প্রিলিমিনারি টেস্ট ২৩

প্রিলিমিনারি টেস্ট ২৩ :

1. Lyrical Ballads was published in the year of
a. 1798
b. 1770
c. 1779
d. 1775
Ans: 1798

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

2. The poem “solitery reaper” is written by a. W. H. Auden
b. W. Wordsworth
c. W. B. Yeats
d. Ezra pound
Ans: W. Wordsworth

3. William Wordsworth was a-
a. Novelist
b. Historian
c. Poet
d. Dramatist
Ans: Poet

4. The deffodils is a poem written by
a. Willam Wordsworth
b. Lewis carroll
c. John keats
d. P. B. Shelley
Ans: Willam Wordsworth

5. Who wrote the Biographia Literaria?
a. William Wordsworth
b. S. T. Coleridge
c. P. B. Shelley
d. John keats
Ans: S. T. Coleridge

6. In the poem “Rime of the ancient mariner”, S. T. Coleridge talked about
a. A mariner
b. Bird
c. Sea
d. Albatross
Ans: Albatross

7. “Nature never did betray the heart that loved her” is taken from
a. The solitery reaper
b. Rainbow
c. Tintern abbey
d. Rainbow
Ans: Tintern abbey

8. “Water , water , everywhere nor any drop to drink” is a famous quote of
a. William Wordsworth
b. S. T. Coleridge
c. P. B. Shelley
d. John keats
Ans: S. T. Coleridge

9. An english poet who was addicted to opium named
a. William Wordsworth
b. Pearl S. Buck
c. S. T. Coleridge
d. John keats
Ans: S. T. Coleridge

10. Who wrote poem about Lucy?
a. Lord byron
c. William Wordsworth
c. S. T. Coleridge
d. P. B. Shelley
Ans: William Wordsworth | প্রিলিমিনারি টেস্ট ২৩

11. “Lamia” is written by
a. William Wordsworth
b. P. B. Shelley
c. John keats
d. William blake
Ans: John keats

12. “Prometheus Unbound” is a
a. Two act play
b. Three act play
c. Four act play
d. Five act play
Ans: Four act play

13. “Beauty is truth, truth is beauty” is a qoute of
a. John keats
c. William Wordsworth
c. S. T. Coleridge
d. P. B. Shelley
Ans: John keats

14. If winter comes , can….. be far behind?a. Autumn
b. Spring
c. Summer
d. Rain
Ans: Spring

15. “Adonais” is an elegy written by
a. William Wordsworth
b. S. T. Coleridge
c. P. B. Shelly
d. John keats
Ans: P. B. Shelley

16. The central idea of “Ozymandias” is that
a. Man is mortal
b. History repeats
c. All things both great and small, will perish
d. Imagination is stronger than fact
Ans: All things both great and small, will perish

17. “Paradise Lost” attempted to
a. Justify the ways of man to God
b. Justify the ways of God to man
c. Show that the satan and god have equal power
d. Explain why good and evil are necessary
Ans: Justify the ways of God to man

18. In his famous prose Areopagitica , John Milton said about
a. Freedom of people
b. Freedom of nation
c. Freedom of press
d. Freedom of literature
Ans: Freedom of press

19. A great master of verse in puritan period is
a. Charles Dickens
b. John Milton
c. John Dryden
d. P. B. Shelley
Ans: John Milton

20. “Charity begins at home and justice begins next door”, who said this qoute?
a. William Wordsworth
b. John Milton
c. S. T. Coleridge
d. Charles Dickens
Ans: Charles Dickens

21. Comus is a-
a. Epics
b. Poetic drama
c. Drama
d. Play
Ans- Poetic drama

22. In “I wandered lonely as a cloud” Wordsworth compares the daffodils with a. The stars of the milky way
b. The waves
c. The trees
d. The milky way
Ans: The stars of the milky way

23. “Our sweetest songs are those that tell of a sadest thoughts” is a quotation from Shelley’s-
a. The cloud
b. Ode to the west wind
c. Ode to a skylark
d. None
Ans: Ode to a skylark

24. P. B. Shelley’s “Adonais” is an elegy on the death of
a. John milton
b. S. T. Coleridge
c. John keats
d. Lord byron
Ans: John keats | প্রিলিমিনারি টেস্ট ২৩

