আন্তর্জাতিক বিষয়াবলী-৮৮

প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয় কবে?
ক. ৪ নভেম্বর ২০১৬
খ. ৩ নভেম্বর ২০১৬
গ. ২ নভেম্বর ২০১৬
ঘ. ১ নভেম্বর ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে-
ক. ১৫ আগস্ট, ১৯৪৫
খ. ৭ ডিসেম্বর, ১৯৪১
গ. ৭ মে, ১৯৪৫
ঘ. ১৪ ফেব্র“য়ারি, ১৯৪১
উত্তরঃ খ

প্রশ্নঃ নাফটার (North American Free Trade Agreement) সদস্য নয়-
ক. কানাডা
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. মেক্সিকো
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ১০ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) স্বাক্ষর করে?
ক. ওমান
খ. ইরান
গ. ইরাক
ঘ. ফিলিস্তিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু কোন দেশে অবস্থিত?
ক. সুইডেন
খ. বেলজিয়াম
গ. ইংল্যান্ড
ঘ. ইটালি
উত্তরঃ খ

প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল–
ক. ১৯৪৫ সালের আগস্ট মাসে
খ. ১৯৪৫ সালের মে মাসে
গ. ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
ঘ. ১৯৪৪ সালের আগস্ট মাসে
উত্তরঃ ক

প্রশ্নঃ ম্যাগনাকার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়?
ক. ১৫২১ সালের ১৫ জুন
খ. ১২১৩ সালের ৭ ডিসেম্বর
গ. ১২১৫ সালের ১৫ জুন
ঘ. ১৩২৫ সালের ৭ জুলাই
উত্তরঃ গ

প্রশ্নঃ ২২ এপ্রিল ২০১৬ কতটি দেশ ও সংস্থা প্যারিস চুক্তি স্বাক্ষর করে?
ক. ১৭৫টি
খ. ১৭০টি
গ. ১৮০টি
ঘ. ১৬৫টি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কতটি দেশের সাথে রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও দ্বৈত করারোপ পরিহার চুক্তি (DTAA) করেছে?
ক. ৩২টি
খ. ২৮টি
গ. ৩৫টি
ঘ. ৩০টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?
ক. সিমলা চুক্তি
খ. ক্রেমলিন চুক্তি
গ. মানবাধিকার চুক্তি ‘
ঘ. তাসখন্দ চুক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
ক. ১৯৪২
খ. ১৯৪৩
গ. ১৯৪১
ঘ. ১৯৪০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (TTIP) চুক্তি স্বাক্ষরিত হয়–
ক. যুক্তরাষ্ট্র ও ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনসের (USAN) মধ্যে
খ. যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়নের (AU) মধ্যে
গ. যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (EU) এর মধ্যে
ঘ. যুক্তরাষ্ট্র ও আরব লীগের মধ্যে
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির-
ক. বার্লিনে
খ. ন্যুরেমবার্গে
গ. হাইডেলবার্গে
ঘ. বনে
উত্তরঃ খ

প্রশ্নঃ ইনোসিস কি?
ক. বিভক্ত জার্মানির একত্রীকরণ
খ. সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
গ. ইতালির ঐক্য
ঘ. আরব ঐক্যের ডাক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কবে জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি স্বাক্ষর করে?
ক. ২৫ এপ্রিল ২০১৬
খ. ২০ এপ্রিল ২০১৬
গ. ২২ এপ্রিল ২০১৬
ঘ. ১৮ এপ্রিল ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৮ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল-
ক. ১৮১৪-১৮১৮
খ. ১৮৩৯-১৮৪৫
গ. ১৯১৪-১৯১৮
ঘ. ১৯৩৯-১৯৪৫
উত্তরঃ গ

প্রশ্নঃ আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. মিশর
খ. লেবানন
গ. বেনিন
ঘ. সুদান
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমপূর্ণ করে–
ক. ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ. ১৯৪৩ সালের ফেব্র“য়ারি মাসে
গ. ১৯৪৫ সালের মে মাসে
ঘ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
উত্তরঃ গ

প্রশ্নঃ Kyoto protocol কিসের সাথে সম্পর্কযুক্ত?
ক. পারমাণবিক অস্ত্র
খ. আন্তর্জাতিক বানিজ্য
গ. কৃষি
ঘ. পরিবেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?
ক. ১৯৮৯
খ. ১৯৯০
গ. ১৯৯১
ঘ. ১৯৯২
উত্তরঃ খ

প্রশ্নঃ শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
ক. দামেস্ক চুক্তি
খ. আলজিয়ার্স চুক্তি
গ. কায়রো চুক্তি
ঘ. বৈরুত চুক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তিতে চীন ও যুক্তরাষ্ট্র কবে অনুসমর্থন করে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ২৫ আগস্ট ২০১৬
ঘ. ৩ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে?
ক. ফেব্রুয়ারি ২০০৩
খ. মার্চ ২০০৩
গ. এপ্রিল ২০০৩
ঘ. মে ২০০৩
উত্তরঃ খ

প্রশ্নঃ START-2 কি?
ক. টিভিতে সম্প্রচাতি একটি সিরিয়াল
খ. বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
গ. কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ NAFTA (North American Free Trade Agreement) ভূক্ত দেশ কয়টি কি কি এবং উদ্দেশ্য কি?
ক. Mexico, Canada and USA : Trade without duty
খ. USA, UK, Germany : Agricultural Trade
গ. NATO countries : Free Trade
ঘ. North and South American countries : Free Trade
উত্তরঃ ক

প্রশ্নঃ ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন?
ক. জন
খ. জেমস
গ. এডওয়ার্ড
ঘ. জর্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি এর স্বাক্ষরকারী নয়-
ক. চীন
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?
ক. ডব্লিউটিও
খ. এনপিটি
গ. সিটিবিটি
ঘ. আইসিসি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইঙ্গ-মার্কিন বাহিনী কবে আফগান হামলা শুরু করে ছিল?
ক. ১ অক্টোবর ২০০১
খ. ৩ অক্টোবর ২০০১
গ. ৯ অক্টোবর ২০০১
ঘ. ৭ অক্টোবর ২০০১
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top