প্রিলিমিনারি টেস্ট-০৫

উত্তরমালা নিচে দেওয়া আছে

১। মনোরঞ্জিকা পত্রিকাটি কে সম্পাদনা করতেন?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর
খ.ভল্লব সেন
গ.মধুকর গুপ্ত
ঘ.কৃষ্ণচন্দ্র মজুমদার

২। ফর্দ শব্দের অর্থ কি?
ক.তালিকা
খ.পালকি
গ.কড়ি
ঘ.তালা

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

৩। নীহার শব্দের অর্থ কোনটি—
ক. তুষার
খ. কাদা
গ. পানি
ঘ. সাগর

৪। বাদলের ধারা ঝরে ঝর ঝরে এই বাক্যটিতে কারক ও বিভক্তি কোনটি?
ক.কর্মে ৬ষ্ঠী
খ.অপাদানে ৬ষ্ঠী
গ.সম্পাদানে ২য়া
ঘ.অধিকরণে ৩য়া

৫। নির্ভুল বানান কোনটি?
ক.মুহুর্মুহু
খ.মুর্হমুহ
গ.মুহূর্মুহ
ঘ.মুর্হূর্মুহু

৬। জিন্দাবাদ কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ.উর্দু
গ. বাংলা
ঘ. ফারসি

৭। শৃগালবৃত্তি শব্দের অর্থ কি?
ক.সুযোগ সন্ধানী
খ.বুদ্ধিমান ব্যক্তি
গ.কার্যসিদ্ধিতে কৌশলের আশ্রয়
ঘ.ঠকবাজ

৮। প্রশ্ন: মধ্যযুগের অবসান ঘটে কখন?
ক.রবীন্দ্রনাথের আগমনে
খ.ফকির গরিবুল্লার মৃত্যুর পর
গ.ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে
ঘ.চর্যাপদের ব্যাখ্যার পর

৯। উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?
ক. ফকির শাহ
খ.লালন শাহ
গ.ভবানী চন্দ্র
ঘ.নকুল রাম

১০। চর্যাপদ যে বাঙ্গালির – একথা প্রমাণ করে ছাড়েন
কে?
ক.ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ.আব্দুল হাই
গ.লুৎফর রহমান
ঘ.মুহম্মদ শহীদুল্লাহ

১১। ‘ভাষা আন্দোলন’ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক.একাত্তরের দিনগুলি
খ.কলিমদ্দি দফাদার
গ.আরেক ফাল্গুন
ঘ.ঘাতক

১২। ‘সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে।’ এ বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
ক.অব্যয়
খ.বিশেষ্য
গ.বিশেষণ
ঘ.সর্বনাম

১৩। দেয়াল রচনাটি কার লেখা?
ক.মানিক বন্দ্যোপাধ্যায়
খ.আবুজাফর উবায়দুল্লাহ
ঘ.আহসান হাবীব
ঘ.হুমায়ূন আহমেদ

১৪।বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
ক.বনফুল
খ.যাযাবর
গ.হুতোম পেঁচা
ঘ.লোহিত

১৫। চশমা কোন ভাষার শব্দ?
ক.ফারসি
খ.আরবি
গ.উর্দু
ঘ.পর্তুগিজ

১৬। সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি, কার লেখা উক্তি?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর
খ.গোলাম মোস্তফা
গ.দ্বিজেন্দ্রলাল রায়
ঘ.বিভুতি ভূষণ

১৭। গোকুলের ষাঁড় বাগধারাটির অর্থ কি ?
ক.অযাচিত
খ.স্বেচ্ছাচারী
গ.শেষ সম্বল
ঘ.তোষামোদ

১৮। কাজলকালো কোন সমাস?
ক.উপমান কর্মধারয়
খ.অলুক বহুব্রীহি
গ.তৎপুরুষ
ঘ.অব্যয়ীভাব

১৯। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
ক.বিরাজ বৌ
খ.চতুরঙ্গ
গ.প্রলয় শিখা
ঘ.অগ্নিবীণা