25. Who is the greatest novelist in the Victorian period?
a. Matthew Arnold
b. Charles Dickens
c. Thomas Hardy
d. Robert Browning
Ans: Charles Dickens

২৬। বাংলাদেশের জাতীয় গাছ আম গাছকে কবে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়?
ক. ২০১০
খ. ২০১১
গ.২০১২
ঘ.২০১৩
উত্তর:ক

২৭। বাংলাদেশের জাতীয় প্রতীকের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে?
ক. ২(ক)
খ.৩(ক)
গ.৪(ক)
ঘ.৫(ক)
উত্তর :গ

২৮। বাংলাদেশের বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
ক.জয়নুল আবেদিন
খ.কামরুল হাসান
গ.এ এন সাহা
ঘ. শিব নারায়ণ দাশ
উত্তর:খ

২৯। বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
ক.জয়নুল আবেদিন
খ.কামরুল হাসান
গ.এ এন সাহা
ঘ. শিব নারায়ণ দাশ
উত্তর:গ

৩০। বাংলাদেশের পতাকার সাথে কোন দেশের পতাকার মিল আছে?
ক.ভারত
খ. পালাউ
গ.জাপান
ঘ.খ+গ
উত্তর:ঘ | প্রিলিমিনারি টেস্ট ২৩

৩১। বাংলাদেশের বর্তমান পতাকা গৃহীত হয় কবে?
ক.১০জানু,১৯৭২
খ.১৭জানু,১৯৭২
গ.২৩মার্চ,১৯৭১
ঘ.২মার্চ,১৯৭১
উত্তর:খ

৩২। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে কবে জাতীয় পতাকা উত্তোলন করেন?
ক.১০জানু,১৯৭২
খ.১৭জানু,১৯৭২
গ.২৩মার্চ,১৯৭১
ঘ.২মার্চ,১৯৭১
উত্তর:গ

৩৩। বাংলাদেশের জাতীয় খেলা ‘কাবাডি’ কে কবে জাতীয়করণ করা হয় ?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ.১৭ এপ্রিল,১৯৭১
গ.১০জানু,১৯৭৩
ঘ.১৯৭২
উত্তর:ঘ

৩৪। মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা আয়তনের দিক থেকে কততম?
ক. ৪র্থ
খ.৫ম
গ.৬ষ্ঠ
ঘ.৭ম
উত্তর ক

৩৫। বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি?
ক. সাতছড়ি উদ্যান
খ. বঙ্গবন্ধু সাফারি পার্ক
গ.মিরপুরের চিড়িয়াখানা
ঘ. সোহরাওয়ার্দী উদ্যান
উত্তর: ঘ

৩৬। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে ?
ক. জেমস রেনেল
খ. শিব নারায়ণ দাশ
গ. কামরুল হাসান
ঘ. এ এন সাহা
উত্তর :খ

৩৭। বাংলাদেশের জাতীয় প্রতীকের ৪টি তারকা কিসের প্রতীক?
ক. ’৭১ এর সংবিধানের মূলনীতি
খ. ‘৭২ এর সংবিধানের মূলনীতি
গ. বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতি
ঘ. কোনটিই নয়
উত্তর :খ

৩৮। বাংলাদেশের সবচেয়ে বড় ম্যুরাল “বঙ্গবন্ধু” ম্যুরাল এর উচ্চতা কত?
ক. ৪২ ফুট
খ. ৩২ফুট
গ. ২২ফুট
ঘ. ৪৮ ফুট
উত্তর : ক

৩৯। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য ‘বীর’ -এর ভাস্কর কে?
ক. হামিদুজ্জামান
খ. মৃণাল হক
গ. হামিদুর রহমান
ঘ. হাজ্জাজ কায়সার
উত্তর : ঘ | প্রিলিমিনারি টেস্ট ২৩

৪০। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান কত ?
ক. ৬ষ্ঠ
খ. ৭ম
গ. ৮ম
ঘ. ৯ম
উত্তর : ঘ

৪১। ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে জলবায়ু তহবিলে বাংলাদেশ কত টাকা রেখেছে ?
ক. ২৪,০০কোটি টাকা
খ, ২৫, ০০কোটি টাকা
গ. ৩৬০০ কোটি টাকা
ঘ. ৩০০০ কোটি টাকা
উত্তর : গ

