০১) বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
ক) দ্রাবিড়
খ) ইউরোলিয়
গ) ইন্দো-ইউরোপীয়
ঘ) সেমেটিক
উত্তরঃ গ) ইন্দো-ইউরোপীয়
০২) কোনটি শুদ্ধ বানান?
ক) আলস্যতা
খ) অনল
গ) আলস্য
ঘ) আলসতা
উত্তরঃ গ) আলস্য
০৩) ‘আগুন’-এর সমার্থক শব্দ কোনটি?
ক) সুবর্ন
খ) অনল
গ) মার্তন্ড
ঘ) কর
উত্তরঃ খ) অনল
০৪) ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক) চলৎ+চিত্র
খ) চল+চিত্র
গ) চলচ+চিত্র
ঘ) চলিচ+চিত্র
উত্তরঃ ক) চলৎ+চিত্র
০৫) পাশাপাশাপি দু’টি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে?
ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) সমাস
ঘ) সন্ধি
উত্তরঃ ঘ) সন্ধি
০৬) ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) +ক্ত
খ) +ক্ত
গ) √মুচ + ক্ত
ঘ) √ম্চ + ক্ত
উত্তরঃ গ) √মুচ + ক্ত
০৭) বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি
উত্তরঃ ঘ) ১২টি
০৮) পাণিনি কে ছিলেন?
ক) ভাষাবিদ
খ) ঋগ্বেদবিদ
গ) বৈয়াকরণবিদ
ঘ) আখ্যানবিদ
উত্তরঃ গ) বৈয়াকরণবিদ
০৯) ‘ক্ষীয়মান’-এর বিপরীত শব্দ কী?
ক) বৃহৎ
খ) বর্ধিষ্ণু
গ) বর্তমান
ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
উত্তরঃ খ) বর্ধিষ্ণু
১০) ‘আমি’ শব্দ কোন লিঙ্গ?
ক) পুঃ লিঙ্গ
খ) স্ত্রী লিঙ্গ
গ) ক্লীব লিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ
উত্তরঃ ঘ) উভয় লিঙ্গ
১১) বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
ক) বিশেষণ
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষ্য
উত্তরঃ খ) অব্যয়
১২) ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) হিন্দি
খ) উর্দু
গ) পর্তুগিজ
ঘ) গ্রিক
উত্তরঃ গ) পর্তুগিজ
১৩) নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
ক) কল্যাণীয়েষু
খ) সুচরিতা
গ) শ্রদ্ধাস্পদাসু
ঘ) প্রীতিভাজনেষু
উত্তরঃ গ) শ্রদ্ধাস্পদাসু
১৪) নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
ক) ডিসেম্বর ১৬, ১৯৭১
খ) ২৬ মার্চ, ১৯৭১
গ) ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ) পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
উত্তরঃ গ) ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২
১৫) ‘Superstitions’ শব্দের অর্থ-
ক) যাদুবিদ্যা
খ) সেতুবন্ধন
গ) কুসংস্কারাচ্ছন্ন
ঘ) উপাসনা
উত্তরঃ গ) কুসংস্কারাচ্ছন্ন
১৬) নিচের কোনটি নিত্য সমাস?
ক) পঞ্চনদ
খ) বেয়াদব
গ) দেশান্তর
ঘ) ভালমন্দ
উত্তরঃ গ) দেশান্তর
১৭) ‘Blue print’-এর পারিভাষিক শব্দ কোনটি?
ক) চলচিত্র
খ) জীবনবৃত্তান্ত
গ) প্রতিচিত্ত
ঘ) পটভূমি
উত্তরঃ গ) প্রতিচিত্ত
১৮) গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?
ক) তৎসম
খ) অর্ধ-তৎসম
গ) দেশী
ঘ) বিদেশী
উত্তরঃ খ) অর্ধ-তৎসম
১৯) ‘হাত ধুয়ে বসা’ বাগদারার অর্থ কী?
ক) খেতে বসা
খ) শুরু করা
গ) ভন্ডামী করা
ঘ) সাধু সাজা
[নোটঃ ‘হাত ধুয়ে বসা’ বাগদারার অর্থ আশা ত্যাগ করা, দায়িত্ব না রাখা কিংবা নিশ্চিত বোধ করা]
২১) শুদ্ধ বানান কোনটি?