২০। যে নারীর স্বামী ও পুত্র নেই? ক.কুমারী
খ.অনুঢ়া
গ.অবীরা
ঘ.অনুর্বরা

২১। জাতিসংঘের নবম মহাসচিব —-
ক.বুট্রোস ঘালি
খ.কফি আনান
গ.অ্যাণ্টনিও গুতেরেস
ঘ.বান কি মুন

২২। সুশাসন নিশ্চিতকরণে UNDP কয়টি উপাদান উল্লেখ করেছে?
ক.৫ টি
খ.৮ টি
গ.৭ টি
ঘ.৯ টি

২৩। বাংলাদেশের স্বাদুপানি গবেষণা কেন্দ্র কোথায়?
ক.ময়মনসিংহ
খ.পাইক গাছা
গ.খুলনা
ঘ.বাগের হাট

২৪। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ‘দক্ষিণ আমেরিকা দেশ’—
ক.লেবানন
খ.যুক্তরাষ্ট্র
গ.নেদারল্যান্ড
ঘ.ভেনিজুয়েলা

২৫। পশ্চিম এশিয়ার রাষ্ট্র কয়টি?
ক.১২ টি
খ.১৪ টি
গ.১৬ টি
ঘ.১৮ টি

২৬। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে—
ক.অর্থ মন্ত্রণালয়
খ.শিল্প মন্ত্রণালয়
গ.বাণিজ্য মন্ত্রণালয়
ঘ.পরিকল্পনা মন্ত্রণালয়

২৭। বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা পায় কত সালে?
ক.১৯৯৮ সালে
খ.১৯৯৯ সালে
গ.২০০০ সালে
ঘ.২০০১ সালে

২৮। বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা-
ক.৫ টি
খ.৮ টি
গ.১০ টি
ঘ.১২ টি

২৯। গ্রিন হাউস কি?
ক.কাঁচের তৈরি ঘর
খ.সবুজ আলোর ঘর
গ.সবুজ ভবনের নাম
ঘ.সবুজ গাছপালা

৩০। ২০০৯ সালের ২৮ অগাস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
ক.শনিবার
খ.সোমবার
গ.বুধবার
ঘ.বৃহস্পতিবার

৩১। ভারতীয় উপমহাদেশে প্রথম ভাইসরয় ছিলেন-
ক.লর্ড ক্লাইভ
খ.লর্ড ক্যানিং
গ.লর্ড হার্ডিস
ঘ.লর্ড কক্স

৩২। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ—-
ক.তালপট্টি দ্বীপ
খ.সেন্টমার্টিন
গ.সুন্দরবন
ঘ.পাহাড়ি অঞ্চল

৩৩। বাংলাদেশের জাতীয় দিবস–
ক.২৬ মার্চ
খ.১৪ ডিসেম্বর
গ.১৫ অগাস্ট
ঘ.২৩ জুন

৩৪। সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কিসের সাহায্যে?
ক.লেজার রশ্মি
খ.প্রতিধ্বনিত
গ.সিসমোগ্রাফ
ঘ.তরঙ্গ

৩৫। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক-
ক.বাইট
খ.বিট
গ.কিলোবিট
ঘ.মেগাবাইট

৩৬। ডাটাবেজে কোন তথ্য খোঁজে বের করাকে বলে?
ক.সার্চলাইট
খ.সার্চ ইঞ্জিন
গ.কুয়েরি
ঘ.ফাউন্ডার

৩৭। কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে–
ক.অ্যান্টি ভাইরাস
খ.ইন্টারনেট
গ.সিকিউরিটি
ঘ.ফায়ারওয়াল

৩৮। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার –
ক.Microsoft
খ.IBM-1620
গ.Macintosh-3
ঘ.Fujitsu

৩৯। নিচের কোনটি প্রযুক্তি প্রতিষ্ঠান নয়-
ক. অ্যাপল
খ.মাইক্রোসফট
গ.গুগোল
ঘ.অ্যাডিডাস

