প্রশ্নঃ সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের ১৫তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. দুশানবে, তাজিকিস্তান
খ. তাসখন্দ, উজবেকিস্তান
গ. বেইজিং, চীন
ঘ. উফা, রাশিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইউরোপের স্বাধীনতাকামী সশত্র ও বিদ্রোহী সংগঠন ETA প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ৩১ জুন ১৯৫৮
খ. ৩১ জুলাই ১৯৫৯
গ. ৩১ মে ১৯৫৯
ঘ. ৩১ জুলাই ১৯৫৮
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল?
ক. ৩৮
খ. ৪০
গ. ৪২
ঘ. ৪৪
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
ক. কুয়েত
খ. নাইজেরিয়া
গ. সৌদি আরব
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
ক. সংযুক্ত আরব আমিরাত
খ. মিশর
গ. লেবানন
ঘ. ইয়েমেন
উত্তরঃ ক
প্রশ্নঃ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা কে?
ক. পল জুলিয়াস রয়টার
খ. স্ট্যলোন রয়টার
গ. আলবার্তো রয়টার
ঘ. এম রয়টার
উত্তরঃ ক
প্রশ্নঃ ৬ মার্চ ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) -এর ১৩৪তম সদস্য পদ লাভ করে?
ক. জিবুতি
খ. আফগানিস্তান
গ. গায়ানা
ঘ. গিনি
উত্তরঃ ক
প্রশ্নঃ উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বৎসর ধরে চলেছিল?
ক. ২ বৎসর
খ. ৮ বৎসর
গ. ৫ বৎসর
ঘ. ৬ বৎসর
উত্তরঃ খ
প্রশ্নঃ ৬ আগস্ট ২০১৫ স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে প্রথম বাণিজ্য সহায়তা চুক্তি অনুমোদন করে কোন দেশ?
ক. নাইজেরিয়া
খ. ইথিওপিয়া
গ. নাইজার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ-
ক. WPU
খ. IPO
গ. UPU
ঘ. IPU
উত্তরঃ গ
প্রশ্নঃ Which country has withdrawn its membership from Commonwelth?/কোন দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে?
ক. Pakistan
খ. Nigeria
গ. South Africa
ঘ. Zimbabwe
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৩ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯০৯ সালে
ঘ. ১৯১২ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. IDA
খ. IFA
গ. IMA
ঘ. ILO
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এশীয় সহযোগিতা সংলাপ (ACD)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ৩৩ টি
খ. ৩৪ টি
গ. ৩৫ টি
ঘ. ২৯ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মিডিল ইস্ট নিউজ এজেন্সি’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. সিরিয়া
খ. কুয়েত
গ. মিশর
ঘ. ইরাক
উত্তরঃ গ
প্রশ্নঃ ইউরোপীয় পূনর্নির্মাণ ও উন্নয়ন ব্যাংক (EBRD)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ৬৮টি
খ. ৭০টি
গ. ৭২টি
ঘ. ৬৬টি
উত্তরঃ ক
প্রশ্নঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর–
ক. ভিয়েনা
খ. বন
গ. জেনেভা
ঘ. রোম
উত্তরঃ ক
প্রশ্নঃ বেট্রন উডস ইনস্টিটিউশন বলা হয়-
ক. বিশ্বব্যাংক ও আইএমএফ
খ. ডব্লিউ টি ও
গ. জাতিসংঘ
ঘ. এডিবিকে
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৩তম APEC সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৮-১৯ নভেম্বর ২০১৫
খ. ১৫-১৬ নভেম্বর ২০১৫
গ. ১২-১৩ নভেম্বর ২০১৫
ঘ. ১১-১২ নভেম্বর ২০১৫
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ কোন দেশ Interpol-এর ১৯২তম সদস্যপদ লাভ করে?
ক. মার্শাল দ্বীপপুঞ্জ
খ. তিউনিসিয়া
গ. ফিলিস্তিন
ঘ. সলোমন দ্বীপপুঞ্জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২৩তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-23 এর আয়োজক দেশ কোনটি?
ক. জার্মানি
খ. জাপান
গ. চীন
ঘ. ফিজি
উত্তরঃ ক
প্রশ্নঃ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)-এর বর্তমান (২০১৬) মহাসচিব কে?
ক. কাইটেক লিম (দক্ষিণ কোরিয়া)
খ. মাশাতো ওয়াতানাবে (জাপান)
গ. কলিন রাড (যুক্তরাজ্য)
ঘ. রাহুল গান্ধী (ভারত)
উত্তরঃ ক
প্রশ্নঃ বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায়-
ক. সুইডেন, নরওযে, ফিনল্যান্ড
খ. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
গ. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ঘ. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তরঃ
ক. ভিয়েনা
খ. জেনেভা
গ. প্যারিস
ঘ. লন্ডন
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৬৪তম সদস্য দেশ কোনটি?
ক. ইরান
খ. ইরাক
গ. আফগানিস্তান
ঘ. লাইবেরিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৪মে ২০১৬ আইসিএসআইডি (ICSID)-এর ১৫৩তম সদস্যদেশ কোনটি?
ক. নরওয়ে
খ. নিউজিল্যান্ড
গ. নাউরু
ঘ. নাইজার
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর সপ্তর বাংলাদেশে অবস্থিত?
ক. IJ O
খ. APEC
গ. SAARC
ঘ. ADB
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতিসংঘের নবম মহাসচিব কে?
ক. Vuk Jeremić
খ. António Guterres
গ. Srgjan Kerim
ঘ. Miroslav Lajčák
উত্তরঃ খ
প্রশ্নঃ ৪২তম জি৭-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. জাপান
ঘ. ইতালি
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?
ক. আরবি
খ. স্প্যানিশ
গ. রাশিয়ান
ঘ. জার্মান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর বর্তমান প্রশাসক কে?
ক. ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)
খ. জোয়াহের চরফি (মরক্কো)
গ. অসিম স্টেইনার (জার্মানি)
ঘ. জন এলিয়ানসন (সুইডেন)
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)