প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ?
ক. টঙ্গী
খ. কোনাবাড়ি
গ. যশোর
ঘ. গাজীপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কে?
ক. হাশিম থাচি (কসোভো)
খ. অ্যানেটা ডিক্সন (নেদারল্যান্ডস)
গ. কিমিয়াও ফ্যান (চীন)
ঘ. কাজুহিকো হিগুচি (জাপান)
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশ লাউঞ্জ’ উদ্বোধন করা হয় কবে?
ক. ১৫ মার্চ ২০১৫
খ. ১৬ মার্চ ২০১৫
গ. ১৮ মার্চ ২০১৫
ঘ. ১৭ মার্চ ২০১৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মালদ্বীপ কবে বাংলাদেশের দুতাবাস বন্ধ করে দেয়?
ক. ১ মার্চ ২০১৪
খ. ১ এপ্রিল ২০১৪
গ. ১ মে ২০১৪
ঘ. ১ জুলাই ২০১৪
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ৪ মার্চ ২০১৫
খ. ৩ মার্চ ২০১৫
গ. ২ মার্চ ২০১৫
ঘ. ১ মার্চ ২০১৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন রয়েছে?
ক. ৫৬
খ. ৫২
গ. ৫০
ঘ. ৪৮
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকা শহরের কোন এলাকায় বেনারশী শাড়ি তৈরী হয়?
ক. ডেমরা
খ. টঙ্গী
গ. মিরপুর
ঘ. তাঁতীবাজার
উত্তরঃ গ
প্রশ্নঃ পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে ?
ক. হেনরি ডেভিড হিরো
খ. ম্যাকিয়াভেলি
গ. অ্যাডাম স্মিথ
ঘ. পি স্যামুয়েলসন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অমরকোষ’ কি জাতীয় গ্রন্থ ?
ক. মহাকাব্য
খ. নাটক
গ. অভিধান
ঘ. উপন্যাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ১ জুলাই ২০১৬ হলি আর্টিজান রেস্তোরাঁয় পরিচালিত জঙ্গী বিরোধী অভিযানের নাম কি?
ক. অপারেশন স্ট্রর্ম ১৬
খ. অপারেশন টোয়াইলাইট
গ. অপারেশন থান্ডারবোল্ট
ঘ. অপারেশন হিটব্যাক
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় যে সালে –
ক. ১৯৭৪
খ. ১৯৭৫
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৭
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতীয় পর্যটন বর্ষ কোন সাল?
ক. ২০১৪
খ. ২০১৭
গ. ১০১৯
ঘ. ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ MDG-এর অন্যতম লক্ষ্য কি?
ক. দেশ থেকে পোলিও নির্মূল
খ. HIV/AIDS নির্মূল করা
গ. যক্ষা নির্মূল করা
ঘ. ক্ষুধা ও দারিদ্র দূর করা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিজ শরীরে ‘স্বৈরাচার নিপাত যাক- গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাস্তায় মিছিলে গিয়ে শহীদ হয়েছেন এক নির্ভীক নাগরিক, তার নাম কি ?
ক. আবুল বরকত
খ. নূর হোসেন
গ. মনু মিয়া
ঘ. আব্দুস সালাম
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন জ্বালানী পোড়ালে প্রধানত সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে ?
ক. অকটেন
খ. পেট্রোল
গ. ডিজেল
ঘ. সি.এন.জি
উত্তরঃ গ
প্রশ্নঃ ২৭ শে মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হরিযুপীয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক. সোহানূর রহমান সোহান
খ. এফ আই মানিক
গ. গোলাম মোস্তফা শিমুল
ঘ. তানভীর মোকাম্মেল
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর?
ক. ৬৮.৮
খ. ৭০.৭
গ. ৬৯.২৫
ঘ. ৭২.০৫
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা কত শতাংশ ?
ক. ১৫
খ. ৫
গ. ১০
ঘ. ২০
উত্তরঃ গ
প্রশ্নঃ মালদ্বীপ বাংলাদেশে প্রথম দুতাবাস চালু করে কবে?
ক. ১ মার্চ ২০০৮
খ. ১ এপ্রিল ২০০৮
গ. ১ মে ২০০৮
ঘ. ১ জুলাই ২০০৮
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে?
ক. ৭১
খ. ৭৫
গ. ৬৯
ঘ. ৬৭
উত্তরঃ ক
প্রশ্নঃ কচুরিপানা কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে ?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. মেক্সিকো
গ. ব্রাজিল
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR)- এর নাম কি?
ক. গল্প
খ. পুঁথি
গ. কবিতা
ঘ. রচনা
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু রয়েছে?
ক. ১৪৫ টি
খ. ১৪৪ টি
গ. ১৪৩ টি
ঘ. ১৪২ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশ লাউঞ্জ’ বরাদ্দ পায় কবে?
ক. ২০১৩ সালে
খ. ২০১১ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০১৪ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দুই স্টোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্টোকবিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ —- হয় ?
ক. কম
খ. বেশি
গ. সমান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ –
ক. পরিবেশ দূষণ হ্রাস
খ. ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারণ
গ. উৎপাদন খরচের আধিক্য
ঘ. পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)