৪২। জাতিসংঘের তথ্য মতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশের কত শতাংশ তলিয়ে যাবে?
(ক) ১৭ শতাংশ (খ) ১৩ শতাংশ
(গ) ৯ শতাংশ (ঘ) ১৫ শতাংশ
উত্তর: ক

৪৩। World Bank এর ২০০৯ সালের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক উষ্ণতার কারণে সৃষ্ট দুর্যোগে কোনটিতে বাংলাদেশ শীর্ষ ?
ক. মরুকরণ
খ. বন্যা
গ. জলোচ্ছ্বাস
ঘ. খরা
উত্তর: খ

৪৪। German Watch -এর ২০১৭ সালের জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত ?
ক. ৬ষ্ঠ
খ. ৭ম
গ. ৮ম
ঘ. ৯ম
উত্তর: ক

৪৫’ স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা জাদুঘর’ কোথায় অবস্থিত?
ক. সোহরাওয়ার্দী উদ্যান , ঢাকা
খ. সাভার , ঢাকা
গ. রাজেন্দ্রপুর সেনানিবাসে
ঘ. পুলিশ লাইন হেড কোয়ার্টার
উত্তর : ক

৪৬। রক্ত সোপান ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
ক. সোহরাওয়ার্দী উদ্যান , ঢাকা
খ. সাভার , ঢাকা
গ. রাজেন্দ্রপুর সেনানিবাসে
ঘ. পুলিশ লাইন হেড কোয়ার্টার
উত্তর : গ

৪৭। জয় বাংলা , বাংলার জয় গানটির গীতিকার কে ?
ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল
খ. গাজী মাজহারুল আনোয়ার
গ. গোবিন্দ দাস
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তর: খ

৪৮। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ?
ক. শাহবাগ
খ. সেগুনবাগিচা
গ. আগার গাঁও
ঘ. সোহরাওয়ার্দী উদ্যান
উত্তর : গ | প্রিলিমিনারি টেস্ট ২৩

৪৯। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে ?
ক. তানভির মোকাম্মেল
খ. তানভির কবির
গ. তানভির চৌধুরী
ঘ. তানভির করিম
উত্তর : ঘ

৫০। শোনো একটি মুজিবরের থেকে … গান গীতিকার করে ?
ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল
খ. গাজী মাজহারুল আনোয়ার
গ. গৌরী প্রসন্ন মজুমদার
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তর : গ

৫১। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই …গান গীতিকার করে ?
ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল
খ. গাজী মাজহারুল আনোয়ার
গ. গৌরী প্রসন্ন মজুমদার
ঘ. হাসান মতিউর রহমান
উত্তর: ঘ

৫২। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ – এই গানটির গীতিকার কে?
ক. আব্দুল লতিফ
খ. আলতাফ মাহমুদ
গ. ফজলে খোদা
ঘ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
উত্তর : ক

৫৩। বরকতের মা হাসিনা বেগম ‘জাতীয় শহীদ মিনার’ উদ্বোধন করেন কবে ?
ক. ১৯৬৩ সালের ২১ফেব্রুয়ারি।
খ. ১৯৫৩সালের ২১ফেব্রুয়ারি।
গ. ১৯৭৩ সালের ২১ফেব্রুয়ারি।
ঘ. ১৯৭২ সালের ২১ফেব্রুয়ারি।
উত্তর : ক

৫৪। সৈয়দ মাইনুল হোসেন কর্তৃক নির্মিত ১৫০ ফুট বা ৪৬.৫মিটার উচ্চতা বিশিষ্ট জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় কবে ?
ক , ১৬ ডিসেম্বর ,১৯৭২ ।
খ. ১৬ ডিসেম্বর ,১৯৭৪
গ. ১৬ ডিসেম্বর ১৯৮২ সাল।
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৮৯ সাল।
উত্তর: গ

৫৫। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্হিত দেশের সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি কে ?
ক. শামীম শিকদার
খ. হামিদুজ্জামান
গ. রবিউল হুসাইন
ঘ. আব্দুল্লাহ খালেদ
উত্তর: গ

৫৬. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা
ক.৭ ই মার্চ, একাত্তর
খ.দেয়াল
গ.অসময়
ঘ.নীল দংশন
উত্তর: ক

