amarStudy.com এর শর্তাবলী:
amarStudy.com শিক্ষামূলক ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। amarStudy.com ওয়েবসাইটের একজন ব্যবহারকারী হিসেবে আপনি অবশ্যই আমাদের শর্তাবলীর সাথে একমত হয়েছেন। ব্যবহারকরীদের সুবিধার্থে এবং কল্যাণের জন্য আমরা কিছু শর্তাবলী জুড়ে দিয়েছি যা এই ওয়েবসাইটের একজন ব্যবহারকারী হিসেবে আপনাকে অবশ্যই মানতে হবে। নিচে আমাদের শর্তাবলী উল্লেখ করা হলো:
০১। এই ওয়েবসাইটে বিনামূল্যে এসএসসি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি এমনকি চাকুরীর প্রস্তুতির জন্যেও বহুনির্বাচনিমূলক মডেলটেস্ট পাবেন। অনলাইনে এসব ডায়নামিক মডেলটেস্টে আপনাকে অংশগ্রহণ করতে হলে অবশ্যই এই ওয়েবসাইটে আপনাকে একটি প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করা ব্যতীত আপনি শুধু এই ওয়েবসাইটের ব্লগ সেকশনের বিভিন্ন বিষয়বস্তু দেখতে পাবেন এবং তা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। এক্ষেত্রে উল্লেখ্য যে, অনলাইনে মডেলটেস্ট ব্যতীত সকলপ্রকার কার্যক্রম আমাদের ওয়েবসাইটে নিবন্ধন না করেও করতে পারবেন।
০২। আমাদের ওয়েবসাইটে আপনি সফলভাবে রেজিট্রেশন করার পরে আমরা আপনার প্রোফাইল পরীক্ষা-নিরীক্ষা করে দেখে তা অনুমোদন কিংবা আপনার নিবন্ধনের আবেদন বর্জন করার অধিকার amarStudy.com সংরক্ষণ করে। এই ওয়েবসাইটের একজন ব্যবহারকারী হিসেবে আপনার বিরুদ্ধে কোনোপ্রকার অনিয়ম কিংবা অসদাচরণ প্রমাণিত হলে amarStudy.com কতৃপক্ষ আপনার নিবন্ধন সাময়িকভাবে কিংবা স্থায়ীভাবে নিশিদ্ধ করার ক্ষমতা সংরক্ষণ করে।
০৩। অনুমতি ব্যতীত আপনি আমাদের কোনোপ্রকার বিষয়বস্তু অন্যকোথাও প্রকাশ করে থাকলে আপনাকে amarStudy.com থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। অথবা কোনো ব্যবহারকারী amarStudy.com এর কোনো নিয়ম লঙ্ঘণ করলে কোনো প্রকার সতকর্তামূলক বার্তা ছাড়াই সেই ব্যবহারকারীকে সাময়িকভাবে অথবা স্থায়ীভাবে নিশিদ্ধ করার ক্ষমতা সংরক্ষণ করে। তবে উল্লেখ্য যে, কোনো ব্যবহারকারী বহিষ্কার হওয়ার পরে আবেদন করা সাপেক্ষে পুণরায় একই কাজ না করার শর্তে amarStudy.com সেই ব্যবহারকারীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে, তবে ওই ব্যবহারকারী পুণরায় একই কাজে জড়িত হলে পরবর্তীতে তার কোনো আবেদন গ্রহণযোগ্য হবেনা।
০৪। amarStudy.com এর কোনো ব্যবহারকারী যেকোনো প্রকার সমস্যায় পড়লে আমাদের সাথে একাধিক পদ্ধতিতে যোগাযোগ করতে পারবে। আমাদের সাথে যোগাযোগ করার পরবর্তী ৩ কর্মদিবসের মধ্যে আমাদের সহয়তাকারী দল ওই ব্যবহারকারীর সমস্যা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে বাধ্য থাকিবে।
০৫। উপরিউক্ত শর্তাবলী amarStudy.com যেকোনো সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। আমাদের কোনো শর্তবালী পরিবর্তন করা হলে ব্যবহারকারীদের অবহিত করেই তা করা হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, amarStudy.com ব্যবহারকারীদের কল্যাণের জন্যই শর্তবলীর আংশিক কিংবা সম্পূর্ণ শর্তাবলী সংযোজন-বিয়োজন অথবা পরিবর্তন করার ক্ষমতা রাখে।
০৬। amarStudy.com এর ব্যবহারকারীদের উপরের শর্তবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরো দেখুন: আমাদের নীতিমালা