রবীন্দ্রনাথ ঠাকুর

০১। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম – জীবন স্মৃতি ও ছেলেবেলা।

০২। গীতাঞ্জলি প্রকাশ হয় – ১৯১০ সালে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। গীতাঞ্জলি‘ র ভূমিকা লেখেন – ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস।

০৪। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান – বাংলার মাটি বাংলার জল।

০৫। আমার সোনার বাংলা – রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।

০৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য – কবিকাহিনী (১৮৭৮)।

০৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য – বাল্মীকি প্রতিভা (১৮৮১)।

০৮। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ – য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)।

০৯। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ – বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)।

১০। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস – চোখের বালি।

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস – করুণা, ১৮৭৭-৭৮।

১২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস – বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)।

১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা – হিন্দু মেলার উপহার।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্য – বনফুল।

১৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন – চীনা কবি চি-সি-লিজন।

১৬। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় – ২৪মার্চ, ২০০৪সালে।

১৭। বাংলা ছোটগল্পের জনক বলা – রবীন্দ্রনাথ ঠাকুরকে।

১৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম – শব্দতত্ত্ব।

১৯। কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন – চার অধ্যায়।

২০। রবীন্দ্রনাথ নাইট উপাধি পান – ১৯১৫ সালে।

২১। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন – মহাত্ম গান্ধী।

২২। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন – বহ্মবান্ধব উপাধ্যায়।

২৩। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন – ক্ষিতিমোহন সেন।

২৪। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে – ব্রাজিল।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!