ক) শিরোচ্ছেদ
খ) শিরচ্ছেদ
গ) শিরোশেছদ
ঘ) শিরোঃচ্ছেদ
উত্তরঃ গ) শিরোশেছদ
২২) ‘মনস্তাপ’-এর সন্ধি বিচ্ছেদ-
ক) মন+তাপ
খ) মনস+তাপ
গ) মনো+তাপ
ঘ) মনঃ+তাপ
উত্তরঃ ঘ) মনঃ+তাপ
২৩) সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক) আরবি
খ) ফারশি
গ) সংস্কৃত
ঘ) ইংরেজি
উত্তরঃ গ) সংস্কৃত
২৪) নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
ক) গিন্নী
খ) হস্ত
গ) গঞ্জ
ঘ) তসবি
উত্তরঃ ক) গিন্নী
২৫) শিরোনামের প্রধান অংশ কোনটি?
ক) ডাক টিকেট
খ) পোস্টাল কোড
গ) প্রেরকের ঠিকানা
ঘ) প্রাপকের ঠিকানা
উত্তরঃ ঘ) প্রাপকের ঠিকানা
২৬) The antonym of the word ‘liberty’ Is-
ক) liberal
খ) bondage
গ) frugal
ঘ) diversity
উত্তরঃ খ) bondage
২৭) The synonym of the word ‘call’ is-
ক) summon
খ) exile
গ) mpede
ঘ) recollection
উত্তরঃ ক) summon
২৮) It takes two – make at quarrel.
ক) too
খ) for
গ) to
ঘ) in order to
উত্তরঃ গ) to
২৯) Death is – to dishonor.
ক) prefer
খ) preference
গ) preferable
ঘ) preferring
উত্তরঃ গ) preferable
৩০) Grasp all, –
ক) lost all
খ) losing all
গ) loses all
ঘ) lose all
উত্তরঃ ঘ) lose all
৩১) Please look above, Here ‘above’ is-
ক) adjective
খ) adverb
গ) noun
ঘ) conjunction
উত্তরঃ খ) adverb
৩২) Look before you leap. The word ‘before’ used in the sentence is-
ক) preposition
খ) conjunction
গ) adverb
ঘ) noun
উত্তরঃ খ) conjunction
৩৩) Read to learn. (Complex)
ক) By reading, you will learn
খ) Read and learn
গ) If you read, you will learn
ঘ) In case of failure to read, you will not learn
উত্তরঃ গ) If you read, you will learn
৩৪) He is the best player. (Negative)
ক) No other player is as better as he
খ) No other player is as good as he
গ) No other player is as best as he
ঘ) No other player is considered as best as he
উত্তরঃ খ) No other player is as good as he
৩৫) He is so dishonest that he cannot speak the truth. (Simple)
ক) He is too dishonest that he cannot speak the truth
খ) He is too dishonest to be spoken the truth
গ) He is too dishonest to speak the truth
ঘ) He is very dishonest and cannot speak the truth
উত্তরঃ গ) He is too dishonest to speak the truth
৩৬) I(help)you if I could.
ক) I would help
খ) I would be helped
গ) helped
ঘ) I would have helped
উত্তরঃ ক) I would help
৩৭) The synonym of the word ‘scream’ is-
ক) yell
খ) sound
গ) cry
ঘ) loudly
উত্তরঃ ক) yell
৩৮) The passive from of ‘Don’t do it’ is-
ক) Let not it be done
খ) Let it be not done
গ) Let it be done
ঘ) Let it no be done
উত্তরঃ ক) Let not it be done
৩৯) Some interesting facts about your past have just come to light. Here ‘come to light’ means-
ক) go near to light
খ) to become known
গ) to realize
ঘ) to lit a light
উত্তরঃ খ) to become known
৪০) He come to Dhaka with a view to-a new place.
ক) visit
খ) visiting
গ) watch
ঘ) look
উত্তরঃ খ) visiting
৪১) জ্ঞানীরা বেশি কথা বলে না।
ক) The wises do not talk much
খ) The wise does not talk much
গ) The wise do not talk much
ঘ) The wise men does not talk much
উত্তরঃ গ) The wise do not talk much
৪২) দাঁড়াও আমি এখন আসছি।
ক) Stand, I come now
খ) Wait, I am coming now
গ) Keep standing, I am coming now
ঘ) Stand here, I am coming
উত্তরঃ খ) Wait, I am coming now
৪৩) সে এক সপ্তাহ যাবত অসুস্থ।
ক) He has been ill since a weak
খ) He has been ill till a weak
গ) He has been ill for a weak
ঘ) He has been ill during a weak
উত্তরঃ গ) He has been ill for a weak
৪৪) এটা যেন বিনা মেঘে বজ্রপাত।
ক) It is as if thunder from the clouds.
