পৃথিবীটা ব্যাকবেঞ্চারদের দখলে : দেবী শেঠি
দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় স্কুলের পরীক্ষায় ফেল করেছিলেন দেবী প্রসাদ শেঠি। মেডিকেল কলেজেও প্রথম দফায় ভর্তি হতে পারেননি। এখন তিনি উপমহাদেশের সবচেয়ে খ্যাতিমান হার্ট সার্জন। চেষ্টা, অধ্যবসায়, পরিশ্রম ও বড় স্বপ্ন দেখার সাহস তাঁকে আজ এ জায়গায় নিয়ে এসেছে। নারায়ণা হেলথ নামে একটি হাসপাতাল চেইন প্রতিষ্ঠা করেছেন এই ভারতীয় চিকিৎসক। নিজের সাফল্য-ব্যর্থতার গল্প দেবী শেঠি …