প্রশ্নঃ কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ?
ক. সিপাহী মোস্তফা কামাল
খ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
গ. সিপাহী হামিদুর রহমান
ঘ. ক্যপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় ?
ক. বীর বিক্রম
খ. বীর শ্রেষ্ঠ
গ. বীর উত্তম
ঘ. বীর প্রতীক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অপারেশন সার্চ লাইট’ কোন সালের ঘটনা?
ক. ১৯৬৯
খ. ১৯৭১
গ. ১৯৭৫
ঘ. ১৯৯০
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধে ‘রাজশাহী’ কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ১১
খ. ৫
গ. ৭
ঘ. ৯
উত্তরঃ গ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন ?
ক. রাজশাহী
খ. ফরিদপুর
গ. বগুড়া
ঘ. বরিশাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন-
ক. মোস্তফা কামাল
খ. রুহুল আমিন
গ. মুন্সী আব্দুর রউফ
ঘ. মতিউর রহমান
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ক. যুক্তরাজ্য
খ. পূর্ব জার্মানী
গ. স্পেন
ঘ. গ্রীস
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের স্বাধীনতা যদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. ২৫৭ জন
খ. ১৬৩ জন
গ. ৪৪ জন
ঘ. ৬৮ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের ?
ক. ভারতের
খ. রাশিয়ার
গ. অস্ট্রেলিয়ার
ঘ. নেপালের
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৭১ সালে পাক-বাহিনীর আত্নসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন ?
ক. কর্নেল এম এ জি ওসমানী
খ. জেনারেল জগজিৎ সিং অরোরা
গ. মেজর জলিল
ঘ. কাদের সিদ্দিকী
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ
ক. ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
খ. পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
গ. প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন
ঘ. মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন
উত্তরঃ খ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি?
ক. অস্তিত্বে আমার দেশ
খ. ওরা এগার জন
গ. জন্মভূমি
ঘ. আলোর মিছিল
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবসহ অন্যান্য খেতাবগুলো –
ক. বীর উত্তম
খ. বীর বিক্রম
গ. বীর প্রতীক
ঘ. বর্ণিত সবকয়টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অপারেশন জ্যাকপট’ কি ?
ক. আয়ারল্যান্ডের স্বাধীনতাকামীদের একটি গুপ্ত সংগঠন
খ. নাৎসী বাহিনীর গোপন তৎপরতার নাম
গ. ভারতীয় কমান্ডোদের অভিযানের নাম
ঘ. বাংলাদেশের নৌ-কমান্ডোদের অভিযানের নাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম কোথায় থেকে প্রচার শুরু করে ?
ক. কুষ্টিয়া
খ. মেহেরপুর
গ. বানাপোল
ঘ. কালুরঘাট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের রাজধানী কোথায় ?
ক. ঢাকা উত্তর
খ. ঢাকা দক্ষিন
গ. ঢাকা
ঘ. শেরে বাংলা নগর
উত্তরঃ গ
প্রশ্নঃ সিডর আক্রান্ত এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম কি ?
ক. অপারেশন সি এঞ্জেল
খ. অপারেশন সি এঞ্জেল-২
গ. অপারেশন ইমারজেন্সি
ঘ. অপারেশন রিলিফ অব বাংলাদেশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘স্বাধীনতাস্তম্ভ’ এবং ‘স্বাধীনতা জাদুঘর’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা সেনানিবাস
খ. কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রাম
গ. সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?(First President of Bangladesh was)
ক. বিচারপতি আবু সাঈদ চৌধরী (Justice Abu Sayeed Chowdhury)
খ. খন্দকার মোস্তাক আহম্মদ (Khnodakar Mushtaque Ahmed)
গ. জনাব মোহাম্মদ উল্লাহ্ (Mr. Mohammadullah)
ঘ. শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অপারেশন ক্লিনহার্ট কত তারিখে শুরু হয়েছিল ?
ক. ১০ জুন, ২০০২
খ. ১৫ জুলাই, ২০০২
গ. ১৬ অক্টোবর, ২০০২
ঘ. ১ নভেম্বর, ২০০২
উত্তরঃ গ
প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কত জন ‘বীর বিক্রম’ উপাধি লাভ করেছিল?
ক. ১০০ জন
খ. ১২৫ জন
গ. ১৫০ জন
ঘ. ১৭৫ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কে সেক্টর কমান্ডার ছিলেন না ? (— was not a sector commander in the war of Inependence in 1971 ?)
ক. Major C.R.Datta
খ. Major M.A Monjor
গ. Major Hafiz
ঘ. Wing Commander Basher
উত্তরঃ গ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়?
ক. ঢাকা
খ. গাজীপুর
গ. ব্রাহ্মণবাড়িয়া
ঘ. কিশোরগঞ্জ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি ছিলেন –
ক. অস্ট্রেলিয়ার নাগরিক
খ. ফ্রান্সের নাগরিক
গ. ব্রিটিশ নাগরিক
ঘ. ইতালির নাগরিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন ? (The famous musician who sung for our liberation war in 1971 was -)
ক. Michael Jackson
খ. Elvis Prisley
গ. John Lenon
ঘ. George Harrison
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন?
ক. ক্যাপ্টেন মনসুর আলী
খ. অধ্যাপক ইউসুফ আলী
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দিন আহম্মদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্নসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন ?
ক. কর্নেল এম এ জি ওসমানী
খ. জেনারেল জগজিৎ সিং অরোরা
গ. কাদের সিদ্দিকী
ঘ. গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে ?
ক. ১৮৫৭
খ. ১৯০৫
গ. ১৯৭১
ঘ. ১৯৪৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্থানের করাচীতে ছিল ?
ক. সিপাহী মোস্তফা কামাল
খ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
গ. সিপাহী হামিদুর রহমান
ঘ. ক্যপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. তাজউদ্দীন আহমেদ
খ. মুশতাক আহমেদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. মনসুর আলী
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)