৫৭. আলাউদ্দীন আল আজাদ রচিত নিঃশব্দ যাত্রা একটি
ক.কবিতা
খ.গল্প
গ.নাটক
ঘ.উপন্যাস
উত্তর : গ

৫৮. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়
ক.রূপতত্ত্ব
খ.অর্থতত্ত্ব
গ.বাক্যতত্ত্ব
ঘ.ধ্বনিতত্ত্ব
উত্তর: ঘ

৫৮. ঋ, র, ষ-এর পর তৎসম শব্দে মূর্ধন্য (ণ) ব্যবহূত হয়—এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
ক. কৃষ্ণ
খ. হরিণ
গ. বিশেষণ
ঘ. ব্যাকরণ
উত্তর: খ | প্রিলিমিনারি টেস্ট ২৩

৫৯. ত-বর্গীয় কোন বর্ণের আগে কখনো মূর্ধন্য হয় না?
ক. ন
খ. ণ
গ. স
ঘ. শ
উত্তর: খ

৬০. ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস – আর্তনাদ এর লেখক
ক. শওকত ওসমান
খ.আলাউদ্দিন আল আজাদ
গ.শহীদ কাদরী
ঘ.সৈয়দ শামসুল হক
উত্তর: ক

৬১. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয় কোনটিতে?
ক.রোষ
খ.বর্ষ
গ.কষ্ট
ঘ.কৃষক
উত্তর: ক

৬২. কোন বানানটি সঠিক?
ক. বিষন্য
খ. বিষন্ন
গ. বিষণ্ন
ঘ. বিসন্ন
উত্তর: গ

৬৩. মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নয় কোনটি
ক.নদীর নাম মধুমতি
খ.ফেরী আসছে
গ.পিতা
ঘ.কলমিলতা
উত্তর: খ

৬৪. হাসান হাফিজুর রহমান সম্পাদিত মুক্তিযুদ্ধের ইতিহাস কত খন্ডে প্রকাশিত??
ক.৯
খ.১৫
গ.২১
ঘ.২৩
উত্তর: খ

৬৫. একাত্তরের ডায়েরি কার লেখা
ক.জাহানারা ইমাম
খ.আসাদ চৌধুরী
গ.নীলিমা ইব্রাহীম
ঘ.সুফিয়া কামাল
উত্তর : ঘ

৬৬. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র Dateline Bangladesh কার নির্মিত?
ক. ক্যাথরিন মাসুদ
খ.গীতা মেহতা
গ.জহির রায়হান
ঘ.বাবুল গোমেজ
উত্তর: খ

৬৭. ‘সব কটা জানালা খুলে দাওনা’ গানটির গীতিকার কে?
ক.আহমেদ ইমতিয়াজ বুলবুল
খ.গাজী মাজহারুল আনোয়ার
গ.নজরুল ইসলাম বাবু
ঘ.সলিল চৌধুরী
উত্তর: গ

৬৮. কোনটি শুদ্ধ বাক্য?
ক. বাংলা বানান আয়ত্ব করা কঠিন
খ. বাংলা বাণান আয়ত্ব করা কঠিন
গ. বাংলা বাণান আয়ত্ত করা কঠিন
ঘ. বাংলা বানান আয়ত্ত করা কঠিন
উত্তরঃ ঘ

৬৯. ‘একাত্তরের মা জননী ‘গানটির গীতিকার কে?
ক.আহমেদ ইমতিয়াজ বুলবুল
খ.গাজী মাজহারুল আনোয়ার
গ.নজরুল ইসলাম বাবু
ঘ.সলিল চৌধুরী
উত্তর: ক

৭০. কোন বানানটি শুদ্ধ?
ক. সূচীষ্মতা
খ. সূচিষ্মিতা
গ. সূচীস্মিতা
ঘ. শুচিস্মিতা
উত্তরঃ ঘ | প্রিলিমিনারি টেস্ট ২৩

৭১. কোন বানানটি শুদ্ধ?
ক.সমীচীন
খ.সমিচীন
গ.সমীচিন
ঘ.সমিচিন
উত্তরঃ ক

৭২. আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির প্রথম সুরকার
ক.আলতাফ মাহমুদ
খ.আব্দুল লতিফ
গ.মাহবুব উল আলম চৌধুরী
ঘ.গোবিন্দ হালদার
উত্তর: খ

