আন্তর্জাতিক নদ নদী :
এশিয়ার বৃহত্তম নদী কোনটি? | ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কিমি)। |
ইয়াং সি কিয়াং কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। | চীন। |
এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? | সালউইন। |
এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি? | ইয়াং সি কিয়াং(৫৪৯৪ কিমি), ওব (৫৪১০ কিমি), ইনিসি (৪৫০৬ কিমি), হোয়াং হো (৪৩৪৪ কিমি), লেনা (৪৪০০ কিমি), ব্রহ্মপুত্র (২৭০০ কিমি)। |
আমুর নদীর উৎপত্তিস্থল কোথায়? | ইয়াব্লোনর পর্বত। |
আমুর নদীর দৈর্ঘ্য কত? | ২৮২৪ কিমি। |
আমুর নদী কোথায় পতিত হয়েছে? | ওখটস্ক উপসাগরে। |
দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি ? | সিন্ধু -২৮৮০, গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০। |
সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে | পাকিস্তান। |
সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? | আরব সাগরে। |
ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে? | পদ্মা (গঙ্গা) নদীতে। |
ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? | সানপো। আন্তর্জাতিক নদ নদী |
কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে? | ভারত ও পাকিস্তান। |
সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? | আরব সাগরে। |
গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? | বঙ্গোপসাগরে। |
ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? | তিব্বত, ভারত ও বাংলাদেশ। |
ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে ? | তিব্বত থেকে। |
টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত? | ইরাক, (১,৮৯৯ কিমি) । |
টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে? | পারস্য উপসাগরে। |
ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি? | ফোরাত নদী। |
ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? | ভলগা (৩৬৯০ কিমি) । |
ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? | রাশিয়া। |
ভলগা নদী কোথায় পতিত হয়েছে? | কাস্পিয়ান সাগরে। |
ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি? | দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম। |
দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়? | ব্ল্যাক ফরেস্ট থেকে । |
দানিউব নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? | রুমানিয়া ও যুগোশ্লাভিয়া। |
দানিউব নদী কোথায় পতিত হয়েছে? | কৃষ্ণ সাগর। |
আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে? | দানিউব নদীকে। |
কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? | টেমস। |
রাইন নদী উৎপত্তিস্থল কোথায়? | আল্পস পর্বতে। |
রাইন নদী কোথায় প্রবাহিত? | জার্মানী ও হল্যান্ড (৮২০ কিমি)। |
রাইন নদী কোথায় পতিত হয়েছে? | উত্তর সাগরে। |
উরাল নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত ? | রাশিয়া (২৫৩৩ কিমি)। |
উরাল নদী কোন সাগরে পতিত হয়েছে? | ক্যাস্পিয়ান সাগরে। |
আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? | নীলনদ (৬৬৫০ কিমি)। |
নীল নদ কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? | ইথিওপিয়া, সুদান, ও মিশর। |
নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত? | ১০ টি। আন্তর্জাতিক নদ নদী |
আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি? | নীলনদ, কঙ্গো (৪৮০০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)। |
জাম্বেসী নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? | জাম্বিয়া ও মোজাম্বিক। |
জাম্বেসী নদী কোথায় পতিত হয়েছে? | ভারত মহাসাগরে। |
কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে? | উত্তর প্রশান্ত মহাসাগরে। |
নাইজার নদী কোথায় পতিত হয়েছে? | দিনি উপসাগরে। |
উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? | মিসিসিপি-মিসৌরী (৬০২০ কিমি) |
মিসিসিপি নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? | যুক্তরাষ্ট্র। |
উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি? | ম্যাকেঞ্জি (৪২৪১ কিমি)। |
দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? | আমাজান (৬৪৩৭ কিমি)। |
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? | আমাজান। |
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? | আমাজান। |
আমাজান নদী কোথায় পতিত হয়েছে? | আটলান্টিক মহাসাগরে। |
কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? | আমাজান। |
আমাজান নদী দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘন ফুট পানি প্রবাহিত হয? | ৭২ লক্ষ ঘনফুট। |
ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি? | মারে ডালিং, অষ্ট্রেলিয়া (৩৭৮০ কিমি)। |
মারে ডালিং নদী কোন নদী সাগরে পতিত হয়েছে? | ভারত মহাসাগরে। |
নদীর পানি প্রবাহ পরিমাপের একক কি? | কিউসেফ। |
আমুদরিয়া কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? | পামীর মালভূমি। |
শিরদরিয়া কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে? | তিয়েনশান পর্বত। |
আমুদরিয়া ও শিরদরিয়া কোথায় পতিত হয়েছে? | আরল হ্রদে। |
কোন নদীতে মাছ বাঁচতে পারে না? | জর্ডান নদীতে। |
কোন নদী নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিরোধ চলছে? | রিও গেনডে নদী। আন্তর্জাতিক নদ নদী |