৪০। কোনটি সার্চ ইঞ্জিন-
ক.Bing
খ.Android
গ.Oracle
ঘ.Mozila

৪১। Prevention is better than-
ক.nothing
খ.healing
গ.cure
ঘ.remedy

৪২। Knowledge is-
ক.strength
খ.power
গ.gravity
ঘ.comfort

৪৩। What is lotted cannot be-
ক.blotted
খ.broken
গ.endured
ঘ.updated

৪৪। সে ইংরেজিতে ভালো। এটার সঠিক Translation কি?
ক.He is well in English.
খ.He is expert in English.
গ.He is good at English.
ঘ.He is better in English.

৪৫। জীবন পুষ্পশয্যা নয়?
ক.The life is not bed of roses.
খ.A life is not bed of roses.
গ.Life is not bed of roses.
ঘ.Life is not a bed of roses.

৪৬।ইংরেজি শেখা সহজ।
ক.English is easy to learn.
খ.The English is to learn.
গ.It is easy to learning English.
ঘ.It is easy to learn English.

৪৭। The journey was pleasant. Here ‘pleasant’ is-
ক.noun
খ.pronoun
গ.adjective
ঘ.adverb

৪৮। Lovely comes here regularly. Here Lovely’ is-
ক.noun
খ.pronoun
গ.adjective
ঘ.adverb

৪৯। The noun form of ‘lose’ is-
ক.losing
খ.loss
গ.lost
ঘ.loose

৫০। Honey is(taste) sweet.
ক.taste
খ.tasting
গ.tasted
ঘ.being tasted

৫১। It is our duty to (obey) our parents.
ক.obey
খ.obeying
গ.obeyed
ঘ.be obeyed

৫২। Chariry (to begin) at home.
ক.is beginning
খ.began
গ.begins
ঘ.has begun

৫৩। Something is better than –
ক.everything
খ.nothing
গ.anything
ঘ.all

৫৪। Many men, many –
ক.faces
খ.lives
গ.minds
ঘ.thoughts

৫৫। Our of sight, out of
ক.life
খ.might
গ.mind
ঘ.right

৫৬। Only the moon was visible. (Negative)
ক.The moon was not visible.
খ.The moon was not invisible.
গ.Nothing but the moon was visible.
ঘ.None but the moon was visible.

৫৭। Dhaka is one of the biggest cities in Bangladesh. (positive)
ক.No other cities in Bangladesh are as Dhaka.
খ.Very few cities in Bangladesh are big as Dhaka.
গ.Very few in Bangladesh is as big as Dhaka.
ঘ.Some cities in Bangladesh is as big as Dhaka.

৫৮। Never tell a lie. (passive)
ক.A lie is news told
খ.A lie is never be told
গ.Let a lie is never be told
ঘ.Let not a lie be told ever

৫৯। I have no pen that I can lend you. (simple)
ক.Having no pen, I can lend you
খ.Without any pen, I can lend you
গ.I have no pen to lend you
ঘ.I have no enough pen t lend

৬০। The synonym of the word ‘increase’ is-
ক.augment
খ.decrease
গ.quick
ঘ.lessen

৬১। নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
ক.৯১
খ.৪৭
গ.১৪৩
ঘ.৮৭

৬২। a+b=10 এবং a-b=6 হলে ab এর মান কত ?
ক.৩২
খ.১৬
গ.৬৪
ঘ.৪

৬৩। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১২.৫০
খ.২০
গ.২৫
ঘ.১৫

৬৪। ABC ত্রিভুজের AB=AC এবং কোন A=80° হলে কোন B= কত?
ক.40°
খ.50°
গ.60°
ঘ.80°

৬৫। ২+৩+৫+৮+১২….. ধারাটির পরবর্তী পদ কত?
ক.১৫
খ.১৬
গ.১৭
ঘ.১৮

৬৬। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত ?
ক.৩০%
খ.২৫%
গ.২৮%
ঘ.৩২%