৭৩. ওঙ্কার উপন্যাস কার লেখা
ক.আহমদ ছফা
খ.হুমায়ুন আজাদ
গ.হুমায়ুন আহমেদ
ঘ.মাহবুব সাদিক
উত্তর: ক

৭৪. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস
ক.বর্ণমালা
খ.তিমি যুবরাজ
গ.নামহীন গোত্রহীন
ঘ.পিতা
উত্তর: খ

৭৫. কোন বাক্যটি শুদ্ধ?
ক.আজকের সন্ধ্যা বড় মনমুগ্ধকর
খ.আজকের সন্ধ্যা মনোমুগ্ধকর
গ.আজকের সন্ধ্যা বড়ো মনঃমুগ্ধকর
ঘ.আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর
উত্তরঃ ঘ

৭৬. ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ?
ক. মোজাম্বিক
খ. পাকিস্তান
গ. নাইজেরিয়া
ঘ. কানাডা
উত্তরঃ ক

৭৭. Which of the following organizations control the price of crude oil in the world market?
ক. European Union
খ. United Nations
গ. APEC
ঘ. OPEC
উত্তরঃ গ

৭৮. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা চুক্তি কি নামে পরিচিত?
ক. ওয়াশিংটন চুক্তি
খ. স্বাধীনতা চুক্তি
গ. প্রথম ভার্সাই চুক্তি
ঘ. বার্লিন চুক্তি
উত্তরঃ গ

৭৯. ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়-
ক. ১৫ জুন, ১৫২১
খ. ১২১৩, ৭ ডিসেম্বর
গ. ১৫ জুন, ১২১৫
ঘ. ৭ জুলাই, ১৩২৫
উত্তরঃ গ

৮০. মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল-
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ ঘ | প্রিলিমিনারি টেস্ট ২৩

৮১. The Geneva Convention deals with-
ক. Women’s rights
খ. Peace & Conflict
গ. International Trade
ঘ. Arms trafficking
উত্তরঃ খ

৮২. কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
ক. ১১ ডিসেম্বর, ১৯৯৭
খ. ১৭ মার্চ, ১৯৯৭
গ. ১৫ জুন, ১৯৯২
ঘ. ৭ অক্টোবর, ২০০১
উত্তরঃ ক

৮৩. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
ক. ৬ সেপ্টেম্বর, ১৯৬৫
খ. ১০ ডিসেম্বর, ১৯৬৫
গ. ১০ জানুয়ারি, ১৯৬৬
ঘ. ৩০ জানুয়ারি, ১৯৬৬
উত্তরঃ গ

৮৪. মিশর ও ইসরাইলের মধ্যে কত সালে ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. ১৯৭৭
খ. ১৯৭৮
গ. ১৯৭৯
ঘ. ১৯৮১
উত্তরঃ খ

৮৫. Which of the following is not related to disarmament?
ক. SALT
খ. NPT
গ. NATO
ঘ. CTBT
উত্তরঃ গ

৮৬. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়—-
ক)ক্যাপাসিটর হিসেবে
খ)ট্রান্সফরমার হিসেবে
গ)রেজিস্টর হিসেবে
ঘ)রেক্টিফায়ার হিসেবে
উত্তর : ঘ)রেক্টিফায়ার হিসেবে

৮৭. ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল কোনটি?
ক)এমিটার
খ)কালেক্টর
গ)বেস
ঘ)এমিটার ও কালেক্টর
উত্তর : গ)বেস

৮৮. সাধারণত ট্রানজিস্টার এর কাজ—
ক)একমুখীকরণ
খ)ফিল্টারিং
গ)বিবর্ধক হিসেবে
ঘ)স্পন্দক হিসেবে
উত্তর : গ)বিবর্ধক হিসেবে

৮৯. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে—
ক)পাঞ্চ কার্ড
খ)ইন্টিগ্রেটেড সার্কিট
গ)বায়ুশূন্য টিউব
ঘ)ট্রানজিস্টর
উত্তর : খ)ইন্টিগ্রেটেড সার্কিট