খ) It is a bolt from the blue.
গ) It is a strong thunder.
ঘ) It is bolts from the blues
উত্তরঃ খ) It is a bolt from the blue.
৪৫) He and I – well.
ক) am
খ) is
গ) are
ঘ) been
উত্তরঃ গ) are
৪৬) If we practiced speaking english, we – speak better.
ক) could
খ) could have
গ) can
ঘ) would have
উত্তরঃ ক) could
৪৭) It is health which is –
ক) asset
খ) wealth
গ) valuable
ঘ) precious
উত্তরঃ খ) wealth
৪৮) I have no money – hand.
ক) in
খ) by
গ) at
ঘ) on
উত্তরঃ ক) in
৪৯) Did the see anyone in the room. (Assertive)
ক) He saw no one in the room.
খ) He did not see someone in the room.
গ) He saw anyone in the room.
ঘ) He saw someone in the room.
উত্তরঃ ক) He saw no one in the room.
৫০) The fruits is sweet the taste.
ক) by
খ) with
গ) for
ঘ) to
উত্তরঃ ক) by
৫১) ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
ক) ৭০
খ) ৬৭
গ) ৮০
ঘ) ৭৭
উত্তরঃ ক) ৭০
৫২) দুইটি সংখ্যার ল. সা. গু. ৩৬ ও গ. সা. গু. ৬ একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?
ক) ৯
খ) ১২
গ) ১৫
ঘ) ১৮
উত্তরঃ ঘ) ১৮
৫৩) ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?
ক) x/y ঘণ্টা
খ) x ঘণ্টা
গ) y ঘণ্টা
ঘ) y/x ঘণ্টা
উত্তরঃ ঘ) y/x ঘণ্টা
৫৪) ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
ক) ২০০
খ) ৩০০
গ) ১০০
ঘ) ৪০০
উত্তরঃ খ) ৩০০
৫৫) বার্ষিক ১০/৩% হার সুদে ১৩৫০ টাকা কত বছরে সুদে-আসলে ১৬২০ টাকা হবে?
ক) ৫ বছর
খ) ৮ বছর
গ) ৭ বছর
ঘ) ৬ বছর
উত্তরঃ ঘ) ৬ বছর
৫৬) টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক) ২৫% লাভ হবে
খ) ২৫% ক্ষতি হবে
গ) ৩০% লাভ হবে
ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
উত্তরঃ ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
৫৭) ৬০ লিটার পানি চিনির মিশ্রনের অনুপাত ৭:৩। ঐ মিশ্রনে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
ক) ৭০ লিটার
খ) ৬০ লিটার
গ) ৮০ লিটার
ঘ) ৫০ লিটার
উত্তরঃ গ) ৮০ লিটার
৫৮) 2a2+6a-80 এর একটি উৎপাদক কোনটি?
ক) 2(a-8)
খ) (a+5)
গ) (a-4)
ঘ) (a+8)
উত্তরঃ ঘ) (a+8)
৫৯) দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কী কী?
ক) (7,6)
খ) (7,4)
গ) (12,1)
ঘ) (6,5)
উত্তরঃ ঘ) (6,5)
৬০) একটি সংখ্যা ও তার গুণাত্নক বিপরীত সমষ্টি √3 ,ঐ সংখ্যার ঘন ও ঘন এর গুণাত্নক বিপরীতের সমষ্টি কত?
ক) -2√3
খ) 0
গ) 2√3
ঘ) 3√3
উত্তরঃ খ) 0
৬১) 0,2,3 এর গ. সা. গু. কত?
ক) 3
খ) 2
গ) 1
ঘ) 0
উত্তরঃ গ) 1
৬২) তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘণ্টা, 3 ঘণ্টা ও 4 ঘণ্টা পরপর বাজতে থাকলো। ১ দিনে তারা কত বার একত্রে বাজবে?
ক) 12 বার
খ) 6 বার
গ) 4 বার
ঘ) 3 বার
উত্তরঃ ঘ) 3 বার
৬৩) logx5 =2 হলে, x=কত?
ক) √5
খ) 25
গ) -√5
ঘ) ±√5
উত্তরঃ ক) √5
৬৫) 3.2n-4.2n-2=কত?
