আন্তর্জাতিক দিবস

আন্তর্জাতিক দিবস :

নারীরা কবে প্রথম দৈনিক ১৬ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজের দাবীতে মিছিল বের করে?উঃ ৮ মার্চ, ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রে।
নারীরা কবে প্রথম সম-মুজুরী ও ভোটাধিকারের জন্য মিছিল করে?উঃ ৮ মার্চ, ১৯০২ সালে নিউইর্য়কে।
কখন থেকে জাতিসংঘ আর্ন্তজাতিক নারী দিবস পালন করে?উঃ ১৯৮৪ সাল | আন্তর্জাতিক দিবস
কখন থেকে মে দিবস পালন করা হয়?উঃ ০১ মে, ১৮৯০ সাল।
মে দিবস প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা প্রালনকারী চার শহীদ বীর কে কে?উঃ আলবার্ট আর পার্সনস, আগাষ্ট স্টাইজ, এ্যাডলফ ফিমার ও জর্জ এ্যাঙ্গেল।
৮ ঘন্টা কাজের দাবিতে কবেপ্রথম শ্রমিক ধর্মঘট হয়?উঃ ১৮৮৬ সালে সিকাগো শহরে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকেরা কবে ৮ ঘন্টা কর্মদিবসের দাবি প্রতিষ্ঠিত করে?উঃ ১ মে, ১৮৮৬ সালে।
বাংলাদেশে কবে থেকে মে দিবস পালন করা হয়?উঃ ১৯৭২ সাল।
বিশ্বে প্রথম কবে ট্রেড ইউনিয়ন গঠিত হয়?উঃ ১৮২৭ সালে।
কবে থেকে কল-কারখানায় ধর্মঘটের প্রথা শুরু হয়?উঃ ১৮৬২ সাল | আন্তর্জাতিক দিবস
ইউনেস্কো কবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে?উঃ ১৭ নভেম্বর, ১৯৯৯।
৮ মাচ কে কবে আর্ন্তজাতিক নারী দিবস ঘোষনা করা হয়?উঃ ১৯১০ সাল।
নববর্ষের হিসাব কবে থেকে শুরু হয়?উঃ প্রায় দুই হাজার বছর পূর্বে রোম সম্রাজ্যে।
রোমানদের বর্ষ শুরু হয় কোন তারিখে?উঃ ১ মার্চ।
রোমান বর্ষপঞ্জি কে সংস্কার করেন?উঃ সম্রাট সিজার। সোসিজেনিসের পরামর্শে।
বর্ষপঞ্জি সংস্কারের পরে ১ মার্চের পরিবর্তে নববর্ষ কত তারিখে হয়?উঃ ১ জানুয়ারী।
খ্রিষ্টাব্দ গণনা কি যিশুর জিবিত থাকতে শুরু হয়?উঃ না | আন্তর্জাতিক দিবস
খ্রিস্টাব্দ গণনার পূর্বে কিভাবে গণনা করা হত?উঃ রোম নগরীর প্রতিষ্ঠাকালকে ভিত্তি ধরে।
কে ১৫৮২ সালের ৫ অক্টোবরকে ১৫ অক্টোবর বলে গণনা করার সিদ্ধান্ত দেন?উঃ রোমের ত্রয়োদশ পোপ গ্রেগরি।
কবে ১২ আগষ্টকে আর্ন্তজাতিক যুব দিবস ঘোষনা করা হয়?উঃ ১৭ ডিসেম্বর, ১৯৯৯।
কবে থেকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে?উঃ ১৯৯২ সাল থেকে।
কবে থেকে বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস পালিত হয়?উঃ ১৯৯৩ সাল থেকে।
কবে থেকে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হচ্ছে?উঃ ২০০০ সাল থেকে।
কবে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালনের সিদ্ধান্ত গ্রহীত হয়?উঃ ১৯৯৫ সালে বেইজিং নারী সম্মেলন।
বিশ্ব সাংবাদিকতা দিবস কবে থেকে পালিত হয়?উঃ ১৯৯১ সাল।
কবে কোথায় প্রথম বিশ্ব মা দিবস পালিত হয়?উঃ ১০ মে, ১৯০৮ সালে, আমেরিকায়।
গ্রিস সরকার কোন বছরকে আর্ন্তজাতিক সক্রেটিস বর্ষ ঘোষণা করেছে?উঃ ২০০১ সাল।
কে প্রথম বর্ষপঞ্জি সংস্কার করেন?উঃ রোম সম্রাট জুলিয়াস সিজার।
রোম সম্রাট সিজার কবে প্রথম ক্যালেন্ডারে হাত দেন?উঃ ৪৬ খ্রিষ্ট পূর্বাব্দে।
জ্যোতিবিদগণ এক ক্যালেন্ডার বর্ষে কত দিন ধার্য করেছিলেন?উঃ ৩৬৫ দিন।
প্রথম প্রবর্তিত ক্যালেন্ডারে কয় দিনে মাস ধার্য ছিল?উঃ ৩০ দিন | আন্তর্জাতিক দিবস
প্রথম ক্যলেন্ডার কত সাল পর্যন্তু চালু ছিল?উঃ ১৬০০ সাল।
নতুন ক্যালন্ডারের প্রবর্তন করেন কে?উঃ পোপ গ্রেগরী। আন্তর্জাতিক দিবস
নতুন ক্যালেন্ডার প্রবর্তনের কারণ কি?উঃ ৩৬৫ দিনে বর্ষ ধরাতে ১০ দিনের গড়মিল দেখা দেয়া।
জানুয়ারী মাসের নাম করণ করা হয় কার নামানুসারে?উঃ রোমান দেবতা জেনাসের।
ফেব্র“য়ারী মাসের নামকরণ করা হয় কার নামানুসারে?উঃ রোমান ফেব্রুআরি (Februam) উৎসব থেকে।
মার্চ মাসের নাম করণ করা হয় কার নামানুসারে?উঃ রোমান যুদ্ধদেবতা মার্স (Mars) এর নামানুসারে।
এপ্রিল মাসের নাম করণ হয়েছে কিভাবে?উঃ ল্যাটিন শব্দ আপেরিরে (Aperire) হতে।
জুন মাসের নাম করণ করা হয় কার নামানুসারে?উঃ রোমান সম্রাট জুনিয়াস (Zunius)।
জুলাই মাসের নামকরণ করা হয় কার নামানুসারে?উঃ স্বর্গদেবী জুলিয়াস (Zulius)।
আগস্ট মাসের নামকরণ করা হয় কার নামানুসারে?উঃ রোম সম্রাট অগস্টাস (Agastas)।

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!