বাংলাদেশ বিষয়াবলী-১১৩

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ?
ক. টঙ্গী
খ. কোনাবাড়ি
গ. যশোর
ঘ. গাজীপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কে?
ক. হাশিম থাচি (কসোভো)
খ. অ্যানেটা ডিক্সন (নেদারল্যান্ডস)
গ. কিমিয়াও ফ্যান (চীন)
ঘ. কাজুহিকো হিগুচি (জাপান)
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশ লাউঞ্জ’ উদ্বোধন করা হয় কবে?
ক. ১৫ মার্চ ২০১৫
খ. ১৬ মার্চ ২০১৫
গ. ১৮ মার্চ ২০১৫
ঘ. ১৭ মার্চ ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মালদ্বীপ কবে বাংলাদেশের দুতাবাস বন্ধ করে দেয়?
ক. ১ মার্চ ২০১৪
খ. ১ এপ্রিল ২০১৪
গ. ১ মে ২০১৪
ঘ. ১ জুলাই ২০১৪
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ৪ মার্চ ২০১৫
খ. ৩ মার্চ ২০১৫
গ. ২ মার্চ ২০১৫
ঘ. ১ মার্চ ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন রয়েছে?
ক. ৫৬
খ. ৫২
গ. ৫০
ঘ. ৪৮
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকা শহরের কোন এলাকায় বেনারশী শাড়ি তৈরী হয়?
ক. ডেমরা
খ. টঙ্গী
গ. মিরপুর
ঘ. তাঁতীবাজার
উত্তরঃ গ

প্রশ্নঃ পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে ?
ক. হেনরি ডেভিড হিরো
খ. ম্যাকিয়াভেলি
গ. অ্যাডাম স্মিথ
ঘ. পি স্যামুয়েলসন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অমরকোষ’ কি জাতীয় গ্রন্থ ?
ক. মহাকাব্য
খ. নাটক
গ. অভিধান
ঘ. উপন্যাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ জুলাই ২০১৬ হলি আর্টিজান রেস্তোরাঁয় পরিচালিত জঙ্গী বিরোধী অভিযানের নাম কি?
ক. অপারেশন স্ট্রর্ম ১৬
খ. অপারেশন টোয়াইলাইট
গ. অপারেশন থান্ডারবোল্ট
ঘ. অপারেশন হিটব্যাক
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় যে সালে –
ক. ১৯৭৪
খ. ১৯৭৫
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৭
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় পর্যটন বর্ষ কোন সাল?
ক. ২০১৪
খ. ২০১৭
গ. ১০১৯
ঘ. ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ MDG-এর অন্যতম লক্ষ্য কি?
ক. দেশ থেকে পোলিও নির্মূল
খ. HIV/AIDS নির্মূল করা
গ. যক্ষা নির্মূল করা
ঘ. ক্ষুধা ও দারিদ্র দূর করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিজ শরীরে ‘স্বৈরাচার নিপাত যাক- গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাস্তায় মিছিলে গিয়ে শহীদ হয়েছেন এক নির্ভীক নাগরিক, তার নাম কি ?
ক. আবুল বরকত
খ. নূর হোসেন
গ. মনু মিয়া
ঘ. আব্দুস সালাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন জ্বালানী পোড়ালে প্রধানত সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে ?
ক. অকটেন
খ. পেট্রোল
গ. ডিজেল
ঘ. সি.এন.জি
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৭ শে মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হরিযুপীয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক. সোহানূর রহমান সোহান
খ. এফ আই মানিক
গ. গোলাম মোস্তফা শিমুল
ঘ. তানভীর মোকাম্মেল
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর?
ক. ৬৮.৮
খ. ৭০.৭
গ. ৬৯.২৫
ঘ. ৭২.০৫
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা কত শতাংশ ?
ক. ১৫
খ. ৫
গ. ১০
ঘ. ২০
উত্তরঃ গ

প্রশ্নঃ মালদ্বীপ বাংলাদেশে প্রথম দুতাবাস চালু করে কবে?
ক. ১ মার্চ ২০০৮
খ. ১ এপ্রিল ২০০৮
গ. ১ মে ২০০৮
ঘ. ১ জুলাই ২০০৮
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে?
ক. ৭১
খ. ৭৫
গ. ৬৯
ঘ. ৬৭
উত্তরঃ ক

প্রশ্নঃ কচুরিপানা কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে ?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. মেক্সিকো
গ. ব্রাজিল
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR)- এর নাম কি?
ক. গল্প
খ. পুঁথি
গ. কবিতা
ঘ. রচনা
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু রয়েছে?
ক. ১৪৫ টি
খ. ১৪৪ টি
গ. ১৪৩ টি
ঘ. ১৪২ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশ লাউঞ্জ’ বরাদ্দ পায় কবে?
ক. ২০১৩ সালে
খ. ২০১১ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০১৪ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুই স্টোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্টোকবিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ —- হয় ?
ক. কম
খ. বেশি
গ. সমান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ –
ক. পরিবেশ দূষণ হ্রাস
খ. ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারণ
গ. উৎপাদন খরচের আধিক্য
ঘ. পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!