ক) 1
খ) 2n+1
গ) 3
ঘ) 2n
উত্তরঃ খ) 2n+1
৬৬) (x/2)a+1 =1 হলে, a এর মান কত?
ক) 0
খ) 2
গ) 1
ঘ) -1
উত্তরঃ ঘ) -1
৬৭) একটি সংখ্যা ও তার গুণাত্নক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?
ক) -1
খ) 1
গ) 2
ঘ) 1/2
উত্তরঃ খ) 1
৬৮) একটি সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ 50 সে. মি. ও ভূমি 60 সে. মি.?
ক) 1000 বর্গ সে. মি.
খ) 11000 বর্গ সে. মি.
গ) 1200 বর্গ সে. মি.
ঘ) 1100 বর্গ সে. মি.
উত্তরঃ গ) 1200 বর্গ সে. মি.
৬৯) 5 সে. মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ কত?
ক) 2√5 সে. মি.
খ) √10 সে. মি.
গ) 5√2 সে. মি.
ঘ) 3√5 সে. মি.
উত্তরঃ গ) 5√2 সে. মি.
৭০) একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে. মি. ও 6 সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত?
ক) 30 বর্গ সে. মি.
খ) 25 বর্গ সে. মি.
গ) 20 বর্গ সে. মি.
ঘ) 15 বর্গ সে. মি.
উত্তরঃ ঘ) 15 বর্গ সে. মি.
৭১) 2 সে. মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
ক) π-4
খ) 4-π2
গ) 4-π
ঘ) 2-π
উত্তরঃ গ) 4-π
৭২) sinθ = 4/5 হলে, tanθ = কত হবে?
ক) 4/3
খ) 3/4
গ) 3/5
ঘ) 5/4
উত্তরঃ ক) 4/3
৭৩) চতুর্ভুজের চার কোণের সমষ্টি 1:2:2:3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
ক) 100°
খ) 115°
গ) 135°
ঘ) 225°
উত্তরঃ গ) 135°
৭৪) ১ ইঞ্চি=কত সেমি?
ক) ৫.২৫ সেমি
খ) ৪.২৫ সেমি
গ) ২.৫৪ সেমি
ঘ) ৪.৫২ সেমি
উত্তরঃ গ) ২.৫৪ সেমি
৭৫)ত্রিভুজ ABC, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল। ∠A =60° এবং ∠B =90° হলে, ∠A CD= কত?
ক) 90°
খ) 60°
গ) 120°
ঘ) 150°
উত্তরঃ ঘ) 150°
৭৬) বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
ক) ময়নামতি
খ) পাহারপুর
গ) মহাস্থানগড়
ঘ) সোনারগাঁও
উত্তরঃ গ) মহাস্থানগড়
৭৭) বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
ক) চট্রগ্রাম
খ) পাকশি
গ) সৈয়দপুর
ঘ) আখাউড়া
উত্তরঃ গ) সৈয়দপুর
৭৮) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক) ১৩৬তম
খ) ১৩৭তম
গ) ১৩৮তম
ঘ) ১৩৯তম
উত্তরঃ ক) ১৩৬তম
৭৯) বাংলাদেশের কোন বনাঞ্চলকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ ঘোষনা করা হয়েছে?
ক) মধুপুর বন
খ) সুন্দরবন
গ) বান্দারবন
ঘ) হিমছড়ি বন
উত্তরঃ খ) সুন্দরবন
৮০) http-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক) Hyper Text Transfer Protocol
খ) High Test Termination Procedure
গ) Harvard Teletext Proof
ঘ) Highest Time Technical Professional
উত্তরঃ ক) Hyper Text Transfer Protocol
৮১) CDRDAP-এর সদরদপ্তর কোথায়?
ক) নয়াদিল্লী
খ) ঢাকা
গ) ম্যানিলা
ঘ) কুয়ালামপুর
উত্তরঃ খ) ঢাকা
৮২) সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭৫
খ) ১৯৮৫
গ) ১৯৮৭
ঘ) ১৯৯০
উত্তরঃ খ) ১৯৮৫
৮৩) সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায়-
ক) গ্লিসারিন
খ) সিলিকন
গ) ইথানল
ঘ) সোডিয়াম
উত্তরঃ ক) গ্লিসারিন
৮৪) কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো-
ক) জিওলোজি
খ) এনথ্রপলোজি
গ) এনটোমলজি
ঘ) নিউরোলজি
উত্তরঃ গ) এনটোমলজি
৮৫) নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক) যুক্তরাষ্ট্র-কানাডা
খ) যুক্তরাষ্ট্র-মেক্সিকো
গ) কানাডা-অষ্ট্রেলিয়া
ঘ) যুক্তরাষ্ট্র-ব্রাজিল
উত্তরঃ ক) যুক্তরাষ্ট্র-কানাডা
৮৬) ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি?
