আন্তর্জাতিক দিবস :
নারীরা কবে প্রথম দৈনিক ১৬ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজের দাবীতে মিছিল বের করে? | উঃ ৮ মার্চ, ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রে। | |||
নারীরা কবে প্রথম সম-মুজুরী ও ভোটাধিকারের জন্য মিছিল করে? | উঃ ৮ মার্চ, ১৯০২ সালে নিউইর্য়কে। | |||
কখন থেকে জাতিসংঘ আর্ন্তজাতিক নারী দিবস পালন করে? | উঃ ১৯৮৪ সাল | আন্তর্জাতিক দিবস | |||
কখন থেকে মে দিবস পালন করা হয়? | উঃ ০১ মে, ১৮৯০ সাল। | |||
মে দিবস প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা প্রালনকারী চার শহীদ বীর কে কে? | উঃ আলবার্ট আর পার্সনস, আগাষ্ট স্টাইজ, এ্যাডলফ ফিমার ও জর্জ এ্যাঙ্গেল। | |||
৮ ঘন্টা কাজের দাবিতে কবেপ্রথম শ্রমিক ধর্মঘট হয়? | উঃ ১৮৮৬ সালে সিকাগো শহরে। | |||
মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকেরা কবে ৮ ঘন্টা কর্মদিবসের দাবি প্রতিষ্ঠিত করে? | উঃ ১ মে, ১৮৮৬ সালে। | |||
বাংলাদেশে কবে থেকে মে দিবস পালন করা হয়? | উঃ ১৯৭২ সাল। | |||
বিশ্বে প্রথম কবে ট্রেড ইউনিয়ন গঠিত হয়? | উঃ ১৮২৭ সালে। | |||
কবে থেকে কল-কারখানায় ধর্মঘটের প্রথা শুরু হয়? | উঃ ১৮৬২ সাল | আন্তর্জাতিক দিবস | |||
ইউনেস্কো কবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে? | উঃ ১৭ নভেম্বর, ১৯৯৯। | |||
৮ মাচ কে কবে আর্ন্তজাতিক নারী দিবস ঘোষনা করা হয়? | উঃ ১৯১০ সাল। | |||
নববর্ষের হিসাব কবে থেকে শুরু হয়? | উঃ প্রায় দুই হাজার বছর পূর্বে রোম সম্রাজ্যে। | |||
রোমানদের বর্ষ শুরু হয় কোন তারিখে? | উঃ ১ মার্চ। | |||
রোমান বর্ষপঞ্জি কে সংস্কার করেন? | উঃ সম্রাট সিজার। সোসিজেনিসের পরামর্শে। | |||
বর্ষপঞ্জি সংস্কারের পরে ১ মার্চের পরিবর্তে নববর্ষ কত তারিখে হয়? | উঃ ১ জানুয়ারী। | |||
খ্রিষ্টাব্দ গণনা কি যিশুর জিবিত থাকতে শুরু হয়? | উঃ না | আন্তর্জাতিক দিবস | |||
খ্রিস্টাব্দ গণনার পূর্বে কিভাবে গণনা করা হত? | উঃ রোম নগরীর প্রতিষ্ঠাকালকে ভিত্তি ধরে। | |||
কে ১৫৮২ সালের ৫ অক্টোবরকে ১৫ অক্টোবর বলে গণনা করার সিদ্ধান্ত দেন? | উঃ রোমের ত্রয়োদশ পোপ গ্রেগরি। | |||
কবে ১২ আগষ্টকে আর্ন্তজাতিক যুব দিবস ঘোষনা করা হয়? | উঃ ১৭ ডিসেম্বর, ১৯৯৯। | |||
কবে থেকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে? | উঃ ১৯৯২ সাল থেকে। | |||
কবে থেকে বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস পালিত হয়? | উঃ ১৯৯৩ সাল থেকে। | |||
কবে থেকে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হচ্ছে? | উঃ ২০০০ সাল থেকে। | |||
কবে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালনের সিদ্ধান্ত গ্রহীত হয়? | উঃ ১৯৯৫ সালে বেইজিং নারী সম্মেলন। | |||
বিশ্ব সাংবাদিকতা দিবস কবে থেকে পালিত হয়? | উঃ ১৯৯১ সাল। | |||
কবে কোথায় প্রথম বিশ্ব মা দিবস পালিত হয়? | উঃ ১০ মে, ১৯০৮ সালে, আমেরিকায়। | |||
গ্রিস সরকার কোন বছরকে আর্ন্তজাতিক সক্রেটিস বর্ষ ঘোষণা করেছে? | উঃ ২০০১ সাল। | |||
কে প্রথম বর্ষপঞ্জি সংস্কার করেন? | উঃ রোম সম্রাট জুলিয়াস সিজার। | |||
রোম সম্রাট সিজার কবে প্রথম ক্যালেন্ডারে হাত দেন? | উঃ ৪৬ খ্রিষ্ট পূর্বাব্দে। | |||
জ্যোতিবিদগণ এক ক্যালেন্ডার বর্ষে কত দিন ধার্য করেছিলেন? | উঃ ৩৬৫ দিন। | |||
প্রথম প্রবর্তিত ক্যালেন্ডারে কয় দিনে মাস ধার্য ছিল? | উঃ ৩০ দিন | আন্তর্জাতিক দিবস | |||
প্রথম ক্যলেন্ডার কত সাল পর্যন্তু চালু ছিল? | উঃ ১৬০০ সাল। | |||
নতুন ক্যালন্ডারের প্রবর্তন করেন কে? | উঃ পোপ গ্রেগরী। আন্তর্জাতিক দিবস | |||
নতুন ক্যালেন্ডার প্রবর্তনের কারণ কি? | উঃ ৩৬৫ দিনে বর্ষ ধরাতে ১০ দিনের গড়মিল দেখা দেয়া। | |||
জানুয়ারী মাসের নাম করণ করা হয় কার নামানুসারে? | উঃ রোমান দেবতা জেনাসের। | |||
ফেব্র“য়ারী মাসের নামকরণ করা হয় কার নামানুসারে? | উঃ রোমান ফেব্রুআরি (Februam) উৎসব থেকে। | |||
মার্চ মাসের নাম করণ করা হয় কার নামানুসারে? | উঃ রোমান যুদ্ধদেবতা মার্স (Mars) এর নামানুসারে। | |||
এপ্রিল মাসের নাম করণ হয়েছে কিভাবে? | উঃ ল্যাটিন শব্দ আপেরিরে (Aperire) হতে। | |||
জুন মাসের নাম করণ করা হয় কার নামানুসারে? | উঃ রোমান সম্রাট জুনিয়াস (Zunius)। | |||
জুলাই মাসের নামকরণ করা হয় কার নামানুসারে? | উঃ স্বর্গদেবী জুলিয়াস (Zulius)। | |||
আগস্ট মাসের নামকরণ করা হয় কার নামানুসারে? | উঃ রোম সম্রাট অগস্টাস (Agastas)। |
আরো পড়ুন:
- আফগানিস্থান সংকট
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- বঙ্গবন্ধু প্রসঙ্গ
- সৌদি ইরান দ্বন্দ্ব
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম