আন্তর্জাতিক বিষয়াবলী-২৮

প্রশ্নঃ সার্কভূক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় কোন দেশের সর্বাপেক্ষা অধিক?/ দক্ষিণ এশিয়ার কোন দেশের মাথা পিছু আয় সবচেয়ে বেশি?
ক. ভারত
খ. পাকিস্তান
গ. শ্রীলঙ্কা
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জাকার্তা, ইন্দোনেশিয়া
খ. সিউল, দক্ষিন কোরিয়া
গ. টোকিও, জাপান
ঘ. বেইজিং, চীন
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘আসিয়ান’ (ASEAN) এর সদর দপ্তর-
ক. ম্যানিলায়
খ. সিঙ্গাপুরে
গ. জাকার্তায়
ঘ. কুয়ালালামপুরে
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৯ সালে ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. গাম্বিয়া
ঘ. সৌদি আরব
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ
ক. ১৯৮২
খ. ১৯৮৫
গ. ১৯৮৪
ঘ. ১৯৮৩
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪৩তম জি-৭ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৬-২৭ মে ২০১৭
খ. ২৩-২৪ মে ২০১৭
গ. ২৮-২৯ মে ২০১৭
ঘ. ৩০-৩১ মে ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ শিশু অধিকার বিষয়ক কনভেনশন (UN convention on the rights of the child) কার্যকরী হয়েছে-
ক. ১৯৮৯ সাল থেকে
খ. ১৯৯০ সাল থেকে
গ. ২০০০ সাল থেকে
ঘ. ২০০২ সাল থেকে
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৫ ওএসসিই (OSCE)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. জো কিম গাউক (জার্মানি)
খ. ফিলিপ ভুজানোভিক (মন্টিনিগ্রো)
গ. ইভিকা দাচিচ (সার্বিয়া)
ঘ. ফিলিপ স্টার্ন (বেলজিয়াম)
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারী কাজকর্ম চলে?
ক. ৫ট যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, চীনা ও স্পান্যিশ
খ. ৬ট যথ- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্পান্যিশ ও আরবি
গ. ৩টি যথা- ইংরেজি, ফ্রেঞ্চ ও রুশ
ঘ. ৪টি যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও রুশ
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ৮৭টি
খ. ৮৫টি
গ. ৯৫টি
ঘ. ৯২টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৫ সালের বৈশ্বিক সমৃদ্ধি সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. অ্যাঙ্গোলা
খ. আইসল্যান্ড
গ. নরওয়ে
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১১৫ টি
খ. ১২৫ টি
গ. ১৩৫ টি
ঘ. ১৪০ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সার্কের (SARRC) জন্ম কোন তারিখে?
ক. ১৯৭৫ সালের ১৫ আগস্ট
খ. ১৯৮২ সালের ১২ নভেম্বর
গ. ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর
ঘ. ১৯৮৯ সালের ৬ জানুয়ারী
উত্তরঃ গ

প্রশ্নঃ ওয়াল স্ট্রীট জার্নাল কি?
ক. রাস্তা সংক্রান্ত খবর ছাপে এমন জার্নাল
খ. নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক দৈনিক
গ. লন্ডনভিত্তিক অর্থনৈতিক গবেষণা পত্রিকা
ঘ. একটি বিখ্যাত দেয়াল পত্রিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ GATT-এর পরিবর্তিত রূপ-
ক. ECO
খ. EEC
গ. IMF
ঘ. WTO
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর বর্তমান (২০১৭) প্রেসিডেন্ট কে?
ক. গিলবার্ট এফ. হিউংবো
খ. ফ্রান্সিস প্যাট্রিক মাসম্বু
গ. টমাস গ্রিমিনজার
ঘ. ম্যাথিয়াস জোনাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৩ অক্টোবর ২০১৫ কোন দেশ আর্কটিক চুক্তিতে অন্তর্ভুক্ত হয়?
ক. মঙ্গোলিয়া
খ. কাজাখস্তান
গ. পাকিস্তান
ঘ. আইসল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দশম জি-২০ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৫-১৬ নভেম্বর ২০১৫
খ. ১২-১৩ নভেম্বর ২০১৫
গ. ১২-১৩ নভেম্বর ২০১৫
ঘ. ১০-১১ নভেম্বর ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ IDA স্বল্পোন্নত দেশগুলিকে কোন জাতীয় ঋণ প্রদান করে থাকে?
ক. মাইক্রোক্রেডিট
খ. সফট লোন
গ. বাণিজ্যিক ঋণ
ঘ. পণ্য সাহায্য
ঙ. শিল্প ঋণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ৮ আগস্ট ২০১৫ কোন দেশ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)- এর ১৯১তম সদস্যপদ লাভ করে?
ক. কসোভো
খ. উত্তর কোরিয়া
গ. ইরান
ঘ. মিয়ানমার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. Pampanga (Philippines)
খ. Vientiane (Laos)
গ. Kuala Lumpur (Malaysia)
ঘ. Metro Manila (Philippines)
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশ প্রথম বাণিজ্য সহায়তা চুক্তি অনুমোদন করে?
ক. রাশিয়া
খ. চীন
গ. হংকং
ঘ. জাপান
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ৯-১০ নভেম্বর ২০১৬
খ. ৪-৫ নভেম্বর ২০১৬
গ. ৭-৮ নভেম্বর ২০১৬
ঘ. ১২-১৩ নভেম্বর ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ IFC is the part of following Organization?
ক. FBI
খ. World Bank
গ. IMF
ঘ. UNICEF
ঙ. UNDP
উত্তরঃ খ

প্রশ্নঃ OIC কোন সালে প্রতিষ্টিত হয়?
ক. ১৯৬৭ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০-১১ সেপ্টেম্বর ২০১৭
খ. ১২-১৩ সেপ্টেম্বর ২০১৭
গ. ৬-৭ সেপ্টেম্বর ২০১৭
ঘ. ৫-৬ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ অনুযায়ী কত সালের মধ্যে বিশ্বের দারিদ্র অর্ধেক কমিয়ে আনতে হবে?
ক. ২০১০ সালের মধ্যে
খ. ২০১৫ সালের মধ্যে
গ. ২০২০ সালের মধ্যে
ঘ. ২০৩০ সালের মধ্যে
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে-
ক. ইরাক
খ. সৌদি আরব
গ. কুয়েত
ঘ. ইরান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘V20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
ক. কৃষি উন্নয়ন
খ. দারিদ্র বিমোচন
গ. জলবায়ু পরিবর্তন
ঘ. বিনিয়োগ সম্পর্কিত
উত্তরঃ গ

প্রশ্নঃ যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়-
ক. প্যারিস
খ. ব্রাসেলস
গ. বন
ঘ. মাসট্রিচট
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!