ক) নাইজার
খ) বাংলাদেশ
গ) শাদ
ঘ) মালি
উত্তরঃ ক) নাইজার
৮৭) ‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়?
ক) সিয়েরালিওন
খ) কঙ্গো
গ) লিবিয়া
ঘ) ইথিওপিয়া
উত্তরঃ খ) কঙ্গো
৮৮) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
ক) ১২ নটিক্যাল মাইল
খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ১৪ নটিক্যাল মাইল
ঘ) ৪০০ নটিক্যাল মাইল
উত্তরঃ ক) ১২ নটিক্যাল মাইল
৮৯) সতীদাহ প্রথা কত সালে বিলপ্ত হয়?
ক) ১৭২৯ সালে
খ) ১৮২৯ সালে
গ) ১৬২৯ সালে
ঘ) ১৮২৮ সালে
উত্তরঃ খ) ১৮২৯ সালে
৯০) বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে?
ক) মধুপুর
খ) রংপুর
গ) রাজশাহী
ঘ) কুমিল্লা
উত্তরঃ গ) রাজশাহী
৯১) ‘BIMSTEC’-এর সদর দপ্তর কোথায়?
ক) কলম্বো
খ) ম্যানিলা
গ) ঢাকা
ঘ) নিউইয়র্ক
উত্তরঃ গ) ঢাকা
৯২) তেতুলে কোন ধরনের এসিড থাকে?
ক) সাইট্রিক এসিড
খ) টারটারিক এসিড
গ) এসকরবিক এসিড
ঘ) ফসফরক এসিড
উত্তরঃ খ) টারটারিক এসিড
৯৩) ‘আন্তর্জাতিক শিক্ষক দিবস’ কোনটি?
ক) ২ অক্টোবর
খ) ৪ অক্টোবর
গ) ৫ অক্টোবর
ঘ) ৬ অক্টোবর
উত্তরঃ গ) ৫ অক্টোবর
৯৪) আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত?
ক) ১২ জন
খ) ১৪ জন
গ) ১৬ জন
ঘ) ১৫ জন
উত্তরঃ ঘ) ১৫ জন
৯৫) ২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?
ক) জ্যা তিহল
খ) মালালা ইউসুফজাই
গ) ড ইউনুস
ঘ) বারাক ওবামা
উত্তরঃ খ) মালালা ইউসুফজাই
৯৬) ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করে কে?
ক) হামেস রদ্রিগুয়েজ
খ) টমাস মূলার
গ) লিওনেল মেসি
ঘ) নেইমার
উত্তরঃ গ) লিওনেল মেসি
৯৭) বাংলাদেশের বৃহতম সেচ প্রকল্প কোনটি?
ক) গঙ্গা কপোতাক্ষ প্রকল্প
খ) তিস্তা সেচ প্রকল্প
গ) কাপ্তাই সেচ প্রকল্প
ঘ) ফেনী সেচ প্রকল্প
উত্তরঃ খ) তিস্তা সেচ প্রকল্প
৯৮) নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক) পেট্রোল
খ) কয়লা
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) বায়োগ্যাস
উত্তরঃ ঘ) বায়োগ্যাস
৯৯) ৮৬তম অস্কার পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি?
ক) টুয়েন্টি ফিট ফ্রম স্টাবডম
খ) হিলিয়াম
গ) টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ
ঘ) গ্রাভিটি
উত্তরঃ গ) টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ
১০০) ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত?
ক) বগুড়া
খ) চট্রগ্রাম
গ) নরসিংদী
ঘ) ঝিনাইদহ
উত্তরঃ গ) নরসিংদী
আরো পড়ুন:
- ৬তম শিক্ষক নিবন্ধন- ২০১০
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- ৭তম শিক্ষক নিবন্ধন- ২০১১
- ৮তম শিক্ষক নিবন্ধন- ২০১২
- ৯তম শিক্ষক নিবন্ধন-২০১৩
- ১০তম শিক্ষক নিবন্ধন-২০১৩
- ক্রীড়া পরিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৯
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রশ্ন সমাধান- ২০১৯
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান: ২০১৯