক্ষে মৃত্যুদন্ড দেয়া হয়?উঃ প্রথম চালর্স।
ইংল্যান্ডের সবচেয়ে পুরানো ও ধনী উপনিবেশ কি ছিল?উঃ বারমুডা।
ব্রিটেনের জাতীয় পতাকার নাম কি?উঃ ইউনিয়ন জ্যাক।
ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়?উঃ ১২১৫ সালে।
কোন ব্রিটিশ রাজকুমারী স্মলপক্স বা গুটিবসন্তে মারা যান?উঃ মেরি।
আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?উঃ রাশিয়া | ইউরোপের ইতিহাস
‘হার্টন কমিশন’ কেন গঠন করা হয়?উঃ ড. ডেভিড কেলির মৃত্যুর কারণ অনুসন্ধান।
জোসেফ স্ট্যালিনের মৃত্যু হয় কবে?উঃ ৫ মার্চ, ১৯৫৩।
স্ট্যালিনের মরদেহ কবে সমাধি থেকে সরিয়ে নেয়া হয়?উঃ ৩০ অক্টোবর, ১৯৬১।
বার্ট্যান্ড রাসেলকে পরমানু পরীক্ষা বিরোধীতার জন্য রাশিয়া সরকার গ্রেফতার করে?উঃ ১২ সেপ্টেম্বর, ১৯৬১।
ভারত ও রাশিয়ার মধ্যে কবে মস্কো চুক্তি স্বাক্ষরিত হয়?উঃ ১১ জুন, ১৯৭৬।
চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র কবে আণবিক দূূর্ঘটনা ঘটে?উঃ ২৯ এপ্রিল, ১৯৮৬।
সোভিয়েত ইউনিয়ন কবে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘটে?উঃ ২১ ডিসেম্বর, ১৯৯১।
দ্বিতীয় ক্যাথেলিন কবে রাশিয়ার জারিনা হয়েছিলেন?উঃ ১৭৮৭ সালে।
বাল্টিক অঞ্চলে রাশিয়ার শেষ সামরিক ঘাটি কোনটি?উঃ লাটভিয়ার স্ক্রুন্ডা রাডার বেজ।
রুশ জাপান শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ২৩ জুন ১৯১৬।
লেনিন কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন?উঃ ১৭ এপ্রিল, ১৯১৭।
লেনিন কবে মৃত্যুবরণ করেন?উঃ ২২ জানুয়ারী ১৯২৪।
পেত্রোগ্রাদের নাম কবে লেনিন গ্রাদ করা হয়?উঃ ২৬ জানুয়ারী ১৯২৪।
রুশ শাসন থেকে বেরিয়ে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে?উঃ ১৪ জুলাই, ১৯১৭।
লেনিনের নেতৃত্বে কবে বলশেভিকরা ক্ষমতা দখল করেন?উঃ ৭ নভেম্বর, ১৯১৭।
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম কি?উঃ কেজিবি।
২০০৪ সালে রাশিয়ার বেসলান শহরের জিম্মি ঘটনায় কতজন মারা যায়?উঃ ৩৯৪জন।
রাশিয়ার এ জিম্মি সংকটের মূল পরিকল্পনাকারীর নাম কি?উঃ শামিল বাসায়েভ।
ইউরোপের অন্যতম ক্ষুদ্ররাষ্ট্র কোনটি?উঃ লিচটেনস্টাইন।
বিশ্বের কোন দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বিদেশী?উঃ লিচটেনস্টাইন।
বিশ্বের কোন দেশের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ কৃষিজীবী?উঃ লিচটেনস্টাইন।
ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র কোনটি?উঃ সানমেরিনো।
কোন দেশে জন্মালে বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন, সেদেশের নাগরিক ও ভোটার বলে গন্য হয়?উঃ সানমেরিনো।


সুইডেনের রাষ্ট্র প্রধান কে?উঃ রাজা।
পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?উঃ সুইডেন।
সুইজারল্যান্ডের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?উঃ ৭ সদস্য বিশিষ্ট ফেডারেল কাউন্সিল।
প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?উঃ হেনরী আসকুইথ
রাণী প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভুত?উঃ টিউডর | ইউরোপের ইতিহাস
প্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা কে ছিলেন?উঃ ৬ষ্ঠ হেনরী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?উঃ উইন্সটন চার্চিল।
ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগান কি ছিল?উঃ স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্য।
কোন দূর্গ আক্রমনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়?উঃ বাস্তিল দূর্গ।
ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব?উঃ ব্রিটেন।
ইউরোপের কোন জেনারেল গৃহযুদ্ধের মাধ্যমে ১৯৩৯ সালে ক্ষমতায় আসেন?উঃ জেনারেল ফ্রাংকো।
ম্যাগনাকার্টা কি?উঃ বৃটিশ শাসনতন্ত্রের বাইবেল।
সিগমন্ড ফ্রয়েড কোন দেশের অধিবাসী?উঃ অষ্ট্রিয়ার।
১৯১৭ বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার রাজা কে ছিলেন?উঃ জার দ্বিতীয় নিকোলাস।
রাশিয়ার সর্বশেষ রাজা জার দ্বিতীয় নিকোলাস-এর রাজবংশের নাম কি?উঃ রোমানভ।
কোন দেশের পার্লামেন্টকে ‘আল পিঙ্গি’ বলে?উঃ আইসল্যান্ড।
মলোটভ রিবন থ্রোপ নামক চুক্তিটি স্বাক্ষর করেছিল?উঃ স্ট্যালিন ও মুসোলিনি।
গ্রীনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের?উঃ ডেনমার্ক।
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?উঃ এলিসি প্রাসাদ।
সাড়া জাগানো রুশ বিপ্লবের স্থায়ীত্বকাল কতদিন ছিল?উঃ ১০দিন।
গ্রিস সভ্যতা কবে গৌরবের শিখরে আরোহন করে?উঃ খ্রিষ্টপূর্ব ৫ম শতকে।
সমূদ্র পৃষ্ঠ থেকে ১১মিটার উচুঁতে অবস্থিত কোন দেশ?উঃ নেদারল্যান্ড।
কবে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে?উঃ ১০ম শতকে।
ইউরোপের মধ্যে সবচেয়ে প্রাচীনতম স্বাধীন দেশ কোনটি?উঃ লুক্সেমবার্গ।
সুইজারল্যান্ডের জেনেভায় কবে আর্ন্তজাতিক রেডক্রস স্থাপিত হয়?উঃ ১৮৬৩ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে?উঃ রাশিয়া।
অখন্ড ইউরোপের প্রবক্তা কে?উঃ মিখাইল গর্ভাচেভ।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কতটি রাষ্ট্র গঠিত হয়েছে?উঃ ১৫টি | ইউরোপের ইতিহাস

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!