আন্তর্জাতিক বিষয়াবলী-১২৫

প্রশ্নঃ পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ?
ক. অষ্টম
খ. নবম
গ. চতুর্থ
ঘ. তৃতীয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শুকতারা’ একটি-
ক. গ্রহ
খ. উপগ্রহ
গ. নক্ষত্র
ঘ. নীহারিকা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ দ্রাঘিমা রেখাগুলো-
ক. গোলাকৃতি
খ. ডিম্বাকৃতি
গ. অর্ধবৃত্তাকার
ঘ. চৌকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ভূপৃষ্টের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে–
ক. ঊষা
খ. গোধূলি
গ. গুরুবৃত্ত
ঘ. ছায়াবৃত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
ক. ২১ জুন
খ. ২৩ সেপ্টেম্বর
গ. ২২ ডিসেম্বর
ঘ. ২১ মার্চ
উত্তরঃ গ

প্রশ্নঃ গ্রিনউইচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত?
ক. সময়
খ. দুরত্ব
গ. ওজন
ঘ. দৈর্ঘ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক?
ক. সি-এফ-সি
খ. সি-এন-জি
গ. নিওন
ঘ. হিলিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাকাশ পর্যবেক্ষণের জন্য ভারত কবে প্রথমবারের মতো স্যাটেলাইট মহাকাশে পাঠায়?
ক. ২৫ সেপ্টেম্বর ২০১৫
খ. ৩০ সেপ্টেম্বর ২০১৫
গ. ২৮ সেপ্টেম্বর ২০১৫
ঘ. ৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন-
ক. মহাবিশ্ব ভেঙ্গে নতুন মহাবিশ্ব হচ্ছে
খ. মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমেই নিকটে আসছে
গ. মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে
ঘ. মহাবিশ্ব স্থির হচ্ছে
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্কট ক্রান্তি রেখা-
ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
গ. বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
ঘ. বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর আনুমানিক বয়স
ক. ৩৬০ কোটি বছর
খ. ৪৬০ কোটি বছর
গ. ৪৫০ কোটি বছর
ঘ. ৬০০ কোটি বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ 1st Baishakh is generally celebrated on which English Calendar date?/পহেলা বৈশাখ উদযাপিত হয় ইংরেজি পঞ্জিকার কোন তারিখে?
ক. 21-Feb
খ. 26-Mar
গ. 1-Apr
ঘ. 14-Apr
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
ক. ৭ মিনিট ৪০ সেকেন্ড
খ. ৮ মিনিট ২০ সেকেন্ড
গ. ৭ মিনিট ৩০ সেকেন্ড
ঘ. ৮ মিনিট
উত্তরঃ খ

প্রশ্নঃ Chlorofluro Carbon আবিষ্কার করেন?
ক. Prof a. Salam
খ. Prof A. Einstien
গ. Prof. T. Midgley
ঘ. Prof. M. Calvin
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সনে প্রথম নভোযান আকাশে পাঠানো হয়?
ক. ১৯৫৭
খ. ১৯৫৯
গ. ১৯৬১
ঘ. ১৯৬৩
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?
ক. ৬ ঘন্টা
খ. ৫ ১/২ ঘন্টা
গ. ৬ ১/২ ঘন্টা
ঘ. ৫ ঘন্টা
উত্তরঃ ক

প্রশ্নঃ সর্বশেষ কোন দেশ মহাশূন্যে মানুষ প্রেরণ করে?
ক. চীন
খ. ফ্রান্স
গ. বৃটেন
ঘ. রাশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অপর তিনটি থেকে আলাদা?
ক. ধ্রুবতারা
খ. বুধ
গ. শনি
ঘ. প্লুটো
উত্তরঃ ক

প্রশ্নঃ চন্দ্রগ্রহণের সময়-
ক. পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে
খ. চন্দ্র, সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে
গ. সূর্য, চন্দ্র ও পৃথিবীর মাঝে অবস্থান করে
ঘ. পৃথিবী ও চন্দ্র সোজসুজি অবস্থান করে
উত্তরঃ ক

প্রশ্নঃ রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
ক. নির্দিষ্ট ভূখণ্ড
খ. আইনের শাসন
গ. সরকার
ঘ. সার্বভৌমত্ব
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাকর্ষীয় তরঙ্গ কবে শনাক্ত হয়?
ক. ২০ সেপ্টেম্বর ২০১৫
খ. ১৮ সেপ্টেম্বর ২০১৫
গ. ১৪ সেপ্টেম্বর ২০১৫
ঘ. ১২ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-
ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিরক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে
ক. ২১ জুন
খ. ১ জানুয়ারি
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২২ ডিসেম্বর
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাকাশে সর্বাধিক সময় অবস্থানের রেকর্ড কার?
ক. নীল আর্মস্ট্রং
খ. ইউরি গ্যাগারিন
গ. ভ্যালেন্তিনা তেরেসকোভা
ঘ. গেন্নাদি পাদালকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড্রোনের জনক কে?
ক. জন স্টুয়ার্ট ফস্টার জুনিয়র
খ. ফস্টার স্টুয়ার্ট জুনিয়র
গ. জন স্টুয়ার্ট জুনিয়র
ঘ. উপরের কেউ না
উত্তরঃ ক

প্রশ্নঃ দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
ক. ২১ জুন
খ. ১ জুলাই
গ. ১ ডিসেম্বর
ঘ. ১ অক্টোবর
উত্তরঃ ক

প্রশ্নঃ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়-
ক. ২২ ডিসেম্বর
খ. ২২ এপ্রিল
গ. ২২ জুন
ঘ. ২৩ সেপ্টেম্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
ক. হেস
খ. গোল্ডস্টাইন
গ. রাদারফোর্ড
ঘ. আইনস্টাইন
উত্তরঃ ক

প্রশ্নঃ ইংরেজি বর্ষ পরিক্রমার পরপর দুটি ৩১ দিবস বিশিষ্ট মাস হল?
ক. মার্চ, এপ্রিল
খ. জুলাই, আগস্ট,
গ. ডিসেম্বর, জানুয়ারি
ঘ. খ অথবা গ
উত্তরঃ খ

প্রশ্নঃ কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে-
ক. উষ্ণমণ্ডল
খ. হিমমণ্ডল
গ. আপেক্ষিকমণ্ডল
ঘ. নিরক্ষীয় মণ্ডল
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!