বাংলা সাহিত্য-৭৯

প্রশ্নঃ লোকসাহিত্য বলতে কি বুঝায়?
ক. ছড়া, গান, ধাঁধা, প্রবাদপ্রবচন
খ. কবিতা, গান
গ. উপন্যাস, নাটক
ঘ. প্রাচীন চিত্রকলা
উত্তরঃ ক

প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ–
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. মঙ্গলকাব্য
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় কোরআন শরীফ-এর অনুবাদক ‘ভাই গিরিশচন্দ্র সেন’ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দু ধর্ম
খ. খ্রিষ্ট ধর্ম
গ. ব্রাহ্ম ধর্ম
ঘ. নাথ ধর্ম
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি?
ক. গান
খ. কবিতা
গ. গল্প
ঘ. প্রবচন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. নাসির মাহমুদ
খ. আলাওল
গ. সৈয়দ সুলতান
ঘ. শাহ গরীবউল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পটুয়া’ সঙ্গীতের বিষয়বস্তু কোনটি?
ক. কৃষ্ণলীলা
খ. প্রকৃতি বন্দনা
গ. প্রেম
ঘ. শিব
উত্তরঃ ক

প্রশ্নঃ মধ্যযুগের শেষ্ঠ কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিদ্যাপতি
ঘ. বডু চন্ডীদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কাশীরাম দাস কোন বংশের কবি ছিলেন?
ক. দাস বংশের
খ. দেব বংশের
গ. রাম বংশের
ঘ. বৈষ্ণব বংশের
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. জ্ঞান দাস
ঘ. বডু চণ্ডীদাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গৌরাঙ্গ বিজয়’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. লোচন দাস
খ. চূড়ামণিদাস
গ. গোবিন্দ দাস
ঘ. জয়দেব
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রী চৈতন্যদেবের জন্মসাল কোনটি?
ক. ১৪৮৬ সাল
খ. ১৪৯২ সাল
গ. ১৪৯৮ সাল
ঘ. ১৫৩৩ সাল
উত্তরঃ ক

প্রশ্নঃ মেয়েলি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী কি নামে খ্যাত?
ক. রূপকথা
খ. উপকথা
গ. ব্রতকথা
ঘ. প্রবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
ক. দৌলত উজির বাহরাম খান
খ. মাগন ঠাকুর
গ. আলাওল
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কে ‘গুণরাজ খান’ উপাধি লাভ করেন?
ক. কৃত্তিবাস
খ. কাশীরাম দাস
গ. মালাধর বসু
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ গ

প্রশ্নঃ কৃষ্ণের স্বর্গীয় নাম কি?
ক. বিষ্ণু
খ. হরি
গ. অবতার
ঘ. ভগবান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নূরনামা, নসীয়তনামা, শহরনামা’ -কাব্যগুলোর রচয়িতা কে?
ক. মুহম্মদ কবীর
খ. মুক্তল হোসেন
গ. আবদুল হাকিম
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ মোঘল রাজসভার কবি ছিলেন কে?
ক. যশোরাজ খান
খ. নসরত শাহ
গ. বিদ্যাপতি
ঘ. আবুল ফজল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা—
ক. হায়াত মাহমুদ
খ. বাহরাম খান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. শেরবাজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার মধ্যযুগ-
ক. ৯০১ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
খ. ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ
গ. ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
ঘ. ১৮০০ খ্রিস্টাব্দ-বর্তমান
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের উপযোগী?
ক. লোক সাহিত্য
খ. ডাক ও খনার বচন
গ. পুঁথি সাহিত্য
ঘ. ব্রতকথা
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে?
ক. কৃত্তিবাস ওঝা
খ. কাশীরাম দাস
গ. শ্রীকর নন্দী
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি ভারতচন্দ্রকে ‘রায় গুণাকর’ উপাধি দেন কে?
ক. জমিদার রঘুনাথ
খ. মহারাজ কৃষ্ণচন্দ্র
গ. বল্লাল সেন
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?
ক. আরাকান রাজসভা
খ. কৃষ্ণনগর রাজসভা
গ. রাজা গণেশের রাজসভা
ঘ. লক্ষণসেনের রাজসভা
উত্তরঃ খ

প্রশ্নঃ মাগন ঠাকুর কে ছিলেন?
ক. রোসাঙ্গ রাজের সভাকবি
খ. একজন মুসলিম কবি
গ. রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী
ঘ. রোসাঙ্গ রাজের সমর কবি
উত্তরঃ গ

প্রশ্নঃ কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন-
ক. রাজা বিক্রমাদিত্যের
খ. রাজা কৃষ্ণচন্দ্রের
গ. রাজা ঈশ্বরচন্দ্রের
ঘ. রাজা চন্দ্রগুপ্তের
উত্তরঃ খ

প্রশ্নঃ চৈতন্য সমসাময়িক পদাকার কে?
ক. মুরারিগুপ্ত
খ. জ্ঞানদাস
গ. গোবিন্দদাস
ঘ. বলরামদাস
উত্তরঃ ক

প্রশ্নঃ বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কি?
ক. চণ্ডীদাস
খ. বড়ু
গ. অনন্ত
ঘ. অনন্ত বড়ু
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
ক. গীতগোবিন্দ
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপুরাণ
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
ক. শূণ্য পুরাণ
খ. ডাকার্ণব
গ. গীতি গোবিন্দ
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top