৯০) যে ট্রান্সফরমারের সাহায্যে নিম্ন বিভবকে উচ্চবিভবে রুপান্তরিত করা হয় তাকে বলে-ক)step up transformer
খ)step down transformer
গ) উভয়ই
ঘ) down step transformer
উত্তর : ক)step up transformer

৯১) ট্রান্সফরমার ব্যবহৃত হয়—
ক)শুধু AC লাইনে/বর্তনীতে
খ)শুধু DC লাইনে/বর্তনীতে
গ)উভয় লাইনেই/বর্তনীতে
ঘ)ব্যবহৃত হয়না
উত্তর : ক) শুধু AC লাইনে/বর্তনীতে

৯২) স্যাটেলাইট উৎক্ষেপনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ??
ক)৫৩ তম
খ)৫৫ তম
গ)৫৭ তম
ঘ)৫৯ তম | প্রিলিমিনারি টেস্ট ২৩
উত্তর : গ)৫৭ তম

৯৩) বঙ্গবন্ধু স্যাটেলাইট এর অবস্থান—
ক)১১৭.১ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে
খ)১১৭.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
গ)১১৯.১ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে
ঘ)১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
উত্তর:ঘ) ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে

৯৪) রাডারের পূর্ণরূপ কী?
ক)Radio Detection and Ranging
খ)Radio Determination and Ranging
গ)Remote Dejection and Ranging
ঘ) কোনটিই নয়
উত্তর : ক)Radio Detection and Ranging

৯৫) পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়?
ক)ডায়োডে
খ)ট্রানজিস্টারে
গ)ট্রান্সফর্মারে
ঘ)ক+গ
উত্তর : গ)ট্রান্সফর্মারে।।

৯৬। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন শিক্ষক ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত?
ক) 62
খ) 65.3
গ) 66.5
ঘ) 62.5
সঠিক উত্তরঃ ঘ

৯৭। 30 জন ফুটবল খেলোয়াড়ের একটি দলে তাদের কোচের ওজন যোগ করলে তাদের গড় ওজন 1 কেজি বেড়ে যায়।কোচের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন 31 কেজি হয় তাহলে কোচ এর ওজন কত?
ক) 62
খ) 63
গ) 61
ঘ) 64
সঠিক উত্তরঃ গ

৯৮। এক প্যাকেট তাস থেকে দুপুর দৈবভাবে একটি তাস নেয়া হলো। তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত?
ক) ১/৩
খ) ১/৪
গ) ২/৫
ঘ) ৩/৫
সঠিক উত্তরঃ খ

৯৯। একটি বাক্সে চারটি সাদা বল, পাঁচটি লাল বল ও ছয়টি সবুজ বল আছে। উহা হতে তিনটি বল নেয়া হলো। তিনটি বলই লাল পাবার সম্ভাবনা কত?
ক) ২/৯১
খ) ৩/৯১
গ) ৮৭/৯১
ঘ) ৩/৯৫
সঠিক উত্তরঃ ক

১০০। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
ক) ২/৫
খ) ৩/৭
গ) ২/৭
ঘ) ১/৩
সঠিক উত্তরঃ গ

১০১। একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো। উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
ক) ১/২
খ) ১/৪
গ) ৩/৪
ঘ) ১/৫
সঠিক উত্তরঃ খ

১০২। একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো উপরের পিঠে দুইটি মাথা পড়ার সম্ভাবনা কত?
ক) ৩/৮
খ) ৩/৯
গ) ৪/৬
ঘ) ২/৫
সঠিক উত্তরঃ ক | প্রিলিমিনারি টেস্ট ২৩

১০৩। 11 জন লোকের গড় ওজন 70 কেজি। 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হবে?
ক) 68
খ) 66
গ) 65
ঘ) 70
সঠিক উত্তরঃ ক

১০৪। একটি পাত্রে তিনটি সাদা বল, চারটি লাল বল ও দুইটি সবুজ বল আছে সেখান থেকে এলোমেলোভাবে তিনটি বল নেওয়া হলে তিনটি বলই লাল রং হওয়ার সম্ভাবনা কত?
ক) ১/২৩
খ) ২/২১
গ) ১/১৯
ঘ) ১/২১
সঠিক উত্তরঃ ঘ

