Site icon Alamin Islam

জাতিসংঘের সংক্ষিপ্ত বর্ণনা

নাম:- United Nations (UN)

০১। প্রতিষ্ঠা- ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর)
০২। প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১
০৩। বর্তমান সদস্য- ১৯৩
০৪। সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)
০৫। সদর দপ্তর- নিউইয়র্ক

০৬। ইউরোপীয় সদর দপ্তর- জেনেভা
০৭। মূল সংস্থা- ৬টি
০৮। অফিশিয়াল/দাপ্তরিক ভাষা- ৬টি
০৯। সচিবালয়ে ব্যবহৃত ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)
১০। বর্তমান মহাসচিব-অ্যান্টেনিও গুতেরেস(পর্তুগাল),নবম

জাতিসংঘ গঠন:-

১১। জাতিসংঘ গঠনের ৭টি গুরুত্বপূর্ণ ঘটনা বা পদক্ষেপ উল্লেখযোগ্য। এগুলো হল-

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

জাতিসংঘ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য:-

১২। জাতিসংঘের প্রতিষ্ঠাকালিন সদস্য ছিল- ৫১ টি
১৩। সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য- ৫০ টি
১৪। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়- ২৬ জুন, ১৯৪৫
১৫। জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ- ৫১ টি
১৬। জাতিসংঘ সনদ কার্যকরী হয়- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে

১৭। জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর
১৮। জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক
১৯। জাতিসংঘের সদস্য নয়- তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন
২০। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক- ভ্যাটিকান এবং ফিলিস্তিন
২১। জাতিসংঘ সনদ স্বাক্ষরকারী সম্মেলনে (সানফ্রান্সিসকো সম্মেলনে) উপস্থিত না থেকেও যে দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন

২২। সদস্য হিসেবে পরিগণিত হয়- পোল্যান্ড
২৩। জাতিসংঘের বর্তমান সদস্য- ১৯৩
২৪। জাতিসংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান
২৫। দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৪ জুলাই
২৬। জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী একমাত্র দেশ- ইন্দোনেশিয়া

২৭। ইন্দোনেশিয়া পদত্যাগ করে পুনরায় ফিরে আসে- ১৯৬৫
২৮। পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই- তাইওয়ান
২৯। তাইওয়ান চীনের নিকট জাতিসংঘের সদস্যপদ হারায়- ১৯৭১
৩০। বিশ্বের স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান ও কসোভো

জাতিসংঘের সংস্থা:-

৩১। জাতিসংঘের মূল সংস্থা- ৬টি (বর্তমানে অবশ্য কার্যকর সংস্থা ৫টি । কারণ, ১৯৯৪ সালে পালাউ’র স্বাধীনতার পরপর অছিপরিষদ (Trusteeship Council) স্থগিত করা হয় ।)

১।সাধারণ পরিষদঃ General Assembly
সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়- লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে ।
সাধারণ পরিষদে প্রতিটি দেশের ভোট দেয়ার ক্ষমতা- ১টি
বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়- ১৯৮৬ সালে
সভাপতিত্ব করেন- হুমায়ুন রশীদ চৌধুরী

২। নিরাপত্তা পরিষদঃ Security Councilনিরাপত্তা পরিষদ পরিচিত– স্বস্তি পরিষদ নামে
নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা- ১৫ টি (৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী)
৫টি স্থায়ী রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন
১৯৬৫ সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল- ১১ টি
নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে- ৫ টি স্থায়ী সদস্যের ও ৯ টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন
ভেটো মানে- আমি এটা মানি না (না ভোট)
জাতিসংঘে ভেটো দানের ক্ষমতা আছে- নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্রের
বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয়- মোট ২ বার (১৯৭৮ ও ১৯৯৯)
২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে
সভাপতিত্ব করেন- আনোয়ারুল করিম চৌধুরী

৩। অর্থনৈতিক ও সামাজিক পরিষদঃEconomic and Social Council (ECOSOC)

৪। আন্তর্জাতিক আদালতঃ International Court of Justice or World Court
(ICJ)
জাতিসংঘের আন্তর্জাতিক আদালত পরিষদের নাম- স্থায়ী সালিশী আদালত
আন্তর্জাতিক আদালতের সদর দফতরের নাম- শান্তি প্রাসাদ (হেগ, নেদারল্যান্ডস)
আন্তর্জাতিক আদালতের বিচারক- ১৫ জন
আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ- ৯ বছর
আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট- হিশাস ওয়াদা (Hisashi Owada)

৫। সচিবালয়ঃ Secretariat

৬। অছি পরিষদঃ Trusteeship Council
১৯৯৪ সালে পালাউ স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটি স্থগিত (suspended) করা হয় ।

উল্লেখ্যঃ ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধী আদালত (International Criminal Court) (ICC, ICCt) প্রতিষ্ঠা করা হয় । এটিও জাতিসংঘের আওতাভুক্ত, তবে তাদের কাজেকর্মে অনেকটাই স্বাধীন । এটি কোন ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ প্রভৃতির বিচার করে । তবে ২০০২ সালের ১ জুলাই যেদিন এটি প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করা হয় তার আগের কোন অপরাধ এই আদালতের আওতাধীন হবে না ।

UN Women : জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা:-

জাতিসংঘের মহাসচিব:-

৩২। জাতিসংঘ মহাসচিবের মেয়াদ- ৫ বছর (প্রকৃতপক্ষে মহাসচিবের পদের নির্দিষ্ট কোন মেয়াদ নেই । তবে ঐতিহ্যগতভাবে মহাসচিব ৫ বছরের জন্য ১ বা ২ মেয়াদে নির্বাচিত হন)
৩৩। জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রিগভে লি (Trygve Lie) (নরওয়ে)
৩৪। জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব- কফি আনান (ঘানা)
৩৫। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট (মায়ানমার) (প্রথম এশীয় মহাসচিব)
৩৬। জাতিসংঘের বর্তমান মহাসচিব- অ্যান্তোনিও গুতেরস(পর্তুগাল)
৩৭। জাতিসংঘের মহাসচিবদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) ও কফি আনান(২০০১)
৩৮। জাতিসংঘের যে মহাসচিব মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১)

আরো পড়ুুন:

Exit mobile version