আন্তর্জাতিক বিষয়াবলী-৩০

প্রশ্নঃ জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত-১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান–
ক. সপ্তম
খ. অষ্টম
গ. নবম
ঘ. দশম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আন্তর্জাতিক রেডক্রস’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. প্যারিস
খ. লন্ডন
গ. জেনেভা
ঘ. দি হেগ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সাফটা (SAFTA) চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
ক. ২১ মে, ১৯৯৩
খ. ৬ জানুয়ারি, ২০০৪
গ. ২ জানুয়ারি, ২০০৪
ঘ. ৮ সেস্পেম্বর, ২০০৩
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
ক. BIMSTEC
খ. CICA
গ. IORA
ঘ. SAARC
উত্তরঃ ক

প্রশ্নঃ A.F.P কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. ইংল্যান্ড
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক

প্রশ্নঃ গারুদা কোন্ দেশের বিমান সংস্থা
ক. গ্রিস
খ. জার্মানি
গ. ইন্দোনেশিয়া
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৮তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
ক. ব্রাসেলস, বেলজিয়াম
খ. বন, জার্মানি
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. তাওরামিনা, ইতালি
উত্তরঃ ক

প্রশ্নঃ The headquarter of WTO is in-/বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সদর দপ্তর কোন শহরে?
ক. New Work (নিউইয়র্ক)
খ. Geneva (জেনেভা)
গ. Vienna (ভিয়েনা)
ঘ. Washington D.C (ওয়াশিংটন ডি.সি.)
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গটিত হয়?
ক. ১৯৪৫
খ. ১৯৩৪
গ. ১৯৫৪
ঘ. ১৯৫০
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৪৪ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is Reuters‘রয়টার্স’ কি?
ক. A club একটি ক্লাব
খ. A TV station একটি টিভি কেন্দ্র
গ. A news agency সংবাদ সংস্থা
ঘ. A magazineএকটি পত্রিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা-
ক. ৫ জন
খ. ১০ জন
গ. ৬ জন
ঘ. ৮ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৮ মে ২০১৫ কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)- এর ১৫১তম সদস্য পদ লাভ করে?
ক. জর্ডান
খ. ঘানা
গ. উগান্ডা
ঘ. সান ম্যারিনো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
ক. নাইজেরিয়া
খ. ভারত
গ. মিশর
ঘ. আলজেরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ UNESCO’র ১১তম ও বর্তমান (২০১৭) মহাপরিচালক কে?
ক. আদ্রেঁ আজুলে (ফ্রান্স)
খ. সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)
গ. ইরিনা বোকোভা (বুলগেরিয়া)
ঘ. বাবাটুন্ডে ওসোতিমোহিন (নাইজেরিয়া)
উত্তরঃ ক

প্রশ্নঃ United Nation Conference on Trade and Development(UNCTD)-এর সদর দপ্তর কোথায়?
ক. হেগে
খ. জেনেভায়
গ. নিউইয়র্কে
ঘ. ক্যানবেরায়
উত্তরঃ খ

প্রশ্নঃ M-১৯’ কোন দেশের গেরিলা সংগঠন?
ক. ভারত
খ. কলম্বিয়া
গ. জাপান
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৫-২৮ এপ্রিল ১৯৫৫
খ. ২১-২৭ এপ্রিল ১৯৫৫
গ. ১৮-২৪ এপ্রিল ১৯৫৫
ঘ. ২২-২৮ এপ্রিল ১৯৫৫
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দেশ কমনওয়েলথ-এর সদস্যপদ প্রত্যাহার করেছে?
ক. জিম্বাবুয়ে ও গাম্বিয়া
খ. আয়ারল্যান্ড
গ. মালদ্বীপ
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Earth Summit’ held at Rio De Janeiro is concerned with:
ক. Population explosion
খ. World food problem
গ. Enviornment
ঘ. World trade
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৭ মার্চ ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়ন নিযুক্ত মধ্যপ্রাচ্যবিষয়ক দূত ফার্নান্দো জেলিস্তিনি কোন দেশের নাগরিক?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. ইতালি
ঘ. রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ স্থায়ী সালিশি আদালত (PCA)- এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১২১ টি
খ. ১২০ টি
গ. ১১৫ টি
ঘ. ১১৩ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়াশনের (CPA) বর্তমান (২০১৭) চেয়ারপারসন কে?
ক. মিক্কি রেটেল (কুক আইল্যান্ড)
খ. এমিলিয়া মনজোবা লিফাকা (ক্যামেরুন)
গ. নাফিস সাদিক (পাকিস্তান)
ঘ. ড. শিরীন শারমিন চৌধুরী (বাংলাদেশ)
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৫ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মুখ হিসা কিটুয়ি (কেনিয়া)
খ. হাওলিন ঝাও (চীন)
গ. আহমেদ বাহা (ইয়েমেন)
ঘ. আব্দুল্লাহ আল গণি (ওমান)
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-এর বর্তমান মহাসচিব কে?
ক. আবদুল আজিজ আল সৌদ
খ. আলী ইবনে ইব্রাহীম
গ. আইয়াদ বিন আমীন মাদানী
ঘ. ড. ইউসুফ বিন আল-ওথাইমিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৬৫
খ. ১৭০
গ. ১৬৭
ঘ. ১৭২
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৭তম ন্যাম (NAM) শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৭ – ১৮ সেপ্টেম্বর ২০১৬
খ. ১৬ – ১৭ সেপ্টেম্বর ২০১৬
গ. ২০ – ২২ সেপ্টেম্বর ২০১৬
ঘ. ০৬ – ০৮ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন রাষ্ট্র ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিযনের সদস্য নয়?
ক. জার্মানি
খ. ইতালি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন?
ক. ৯
খ. ৭
গ. ৬
ঘ. ২
উত্তরঃ ক

প্রশ্নঃ BIMSTEC’র দ্বিতীয় ও বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. এম শহীদুল ইসলাম (বাংলাদেশ)
খ. গোপালকৃষ্ণ গান্ধী (ভারত)
গ. শের বাহাদুর দেওবা (নেপাল)
ঘ. সুমিত নালানডালা (শ্রীলংকা)
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!