আন্তর্জাতিক বিষয়াবলী-২৭

প্রশ্নঃ সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের ১৫তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. দুশানবে, তাজিকিস্তান
খ. তাসখন্দ, উজবেকিস্তান
গ. বেইজিং, চীন
ঘ. উফা, রাশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোপের স্বাধীনতাকামী সশত্র ও বিদ্রোহী সংগঠন ETA প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ৩১ জুন ১৯৫৮
খ. ৩১ জুলাই ১৯৫৯
গ. ৩১ মে ১৯৫৯
ঘ. ৩১ জুলাই ১৯৫৮
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল?
ক. ৩৮
খ. ৪০
গ. ৪২
ঘ. ৪৪
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
ক. কুয়েত
খ. নাইজেরিয়া
গ. সৌদি আরব
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
ক. সংযুক্ত আরব আমিরাত
খ. মিশর
গ. লেবানন
ঘ. ইয়েমেন
উত্তরঃ ক

প্রশ্নঃ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা কে?
ক. পল জুলিয়াস রয়টার
খ. স্ট্যলোন রয়টার
গ. আলবার্তো রয়টার
ঘ. এম রয়টার
উত্তরঃ ক

প্রশ্নঃ ৬ মার্চ ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) -এর ১৩৪তম সদস্য পদ লাভ করে?
ক. জিবুতি
খ. আফগানিস্তান
গ. গায়ানা
ঘ. গিনি
উত্তরঃ ক

প্রশ্নঃ উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বৎসর ধরে চলেছিল?
ক. ২ বৎসর
খ. ৮ বৎসর
গ. ৫ বৎসর
ঘ. ৬ বৎসর
উত্তরঃ খ

প্রশ্নঃ ৬ আগস্ট ২০১৫ স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে প্রথম বাণিজ্য সহায়তা চুক্তি অনুমোদন করে কোন দেশ?
ক. নাইজেরিয়া
খ. ইথিওপিয়া
গ. নাইজার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ-
ক. WPU
খ. IPO
গ. UPU
ঘ. IPU
উত্তরঃ গ

প্রশ্নঃ Which country has withdrawn its membership from Commonwelth?/কোন দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে?
ক. Pakistan
খ. Nigeria
গ. South Africa
ঘ. Zimbabwe
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৩ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯০৯ সালে
ঘ. ১৯১২ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. IDA
খ. IFA
গ. IMA
ঘ. ILO
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশীয় সহযোগিতা সংলাপ (ACD)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ৩৩ টি
খ. ৩৪ টি
গ. ৩৫ টি
ঘ. ২৯ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মিডিল ইস্ট নিউজ এজেন্সি’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. সিরিয়া
খ. কুয়েত
গ. মিশর
ঘ. ইরাক
উত্তরঃ গ

প্রশ্নঃ ইউরোপীয় পূনর্নির্মাণ ও উন্নয়ন ব্যাংক (EBRD)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ৬৮টি
খ. ৭০টি
গ. ৭২টি
ঘ. ৬৬টি
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর–
ক. ভিয়েনা
খ. বন
গ. জেনেভা
ঘ. রোম
উত্তরঃ ক

প্রশ্নঃ বেট্রন উডস ইনস্টিটিউশন বলা হয়-
ক. বিশ্বব্যাংক ও আইএমএফ
খ. ডব্লিউ টি ও
গ. জাতিসংঘ
ঘ. এডিবিকে
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৩তম APEC সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৮-১৯ নভেম্বর ২০১৫
খ. ১৫-১৬ নভেম্বর ২০১৫
গ. ১২-১৩ নভেম্বর ২০১৫
ঘ. ১১-১২ নভেম্বর ২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ কোন দেশ Interpol-এর ১৯২তম সদস্যপদ লাভ করে?
ক. মার্শাল দ্বীপপুঞ্জ
খ. তিউনিসিয়া
গ. ফিলিস্তিন
ঘ. সলোমন দ্বীপপুঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২৩তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-23 এর আয়োজক দেশ কোনটি?
ক. জার্মানি
খ. জাপান
গ. চীন
ঘ. ফিজি
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)-এর বর্তমান (২০১৬) মহাসচিব কে?
ক. কাইটেক লিম (দক্ষিণ কোরিয়া)
খ. মাশাতো ওয়াতানাবে (জাপান)
গ. কলিন রাড (যুক্তরাজ্য)
ঘ. রাহুল গান্ধী (ভারত)
উত্তরঃ ক

প্রশ্নঃ বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায়-
ক. সুইডেন, নরওযে, ফিনল্যান্ড
খ. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
গ. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ঘ. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তরঃ
ক. ভিয়েনা
খ. জেনেভা
গ. প্যারিস
ঘ. লন্ডন
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৬৪তম সদস্য দেশ কোনটি?
ক. ইরান
খ. ইরাক
গ. আফগানিস্তান
ঘ. লাইবেরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৪মে ২০১৬ আইসিএসআইডি (ICSID)-এর ১৫৩তম সদস্যদেশ কোনটি?
ক. নরওয়ে
খ. নিউজিল্যান্ড
গ. নাউরু
ঘ. নাইজার
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর সপ্তর বাংলাদেশে অবস্থিত?
ক. IJ O
খ. APEC
গ. SAARC
ঘ. ADB
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের নবম মহাসচিব কে?
ক. Vuk Jeremić
খ. António Guterres
গ. Srgjan Kerim
ঘ. Miroslav Lajčák
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪২তম জি৭-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. জাপান
ঘ. ইতালি
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?
ক. আরবি
খ. স্প্যানিশ
গ. রাশিয়ান
ঘ. জার্মান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর বর্তমান প্রশাসক কে?
ক. ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)
খ. জোয়াহের চরফি (মরক্কো)
গ. অসিম স্টেইনার (জার্মানি)
ঘ. জন এলিয়ানসন (সুইডেন)
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!