৬৭। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ৩০২৫ বর্গ একক হলে, বাগানের পরিসীমা কত একক?
ক.১৮০
খ.২০০
গ.২৬০
ঘ.২২০

৬৮। ০.১ এর বর্গমূল কত?
ক.০.১
খ.০.০১
গ.০.২৫
ঘ.কোনোটিই নয়

৬৯। (x, y) = (-3, -3) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত ?
ক.১ম চতুর্ভাগ
খ.২য় চতুর্ভাগ
গ.৩য় চতুর্ভাগ
ঘ.৪র্থ চতুর্ভাগ

৭০। বাস্তব জগতে বা চিন্তা জগতে বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে বলে ?
ক.সেট
খ.সংখ্যা
গ.লেখ
ঘ.উপাত্ত

৭১। ০.১×০.১×০.১=?
ক.১
খ.০.০১
গ.০.০০১
ঘ.০.০০০১

৭২। 1+2+3+4+………….+22= কত?
ক.253
খ.254
গ.256
ঘ.258

৭৩। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
ক.৪৬ বছর
খ.৪৯ বছর
গ.৫১ বছর
ঘ.৫৪ বছর

৭৪। কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
ক.১৫ দিন
খ.২০ দিন
গ.২৪ দিন
ঘ.২৮ দিন

৭৫। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
ক.৩/৪
খ.২/৩
গ.২/৫
ঘ.৫/৯

৭৬। a+1/a=√3 হলে, a³+1/a³=কত?
ক.3√3
খ.0
গ.2√3
ঘ.9

৭৭। দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গসাগু ৪ হলে সংখ্যা দুইটির লসাগু কত?
ক.১২০
খ.১৫০
গ.১৩০
ঘ.কোনটিই নয়

৭৮। সামান্তরিকের ক্ষেত্রফল কত?
ক.২(দৈর্ঘ্য+প্রস্থ)
খ.দৈর্ঘ্য×প্রস্থ
গ.ভূমি ×উচ্চতা
ঘ.১২(ভূমি×উচ্চতা)

৭৯। ১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে)
ক.৮টি
খ.৯টি
গ.১০টি
ঘ.১১টি

৮০। শতকরা ৫ টাকা হার লাভে ২০ বছরে লাভ মূলধনে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
ক.২০,০০০ টাকা
খ.৩৫,০০০ টাকা
গ.২৫,০০০ টাকা
ঘ.৩০,০০০ টাকা

উত্তরমালাঃ
১। ঘ ২। ক ৩। ক ৪। খ ৫। ক ৬। ঘ ৭। গ ৮। গ ৯। খ ১০। ক ১১। গ ১২। খ ১৩। ঘ ১৪। খ ১৫। ক ১৬। গ ১৭। খ ১৮। ক ১৯। খ ২০। গ ২১। গ ২২। ঘ ২৩। ক ২৪। ঘ ২৫। খ ২৬। গ ২৭। গ ২৮। খ ২৯। ক ৩০। ঘ ৩১। খ ৩২। গ ৩৩। ক ৩৪। খ ৩৫। খ ৩৬। গ ৩৭। ঘ ৩৮। খ ৩৯। ঘ ৪০। ক ৪১।ঘ ৪২।খ ৪৩। ক ৪৪। গ ৪৫। ঘ ৪৬। ঘ ৪৭। গ ৪৮। ক ৪৯। খ ৫০। গ ৫১। ক ৫২। গ ৫৩। খ ৫৪। গ ৫৫। গ ৫৬।গ ৫৭। খ ৫৮। ঘ ৫৯। গ ৬০। ক ৬১। খ ৬২। খ ৬৩। গ ৬৪। খ ৬৫। গ ৬৬। ক ৬৭। ঘ ৬৮। ঘ ৬৯। গ ৭০। ক ৭১। গ ৭২। ক ৭৩। খ ৭৪। খ ৭৫। ক ৭৬। খ ৭৭। ক ৭৮। গ ৭৯। ঘ ৮০। গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!