১০৫। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত?
ক) 2/3
খ) 1/3
গ) 3/5
ঘ) 2/5
সঠিক উত্তরঃ ক

১০৬। বিশ্বগ্রামের ধারণা কতসালে রূপ নেয়?
ক) ১৯৬৯ সালে
খ) ১৯৭০ সালে
গ) ১৯৭১ সালে
ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তরঃ খ

১০৭। সোসাল নেটওয়ার্কি ‘টুইটার’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ২০০৪ সালে
খ) ২০০৫ সালে
গ) ২০০৬ সালে
ঘ) ২০১০ সালে
সঠিক উত্তরঃ গ

১০৮। নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম?
ক) সুমাজি
খ) গুগল
গ) ইয়াহু
ঘ) পিপিলিকা
সঠিক উত্তরঃ ক

১০৯। Who founded Myspce?
ক) Tom Anderson
খ) Wil De wolf
গ) Mark Jugkerberg
ঘ) Stive Jobs
সঠিক উত্তরঃ ক

১১০। ফেসবুকের বিশেষায়িত ওয়েব পেজকে কি বলা হয়?
ক) জোম্পা
খ) টুইটার
গ) প্রোফাইল
ঘ) স্ট্যাটাস
সঠিক উত্তরঃ খ

১১১। MICR এর পূর্ণরূপ হলো–
ক. Magnetic Ink Character Region
খ. Magnetic Ink Character Resource
গ. Magnetic Ink Character Reader
ঘ. Magnetic Ink Character Recognition
উত্তরঃ ঘ

১১২। LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ | প্রিলিমিনারি টেস্ট ২৩

১১৩। চরকি ডটকম কী?
ক. সার্চ ইঞ্জিন
খ. সামাজিক যোগাযোগ সাইট
গ. ওয়েব ব্রাউজার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

১১৪। ইনস্টাগ্রাম চালু হয়–
ক. ২০০৮ সালে
খ. ২০১০ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তরঃ খ

১১৫। ই-কমার্স সাইট আমাজন.কম কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৮ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ গ

১১৬। সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে উজ্জল ও উত্তপ্ত এবং পূর্ব হতে পশ্চিমে পাক খায় –
ক. শুক্র
খ. শনি
গ, বৃহস্পতি
গ. মঙ্গল
উত্তর : ক

১১৭। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য হলে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
ক. বুধ
খ.প্রক্সিমা সেন্টারাই
গ. মঙ্গল
ঘ. লুব্ধক
উত্তর : খ

১১৮। শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কী?
ক. ডিমোস
খ. ফিবোস
গ. টাইটান
ঘ. মিরিন্ডা
উত্তর : গ

১১৯। কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
ক.২১ জুন
খ. ২১ মার্চ
গ. ২৩সেপ্ট
ঘ. ২২ ডিসেম্বর
উত্তর : ক

১২০। সৌরজগতের সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
ক.মিউ সাকাই
খ. সূর্য
গ. প্রক্সিমা সেন্টারাই
ঘ.ইটা ক্যারিনি
উত্তর:ক

১২১। চন্দ্রগ্রহণ হয় কখন?
ক. অমাবস্যা তিথিতে
খ. যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে ফলে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে
গ. পূর্ণিমা তিথিতে যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী থাকে
ঘ. কোনটিই নয়
উত্তর :গ

১২২। কোন গ্রহের আকাশে বছরে সূর্য ২বার অস্ত যায়?
ক, শনি
খ. বৃহস্পতি
গ. শুক্র
ঘ. মঙ্গল
উত্তর :গ

১২৩। সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি ?
ক. নেপচুন
খ. প্লুটো
গ. শনি
ঘ. বৃহস্পতি
উত্তর :ক

১২৪। পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ভর কত হবে?
ক. ছয় ভাগের এক ভাগ।
খ. দ্বিগুণ
গ. কোনো পরিবর্তন হবে না
ঘ. ছয়গুণ
উত্তর :গ

১২৫। সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
ক.২৮ গুণ
খ. ২গুণ
গ. ২৫ গুণ
ঘ. ২৬ গুণ
উত্তর : ক | প্রিলিমিনারি টেস্ট ২৩

আরো পড়ুন:

1 thought on “প্রিলিমিনারি টেস্ট ২৩”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!